Friday, February 21, 2014

Android apps কালেকশন

আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই আশা করি ভাল আছেন। আমার কাছে প্রায় 1500+ Android apps আছে, সে গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু এক সাথে সব শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ধারাবাহিক ভাবে আপলোড করে আপনাদের সাথে শেয়ার করব, আর এই প্রথম পর্বে 5টি Android apps collection দিয়ে শুরু করলাম। তাহলে আর কথা না বাড়িয়েই সরাসরি লিংক দিলাম ডাউনলোড করুন এবং উপভোগ করুন।

avast! Mobile Security 2.0.4993_4993

AVIPlayerAndroid

BanglaDictionary 4.1_12

Basket_Ball

rodrigokolb.tabla_v2.3_15

Butterfly Live Wallpaper 1.1


ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভাল থাকবেন।
****বর্তমানে ৪৫০ টাকায় টপ লেভেল ডোমেইন দরকার হলে যোগাযোগ করতে পারেন SHAPLA-HOST
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের সাথে থাকুন।
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
খুব শিগ্রহী আসথে Android apps collection পর্ব ২……

Wednesday, February 19, 2014

আজ থেকেই শুরু করুন আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ার

যারা Online এ “Micro Jobs site” এ কাজ করতেছেন । ডলার ও আপনার অ্যাকাউন্টে দিন দিন বেড়েই চলেছে কিন্ত অনেকেই ভাবছেন টাকাটা কি শেষ পর্যুন্ত হাতে আসবে ? তাদেরকে বলি আমি বেশ কয়েকটি Micro Jobs site এ কাজ করতেছি তার মধ্যে রয়েছে , মিনিটওয়াকর্স, মাইক্রোওয়াকর্স, minijobz , ইতাদি এদের মধ্যে microjobs সাইটটি আমার কাছে ভালো লেগেছে।আমি এই সাইট থেকে বেশ কিছু টাকা পেয়েছি।। আর একটা কথা বলি, আমরা অনেক সময় কিছু কিছু সাইটে রজিস্ট্রেসন করার পর যখন দেখি কাজ গুলি একটু কঠিন মনে হচ্ছে তখন আর সেখানে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলি, এমনকি কিছুদিন পর ঐ ইউজারনেম পাচওয়ার্ড সব ই ভুলে বসে থাকি । ভাই এভাবে করলে আমরা কোন দিনই সফল হব না ।
 তাই এ মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে । তাহলেই আমরা সফল হব । আমার কথা ই বলি, আমার মনোভাব যখন ঐ রকম ছিল তখন আমি সফল হইনি এমনকি নেট ইনকাম সম্পর্কে একটা খারাপ ধারনা জন্মে যায় যার ফলে আমি দির্ঘ দিন নেট থেকে দুরে সরে ছিলাম। কিন্তু এখন আমি সফল, এর পেছনে একটি কারন ই রয়েছে তা হচ্ছে আমি একটি কাজ সুরু করলে তা শেষ না করে ছাড়িনা তাতে সে কাজ টি শিখতে আমার এক ঘন্টা লাগুক আর এক মাস ই লাগুক। Micro Jobs site গুলির বেশ কিছু কাজ আছে যে গুলি প্রতেক টি সাইটের এক ই রকম কাজ তাই বলি আগে একটি সাইটে কাজ করে কাজ টি ভাল করে শিখে নিন তার পর অন্য সকল সাইটে হাত দিন । প্রথমে আপনি একটি কাজের পিছনে সময় ব্যায় করতে থাকুন যতক্ষন না আপনি সেটা শিখতে পারছেন । একটি ব্যাপার আপনি লখ্যকরে দেখবেন আজ যে কাজটি আপনার কাছে কঠিন মনে হচ্ছে কালই দেখবেন সেটি আপনার কাছে অনকটাই সহজ মনে হচ্ছে । তাই লেগে থাকুন আপনি সফল হবেন ই । আমার এই লেখাটি আমার মত সল্পজান্তা দের জন্য তাই প্লিজ কোন খারাপ মন্তব্য করবেন না । ভাল থাকবেন খুব ভাল।
 সময় পেলে ঘুরে আসুন এইখানে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেলগুলো দেখুন খুব কম স্পিডে

In today's post I began sabbaike Friends greet me. Links to this post in today's online TV site with
Sports Channels
English Channels

Pakistani Channels 
News Channels
Kidd’s Channels



Adult 18+ Channels


Bangla Channels
Other Channels

Virtual DJ v7.0.5 Pro Version দিয়ে ঘরে বসেই হয়ে যান প্রোফেসনাল DJ


কেমন আছেন? আসা করি ভালই আছেন। Virtual DJ এই সফটওয়্যার টি দিয়ে আপনি ঘরে বসেই একটি প্রোফেসনাল ডিজের মত গান মিক্স সহ অনেক কাজ করতে পারবেন। এছাড়া এর ফুল ভার্সন অর্থাৎ Professional ভার্সনটিতে রয়েছে অনেক Features.
PC SYSTEM REQUIREMENTS
New Bitmap Image
New Bitmap Image
MINIMUM system requirements:  
  • Intel® Pentium® 4 or AMD Athlon™ XP          New Bitmap Image                                 New Bitmap Image                                      New Bitmap Image
  • 1024×768 resolution
  • DirectX compatible soundcard
  • 512MB RAM
  • 50MB free on the hard drive
RECOMENDED system requirements:
  • Intel® Core™ 2 or AMD Athlon™ X2
  • Microsoft® Windows 7 Professional (or newer)
  • 1280×1024 resolution (or higher)
  • Multi-channel DirectX compatible soundcard
  • 1024MB RAM
  • 200MB free on the hard drive
Additional requirements for Video mixing:
  • 2048MB (2GB) RAM
  • ATI™ or NVIDIA® video card w/256MB of Dedicated DDR3 RAM
  • Video card must support dual-screen output
Supported Operating System:
  • MINIMUM: Microsoft® Windows XP SP3 or newer
  • RECOMMENDED: Microsoft® Windows 7 Professional 32-bit

  • Microsoft® Windows 95, 98, ME, or older are not supported
How to Crack:
১। ডাউনলোড লিঙ্ক থেকে রার ফাইল ডাউনলোড করে extract করুন।
২। তারপর install_virtualdj_pro_v7.0.5.msi ইন্সটল করুন।
৩। ইন্সটলসে করে ওপেন করবেন না।
৪। ক্র্যাক ফাইল থেকে ফাইলটি কপি করে C:\Program Files\VirtualDJ এখানে পেস্ট করুন।
৫। কাজ শেষ।
Download Linkhttp://uploadboy.com/fwfq6ya6cudy.html
undefined

Friday, February 14, 2014

এবার আয় করুন ফ্রি বিটকয়েন প্রতি ঘণ্টায়[1 BITCOIN = $819.36]

বিটকয়েন কি?
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে ।
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় ৮১৯.৩৬ ডলার ।
অর্থাৎ 1 BITCOIN = $819.36 !!!
                                                      
 
বিটকয়েন একাউন্টঃ
আপনাকে প্রথমে একটি বিটকয়েন অ্যাড্রেস তৈরি করা লাগবে । এই অ্যাড্রেস সাধারনত ৩৪ Character -এর হয় । এই কারনেই এটা এতো বেশি সিকিউর ।
ধাপঃ
১। প্রথমে এই লিঙ্কে যান । এরপর নিচের মত একটা পেজ আসবে ।

২। Email(1) এর বক্সে আপনার মেইল অ্যাড্রেস এবং Password(2) এর বক্সে আপনার পাসওয়ার্ড দিয়ে Create Bitcoin Wallet(3) লিঙ্কে ক্লিক করুন ।
৩। এরপর আপনাকে ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করেত বলবে । আপনার ইমেইল অ্যাড্রেসে যান এবং Verify My Email Address-এ ক্লিক করুন । এরপর নিচের মত একটা পেজ আসবে । (যদি না আসে তাহলে করুন তাহলে আসবে ।)


 
৪। এখান থেকে Account Setting(1) থেকে Bitcoin Addresses(2) এর উপরে ক্লিক করলে নিচের মত একটা পেজ আসবে । এরপর Create New Address(3) করে কিছুক্ষণ অপেক্ষা করুন । নিচের মত একটা অ্যাড্রেস(4) তৈরি হবে । এটাকে সেইভ করে অথবা কপি করে রাখুন পরে কাজে লাগবে ।

আপনি যে একাউন্টটা এই মাত্র খুললেন সেটা একটা অনলাইন ব্যাংক একাউন্ট । এটা অনেকটা পেপাল এবং পেইজা এর একাউন্টের মতই । এর মাধ্যমেই আপনি পেমেন্ট পাবেন । আপনি যে বিটকয়েন আর্ন করবেন সেটা এই একাউন্টের এড্রেসে পাঠানো হবে ।
[ বিঃদ্রঃ আপনি যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ওপরের একাউন্ট খুললেন সেটা কোন যে জায়গায় সেইভ করে রাখুন । কারণ এটা হারিয়ে গেলে আপনার সব শেষ । ]
বিটকয়েন আয়ঃ
ধাপঃ
১। প্রথমে এই লিঙ্কে যান । নিচের মত একটা পেজ আসবে ।
এখান থেকেঃ (১নং অংশে)
Your Bitcoin Address – এ কিছুক্ষণ আগে যে বিটকয়েন অ্যাড্রেস তৈরি করলেন সেটা দিন ।
Password For Your Account – এখানে আপনার পাসওয়ার্ড দিন ।
Repeat Password – এখানে পুনরায় একই পাসওয়ার্ড দিন ।
Your Email – এখানে আপনার ইমেইল দিন ।
ব্যাস এরপর SIGN UP বাটনে ক্লিক করুন । আপনার একাউন্ট হয়ে গেছে । ইমেইল ভেরিফাই করা লাগবে না ।

 ২। এরপর ওপরের চিত্রে ২নং চিহ্নিত অংশের ঘরগুলো পুরন করুন এবং কেপচা দিয়ে LOGIN বাটনে ক্লিক করুন । এরপর নিচের মত পেজ আসবে । এরপর ১নং চিহ্নিত অংশের কেপচা দেখে ২নং চিহ্নিত বক্স পূরণ করে ROLL!(3) এ ক্লিক করুন ।


 ৩। এরপর যদি নিচের চিত্রের মত টাইমার(2) উঠা শুরু করে তাহলে তাহলে আপনি Success । আর যদি Invalid Code লেখা আসে তাহলে আবার TRY করুন হয়ে যাবে । এভাবে প্রতি ঘণ্টায় আপনি বিটকয়েন আর্ন করতে পারবেন । আবার ১ ঘন্টা পর আসুন এবং কেপচা পূরণ করে ROLL-এ ক্লিক করুন । দেখবেন একাউন্টে বিটকয়েন যোগ হয়েছে । এভাবে ১ ঘণ্টা পর পর ওয়েব সাইটে যান এবং আর্ন করতে থাকুন । নিচের চিত্রে দেখুন ৩নং চিহ্নিত অংশে আমার আর্ন দেখাচ্ছে ।

পেমেন্টঃ
এবার আসি পেমেন্টের কথায় । এটা ১০০% পে করে কারন আমি তিনবার পেমেন্ট পেয়েছি ।
এরা প্রতি সোমবার পে করে । আপনার একাউন্ট Balance যদি 0.00005460 বিটকয়েনের বেশি হয় তাহলে সেটা অটোমেটিকভাবে সোমবারে আপনার কয়েনবেইস(ওপরে যেটা তৈরি করলেন) একাউন্টে চলে যাবে । আপনার কিছু করতে হবে না ।
আর হ্যাঁ আপনি রেফার করেও 50% পর্যন্ত আয় করতে পারবেন । আপনার Homepage-থেকে Refer বাটনে ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্ক দেখতে পারবেন ।
তো আর কি… আর্ন করা শুরু করেন । 8-) আর কোন সমস্যা হলে আমি ফেসবুকে আছি তো ।

Thursday, February 13, 2014

অনলাইনে টাকা আয়

Welcome to make money online..

Firstly there is no single way to make money faster. You will find lots of website claiming that you can be rich overnight. All are fake. 
But there are few website out here , where you can make some money (not $100000000, but up to $100/200). 

http://www.bux.to?Ref=raselhossain2a

One of the best site for making money by clicking advertise is www.bux.to . Here you can earn $0.0125 per click. You have to wait 30 sec to get the credit. Minimum pay out is $10 and via alter pay. If you dont have alterpay account you can open a free alterpay account here. You can get bonus for referral as well. so invite your friend here and get bonus. you can get $0.05 bonus to register, if they ask for referer name put arefin1988 and start earning money. 

If you cant to to open a alterpay account or transfer, let me know i will try to help.

Wednesday, February 12, 2014

অনলাইনে টাকা আয়

আজ আপনাদের সাথে একটি বিশ্বস্ত পিটিসি সাইট (Paid To Click) এর কথা শেয়ার করছি,এর নাম হল- Probux । আমরা সকলেই জানি ,কিভাবে পিটিসি সাইটে আয় করতে হয়।Probux  সাইটটি যদিও খুব একটা পুরানো নয়,তবুও এটি খুবই বিশ্বস্ততা অর্জন করেছে। আমি এই সাইট থেকে আয় করছি। এ পর্যন্ত আমি এই সাইট থেকে ১২০ ডলার আয় করেছি। এটি Neobux ও Clixsense এর মত তার সদস্যদের Pay করে আসছে। এই সাইটগুলো থেকে আয় করা ডলার আপনার  Payza account  আনতে পারবেন। এর পরে Payza থেকে আপনার ব্যাংক এ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন।অথবা চাইলে আপনার Payza ডলার সরাসরি বিক্রি করতে পারেন।Payza ডলার ক্রয়/বিক্রয় এর জন্য এখানে দেখতে পারেন।
অ্যাকাউন্ট খুলতে হলে এখানে  click করুন

ওয়েবসাইটটি খুললে তার উপরে ডান দিকের Register লিখাটিতে ক্লিককরুন।


ধাপ-৩: এবার যে ফরমটি আসবে তা যথাযথ ভাবে পূরণ করে
লেখাটির বাম পাশে টিক দিয়ে Create My Account  লিখাটিতে ক্লিক করুন
ধাপ-৪: এখন আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে গিয়ে ইমেলটি ভেরিফাই Link ক্লিককরুন
@ একটা নতুন ট্যাব ওপেন হবে।
সফলতার সাথে একটি একাউন্ট করেত সমর্থ হয়েছেন।
Probux -তে কাজ করার পদ্ধতিঃ
ধাপ-১: Probux  প্রবেশ করে login এ ক্লিক করুন
ধাপ-2: প্রথমে এর ওয়েবসাইটে গিয়ে আপনার ইউজার আই.ডি (User ID) ওপাসওয়ার্ড (Password) টাইপ করে Login ক্লিক করুন
ধাপ-৩:লগিন হওয়ার পর অ্যাড দেখতে হোলে View Ads ক্লিক করুন।
ধাপ-৪:এরপর আপনি এ্যডগুলো দেখতে পাবেন।এর যেকোন একটা তে ক্লিক করুন। একটা নতুন ট্যাবওপেন হবে।

এবার কিছুখন অপেক্ষা করলে দেখবেন

Waiting for the advertisement to load..
এবার নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন।
মানে আপনার অ্যাকাউন্টে $ জমা হোয়েছে
Page টির উপরের দিকে যতক্ষন Your click has been Validatedলিখাটি না আসবে ততক্ষন পর্যন্ত আপনাকে ঐ Page এ থাকতে হবে।
এর জন্য আপনাকে ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে।

Your click has been Validated হয়ে গেলে আগের পেজে চলে যান এবংহুবহু একঐ পদ্বতিতে বাকি যে Advertisement গুলো আছে সেগুলো দেখুন।এভাবে ২৪ ঘন্টা পরপর প্রতিটি বিজ্ঞাপন একবার করে ক্লিক করতে পারবেন।প্রতিটিবিজ্ঞাপনে ক্লিক করার জন্য আপনি ১ সেন্ট হতে ৪ সেন্ট পেতে পারেন হয়তো অনেকেভাবছেন চারটি এ্যাড দেখে মাত্র চার সেন্ট! আসল কথা হচ্ছে পিটিসি সাইটগুলোতেঅধিক পরিমানে উপার্জন নির্ভর করে আপনার রেফারেল এর উপর।
কিভাবে আরো বেশী টাকা উপার্জন করা যাবে-
এ জন্য আপনাকে রেফারেল তৈরী করতে হবে।Direct referral ছাড়া আপনি referral ভাড়া নিতে পারবেন। $0.60এর বিনিময়ে তিনটি রেফারেল ১ মাসের জন্য। এরা প্রতিদিন যা ক্লিক করবে তারএকটি নির্দিষ্ট অংশ আপনার একাউন্টে জমা হবে। $1.00 এর বিনিময়ে পাচটি।এভাবে আরো কেনার সুবিধা আছে। সরবচ্চ $20 এর বিনিময়ে একশটি। একবারreferral কেনার পর ৭ দিন পর আপনি আবার referral কিনতে পারবেন।referral কেনার টাকা আপনার main balance থেকে পরিশোধ করতেপারবেন।

সি প্রোগ্রামিং শিখার A-Z বাংলা ইবুক।(না দেখলে চরম মিস।)

কিছুদিন আগে ইন্টারনেটে পেয়ে যাই সি প্রোগ্রামিং শিখার চরম একটি ইবুক।বইটি সম্পূর্ণ বাংলায়।বইটি ভালমত চর্চা করে আপনিও হয়ে যেতে পারবেন একজন দক্ষ সি প্রোগ্রামার।
বইটিকে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে।
1.First program
2.Data in & out
3.Conditional Logic
4.Math
5.Loop
6.Array
7.Function
8.Binery Serch
9.String
10.Prime Number
11.Array 2
12.Binery Number System
13.Programming problems
সমপূর্ণ বইটি ডাওনলোড করতে এখানে ক্লিক করুন।বইটি হাইলি কম্প্রেসড।মাত্র ২.০২মেগা।

Tuesday, February 11, 2014

ফ্রি এসএমএস পাঠানোর সুযোগ ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন ডে) উপলক্ষে

মোবাইল ফোন কনটেন্ট প্রতিষ্ঠান মুঠোফান ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন ডে) উপলক্ষে ফ্রি এসএমএস পাঠানোর সুযোগ দিচ্ছে। মুঠোফানের অফিসিয়াল ফেইসবুক পেইজ শেয়ার করে এই সুযোগ পাওয়া যাবে।
                      




মুঠোফানের প্রধান নির্বাহী জানান, ভালোবাসা দিবসে বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন ডে) উপলক্ষে প্রিয়জনকে এসএমএস শুভেচ্ছা পাঠান। সেই বিষয়টিকে মাথায় রেখে এই সুযোগ দিচ্ছে মুঠোফান। যারা এই সুযোগ পেতে চান তাদেরকে প্রথমে মুঠোফানের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর মুঠোফানের অফিসিয়াল ফেইসবুক পেইজ সর্বোচ্চ সংখ্যাক মানুষের কাছে শেয়ার করতে হবে’।







 

কিভাবে আপনার ব্লগকে আনবেন গুগলের সার্চ রেজাল্টের প্রথম পেজে

                                    

সমগ্র অনলাইন যেন তথ্যের এক মহাসমুদ্র। নানা ধরনের ওয়েবসাইটে রয়েছে নানা ধরনের তথ্য্। কিন্তু অনলাইনজুড়ে এত ওয়েবসাইটের ভিড়ে ভিজিটর কোন নির্দিষ্ট তথ্যের জন্য ঐ ধরনের বিষয়বস্তুর সব ওয়েবসাইট কি ভিজিট করতে পারে বা করা সম্ভব হয়। সহজ উত্তর ”না”। ভিজিটর তার নির্দিষ্ট তথ্যের জন্য সেসব সাইটেই বেশি ভিজিট করে যেগুলি সার্চ ইঞ্জিনের রেজাল্টে প্রথম পেজে আসে। কিন্তু আপনারা নি্শ্চয় জানেন কোন সাইট এমনিতেই সার্চ রেজাল্টের প্রথম পেজে আসেনা বরং এজন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়। SEO ও SMM এর মাধ্যমে কো্ন সাইটকে আমরা গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি। বন্ধুগণ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কীভাবে কোন সাইটকে গুগলের সার্চ রেজাল্টের প্রথম পেজে নিয়ে আসা যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আলোচনাটি।


ইউনিক কনটেন্ট

 
যেকোন ব্লগের সফলতার প্রাথমিক শর্ত হাই কোয়ালিটি ইউনিক কনটেন্ট। সার্চ ইঞ্জিনগুলি ইউনিক কনটেন্টকে সবসময় সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। আগে কপি পেস্টের মাধ্যমে কোন ব্লগ পোস্ট দিলেও প্রচুর ব্যাকলিংকের মাধ্যমে কোন সাইটেকে গুগলের সার্চ রেজাল্টের প্রথম পেজে নিয়ে আসা যেত। কিন্তু অতি সম্প্রতি গুগল পান্ডা এবং পেঙ্গু্ইন আপডেটের ফলে এখন আর অসংখ্য ব্যাকলিংকের মাধ্যমে সাইটকে সার্চ রেজাল্টের প্রথম পেজে আনা সম্ভব নয়। বরং অতিরিক্ত ব্যাকলিংক ক্রিয়েট করলে গুগল সেটিকে স্প্যাম হিসাবে গণ্য করে। এবং যে সাইটের জন্য এসব অতিরিক্ত ব্যাকলিঙ্ক তৈরী করা হয় সে সাইটকে গুগল তার ইনডেক্স থেকে বাতিল করে দেয়্। সুতরাং বুঝতেই পারছেন হাই কোয়ালিটি ইউনিক কনটেন্টের গুরুত্ব্। একটি পোস্ট সাধারণত 300-500 শব্দের মধ্যে করলেই ভাল হবে। তবে পোস্ট লিখার সময় এসইও’র কথা ভেবে এত ঘন ঘন কীওয়ার্ড ব্যবহার করেন যে কীওয়ার্ড ডেনসিটি অনেক বেড়ে যায়। এ ধরণের পোস্টগুলিও সাধারণত সার্চ ইন্জিনে কোন গুরুত্ব পায় না। সুতরাং পোস্ট লেখার সময় খেয়াল রাখবেন যেন সেটি ভিজিটরদের উদ্দেশ্যে লেখা হয়, সার্চ ইন্জিনের জন্য নয়, তাহলে অতিরিক্ত কীওয়ার্ড পরিহার করে আপনি একটি ন্যাচারাল পোস্ট লিখতে পারবেন।


সঠিক কীওয়ার্ড খুজে বের করা

 আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ কীওয়ার্ড খুজে বের করতে হবে। আপনি গুগল এডওয়ার্ডস গিয়ে সেসব কীওয়ার্ড খুজে বের করতে পারেন যেগুলির মাধ্যমে বেশি সার্চ করা হয়ে থাকে। তবে কীওয়ার্ড ব্যবহার করতে আর্টিকেল লেখার সঠিক নিয়ম অনুসরণ করে। খেয়াল রাখবেন যেন কীওয়ার্ড খুব বেশি ব্যবহার করা না হয় আবার খুব কমও না হয়।

 

গুগলে সাইটম্যাপ সাবমিট করা

 সার্চ রেজাল্টের প্রথম পেজে আসার জন্য আপনার ওযেবসাইটের সাইটম্যাপ তৈরী করে গুগলে সাবমিট করতে হবে। গুগল সাইটম্যাপের মাধ্যমে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার তখা কনটেন্ট বা বিষয়বস্তু সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। যেটি আপনার সাইটকে সার্চ রেজাল্টের প্রথম পেজে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে।

 

গেস্ট ব্লগিং

 আপনার সাইটকে সার্চ ইন্জিনের প্রথম পেজে আনতে গেস্ট ব্লগিংযের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গেস্ট ব্লগিংযের জন্য কিছু প্রসিদ্ধ সাইট রয়েছে যেখানে আপনি আপনার পোস্ট সাবমিট করতে পারেন। গেস্ট ব্লগিং করলে আপনি একইসাথে বেশ কিছু উপকারীতা পাবেন। প্রথমত আপনি আপনার সাইটের জন্য ভাল কিছু সাইটের ব্যাকলিঙ্ক পাবেন এবং সেই সাথে ব্লগিং কমিউনিটির সাথে আপনার সাইটের তথা আপনার পরিচিতি হবে। আপনি গেস্ট ব্লগিং করলে আপনার সাইটে আপনি টার্গেটেড ভিজিটর পাবেন। সুতরাং বুঝতেই পারছেন গেস্ট ব্লগিংয়ের গুরুত্ব।

 

লংটেইল কীওয়ার্ড

 মনে করুন কোন পোস্টের জন্য কীওয়ার্ড হচ্ছে “Android Smartphone”. তাহলে এটাই যদি মুল কীওয়ার্ড হয় অন্য ব্লগাররাও তাদের সাইটে এ কীওয়ার্ড ব্যবহার করবে। সেক্ষেত্রে আপনাকে কীওয়ার্ড কম্পিটিশনে পড়তে হবে। এবং আপনার সাইটের সার্চ রেজাল্টের প্রথম দিকে আসা তুলনামূলক কঠিন হয়ে পড়বে। এজন্য আপনি লংটেইল কীওয়ার্ড ব্যবহার করতে পারেন। যেমন এখানে আপনি লিখতে পারেন “New Android Smartphone” অখবা “Android smartphone 2013”. এ কীওয়ার্ডগুলি একটু দীর্ঘ বা লংটেইলযুক্ত। আপনি এ কীওয়ার্ড ব্যবহার করলে আপনাকে কম পরিমাণ কীওয়ার্ড কম্পিটিশন ফেস করতে হবে যেটি আপনার সাইটকে সার্চ রেজাল্টের প্রথম পেজে আনতে সহায়তা করবে।

 

ব্যাকলিঙ্ক

 ব্যাকলিঙ্কের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। তবে অতিরি্ক্ত ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলে সেটি সাইটের জন্য ক্ষতিকারক। কোন সাইটের জন্য অতিরিক্ত ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলে সেটি সার্চ ইঞ্জিনগুলি স্প্যাম হিসাবে গণ্য করে। যেমন গুগলের ক্ষেত্রে কোন সাইটের ব্যাকলিঙ্ক স্প্যাম কমেন্ট হিসাবে গণ্য হলে গুগল তার ইনডেক্স থেকে এসব সাইটকে বাদ দিয়ে দেয। আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য Social bookmarking, Guest Blogging, Forum posting, Link while, Relevant blog comment, Directory submission, RSS Submission ইত্যাদি করতে পারেন্। তবে এগুলি অবশ্যই পরিমিত মাত্রায় হতে হবে। যেমন 5টি করে Social bookmarking, Relevant blog comment ইত্যাদি অন্যান্য ব্যাকলিঙ্কগুলিও করতে পারেন। তাছাড়া কোন পোস্ট পাবলিশড করার পর চেষ্টা করবেন ঐ পোস্টের পারমালিঙ্কের উপর কয়েকটি অথরিটি ব্যাকলিঙ্ক তৈরী করার। এটি আপনি গেস্ট ব্লগিংয়ের মাধ্যমে করতে পারেন। এ নিয়মগুলি অনুসরণ করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলে আপনি আপনার সাইটকে সার্চ রেজাল্টের প্রথম পেজে নিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়।

 

বিজনেস সাইটের প্রোফাইল সাবমিট করা

 যদি আপনার ওয়েবসাইটটি বিজনেস সংক্রান্ত হয় তাহলে বিস্তারিত বিজনেস প্রোফাইল superpages.com সাইটে সাবমিট করা। গুগল সমস্ত বিজনেস প্রোফাইল এই সাইটে সার্চ করে থাকে। এটি গুগলের প্রথম পেজে কোন সাইটকে নিয়ে আসতে সহায়তা করে।

 








ফ্রি ওয়েব সাইট তৈরি করে টাকা আয় করুন

প্রথমে নিচের লিঙ্কে করে আপনি নিজের ফ্রী sign up করে ওয়েব সাইট তৈরি করুন
000webhost

  1.  অাপনি যে ওয়েব সাইট তৈরি করতে চান তার নাম
  2. এখানে আপনার ইমেইল আইডি
    3.  আপনার পুর্ন নাম লিখে 
 Sign up  করুন
    


Monday, February 10, 2014

বাংলা ইসলামী বই ডাওনলোড


                    সম্প্রতি প্রকাশিত বইসমূহ
  
                              Download
  
                                                                  Download

Sunday, February 9, 2014

বিড ছাড়া আয় করুন (টাকা পাওয়ার নিশ্চয়তা ১০০%)

বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে সাইটটির সঙ্গে পরিচয় করে দেব সেটি একটি মিনি জব সাইট । আপনি যে কাজ পারেন এই সাইটটিতে  পোস্ট করতে পারবেন ফ্রি ।  এটি একটি Fiverr  বিকল্প সাইট যেখানে আপনি আপনার যেকোন কাজ করতে পারেন যেমন: Facebook like,Twitter followers,Youtube likes,Article writing,Traffic,graphics design and all kind of seo job       







এই সাইটে কাজ করার সুবিধাসূহ

যেকোন কাজ জমা দিলে এবং বায়ার accept করলে আপনি এবং আপনার বায়ার ১ ডলার করে মোট ২ ডলার পাবেন ফ্র্রি ।
প্রতিদিন আনলিমিটেড কাজ পোস্ট করতে পারবেন ।
রেফারাল করলে ০.২০ পাবেন ।
২ Dollar হলে উত্তোলন করতে পারবেন ।
পেমেন্ট মেথড: পেয়যা,পেপাল,পারেফক্ট মানি এবং নেটেলার

আপনি এই সাইট থেকে প্রতিদিন মিনিমাম ১ থেকে ২ ডলার আয় করতে পারেন । যেমন আপনি ফেইসবুক লাইক সেল করতে পারেন আর ১ হাজার লাইক মিনিমাম ২ থেকে ৫ ডলারে বিক্রি করতে পারেন ,আর ১০০০ লাইক বুট ব্যবহার করে অতি সহজে ১ দিনেই করতে পারবেন । তো আপনাদের কারো Facebook like,Twitter followers,Youtube likes বুট লাগলে এখানে কমেন্ট করে জানান । আমি পরবর্তী টিউনে ৫ থেকে ৮ টা বুট নিয়ে আলোচনা করব । তো আর দেরী না করে এখনি আমার সাখে জয়েন করুন ।     Registraion link

অনলাইনে আয় করুন

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি যে বিষয় টা নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কি ভাবে ইন্টারনেট থেকে আয় করা যায় । ইতিপূর্বে অনেকেই এই বিষয় টা নিয়ে আলোচনা করেছে আমি একটু ছবি সহ পোস্ট করলাম ।আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি যে বিষয় টা নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কি ভাবে ইন্টারনেট থেকে আয় করা যায় । ইতিপূর্বে অনেকেই এই বিষয় টা নিয়ে আলোচনা করেছে আমি একটু ছবি সহ পোস্ট করলাম ।   
যাইহোক কাজের কথায় আসা যাক।
কম্পিউটার ও ইন্টারনেট চালানোর সাধারণ জ্ঞান থাকলে সহজে ও বিনা রেজিষ্ট্রেশণ ফিতে ঘরে/অফিসে বসে আপনি টাকা আয় করতে পারেন। তবে অবশ্যই আপনার নিজস্ব কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন থাকা জরুরী। আপনি প্রতি দিন ২-৩ ঘন্টা ইন্টারনেট ইউজ করে এই টাকা আয় করতে পারেন। এটার নাম রেফারেন্স মার্কেটিং অথবা ফ্রেন্ডস এড জবও বলতে পারেন।
                          

click this link          এই লিংক এ ক্লিক করে Signup করুন।
Signup করার পর নিচের পেইজের মত পেইজ আসবে।
  তারপর........................                                         
১।আপনার নাম লিখুন।
২।আপনার ডাক নাম লিখুন।
৩।আপনার ই-মেইল এড্রেস লিখুন।
৪।যে দেশে অবস্থান করছেন সে দেশের নাম লিখুন।
৫।যে শহরে অবস্থান করছেন সে শহরে নাম লিখুন।
৬।আপনি পুরুষ / মহিলা তা নির্ধারণ করুন।
৭।আপনার পছন্দনীয় ভাষা নির্ধারণ করুন।
৮।আপনি কি উদ্দেশ্যে এই সাইটে অ্যাকাউন্ট খুলছেন তা নির্ধারণ করুন।
৯।আপনার অ্যাকাউন্ট এর নাম কি হবে যেমন আমার টা হচ্ছে rabbi1986।
১০।আপনার পছন্দ মত পাসওয়ার্ড দিন।
১১।আপনি কারো রেফারেন্স ছাড়া এখানে জয়েন করতে পারবেন না এখানে ডিফল্ট ভাবে আমার টা দেয়া আছে, তাই চিন্তার কোন কারন নেই।
১২।চেক বক্সে টীকচিহ্ন দিতে ভুলবেন না যেন।
১৩।কোড টা ভালো মত দেখে পূরণ করুন।
১৪।আপনার জন্ম তারিখ/মাস/বছর পূরণ করুন।
১৫।রেজিস্টার বাটন এ ক্লিকান।
ব্যাস আপনার কাজ শেষ।
এবার নিচের ছবির মত মেসেজ দেখতে পাবেন।                   
এটা একটি সোস্যাল নেটওয়ার্ক সাইট। এটিতে রেজিষ্ট্রেশন করার সাথে আপনি
http://www.unaico.com/ এর সদস্য হয়ে যাবেন। এই দুইটি সাইটে ডাটাবেজ কানেকশন একই বিধায় এই দুইটি সাইট আপনাকে তাদের গ্রাহক বাড়ানোর সহযোগীতার কারনে এই ইনকাম আপনাকে, আমাকে এবং সবাইকে দিচ্ছে।
কেউ কেউ ভাবছেন এটা একটা কঠিন কাজ, আমি মনে করি এটি তেমন কঠিন কাজ নয়। এই সাইটে কাজ করার ও ইনকাম করার কিছু নিয়মাবলী রয়েছে, প্রথমে সে গুলো জেনে নিন।
১. আপনাকে একটি একাউন্টের একটি প্রোপাইল তৈরি করতে হবে।
২. প্রোপাইলে একটি পিকচার এড করতে হবে।
৩. সাপ্তাহে একদিন এই একাউন্টে লগিন করে সাইটে ভিজিট করতে হবে।

মাত্র তিনটি শর্ত মাধ্যমে আপনি মাসে সর্বোচ্চ ২০০-১০০০ ইউরো আয় করতে পারেন। নিম্নে টিপস গুলো ইউস করে আপনি সহজে ঘরে বসে এটি করতে পারেন:
১। আপনি মোট সাইটটক এ ১০০০টি একাউন্ট তৈরি করবেন (ভয় পাওয়ার কারন নাই আমি এমন একটা সফটওয়্যার দিব যার মাদ্যমে আপনি প্রতি মিনিটে ৫-৬ টা ইয়াহু আইডি তৈরি করতে পারবেন ) আপনার রেফারেন্স লিংক ব্যবহার করে। Download link yahoo id ২। প্রত্যেকটি একাউন্টের জন্য ফটো সহ একটি প্রোপাইল তৈরি করবেন।
 ৩। একটি একাউন্ট আপনার নামে তৈরি করুন, আপনার পরিবারের লোকজনের নামে ও অ্যাকাউন্ট খুলুন(মনে রাখবেন অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার নিজের এবং আপনার বাবা,মা,ভাই,বোন,প্রেমিক/প্রেমিকা যার নামেই খুলুন তার বয়স আর নাম যেন জন্ম নিবন্ধন ফর্ম আনুজায়ী হয়) আর বাকীগুলো ভিন্ন ভিন্ন নামে তৈরি করুন ।
৪। এই একাউন্ট গুলোতে আপনার তৈরি করা সিরিয়াল অনুযায়ী সাপ্তাহে একদিন ভিজিট করুন।
৫। মন চাইলে কিছু লিখুন সাইটের ওয়ালে। না লিখলে সমস্যা নাই। তাহলে আপনার একাউন্ট ব্লক হওয়ার কোন সম্ভবনা নেই এবং আপনি এই সকল একাউন্ট থেকেও ইনকাম পেয়ে থাকবেন।
৬। এই ভাবে ১-২ ঘন্টা করে আপনাকে সাপ্তাহের ৫দিন কাজ করলে আপনার কাজ শেষ।
৬। বাকী থাকে একঘন্টা। আর বাকী এই একঘন্টা, ফ্রেন্ডস বাড়ানোর জন্য আপনি আপনার একাউন্টগুলোর রেফারেল লিকস ফেইসবুকের ফেন্ডসদের সাথে শেয়ার করুন।
৭। মাত্র ১০জন ভাল ফ্রেন্ডদের সাথে আপনার লিংকস ও উল্লেখিত নিয়মগুলো শেয়ার করতে পারেন তাহলে আপনার প্রতিদিন ফ্রেন্ডস পাবেন ২০০ করে তা প্রতি সাপ্তাহে তা বেড়ে দাড়াবে ১৪০০ করে।
 ৮। http://www.unaico.com/ সাইটে ফেন্ডসদের ৫০% করে আপনের দুইভাগে ভাগ করে লেফট এবং রাইটে সেট করে দিতে হবে। কিভাবে সেট করবেন তা সর্বনিম্নে দেখুন।
৯। http://www.unaico.com/ সাইট আপনাকে বাইনারী ভাবে হিসেব করে আপনার সর্বনিম্ন হেন্ড এর সংখ্যা হিবেক করে তার ১০% এর যত হয় তত ইউপি প্রদান করবে। প্রতি সাপ্দতাহে ১৪০০ অনুযায়ী আপনার সর্বনিম্ন সংখ্যা ৬০০ ধরলে আপনার পয়েন্ট সাপ্তাহে দাড়ায় ৬০ ইউপি। ইউপি হচ্ছে ইউনাইকো পয়েন্ট
১০। ইউনাইকো.কম এর ১ ইউপি=০১ ইউরো, তাহলে ৬০ ইউপি= ৬০ ইউরো দাড়ায়। এক ইউরো=৯৯.৯ টাকা হলে ৬০ ইউরো=৬০০০ টাকার কাছাকাছি।
১১। সাপ্তাহে ৬০০০ টাকা হলে মাসে আপনার ইনকাম দাড়ায় ২৪০০০ টাকা মানে ২৪০ ইউরো (একটি একাউন্টের ইনকাম)।
১২। ১৪৯ ইউরো দিয়ে প্রথমে আপনাকে ইউনাইকোর কাছ থেকে মেম্বারশীপ নিতে হবে। এর পরিবর্তে ইউনাইকো আপনাকে একটি ইন্টারন্যাশনাল প্রিপেইড কার্ড দিবে। যা দিয়ে এটিএম এর যেকোন (ডলার সাপোর্টেড )বুথ থেকে আপনি আপনার ইনকাম করার টাকা তুলতে পারবেন।
১৩। বড় বিষয় হচ্ছে আপনি আপনার টাকা তুলার জন্য আর কোন টেনশন রইল না। এই কার্ড দিয়ে আপনি পেইপল ভেরিপাই, অনলাইন শপিং ও ই-কর্মাসের বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন।
১৪। রেফারেন্স লিংক যার হবে ইনকাম সে পাইবে। অতএব আপনি আপনার রেফারেন্স লিংক সঠিক ভাবে শেয়ার করুন।

আর দেরি না করে এখনি রেজিষ্ট্রেশন করুন নিম্ন লিংক এ-
 registration link
 এতে রেজিষ্ট্রেশন করার সাথে সাথে ইউনাইকো সাইটের ও আপনার অটো একাউন্ট তৈরি হয়ে যাবে।...
একই আইডি ও পাওয়ার্ড দিয়ে আপনি ইউনাইকোডটকম এ লগিন করতে পারবেন। এই সাইটে লগিন করে আপনার রেফারেন্স ফেন্ডসদের সেট করে নিতে হবে লেফট ও রাইট-এ। সেট করা পদ্ধতি  

    উপরে লগিন ক্লিক করলে বড় কালো বক্সের মত আসবে, এখানে Username , Password এবং কোড ভালোমত সাবধানতার সাথে পূরণ করুন।
  লাল বক্সে ক্লিক করলে নিচের ছবির মত আসবে.....................
           
এবার আপনার ইচ্ছামত যে কোন পাশে স্পন্সার করতে পারবেন।  
আরো দেখতে পারবেন আপনার পার্সোনাল স্পন্সার কত জন। এবং তাদের অবস্থান। লাল বক্সের ভেতরে ক্লিক করে। ক্লিক করার পর নিচের ছবির মত ছবি আসবে।