Showing posts with label mojila firefox. Show all posts
Showing posts with label mojila firefox. Show all posts

Thursday, September 4, 2014

Speedyfox দিয়ে আপনার প্রিয় ফায়ারফক্সকে উচ্চ গতিসম্পন্ন করুন !! (১০০%)


দ্রুততম ইন্টারনেট ব্রাউজারের মধ্যে মজিলা ফায়ারফক্স একটি অন্যতম এবং জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার । কিন্তু ইহা লোড হওয়ার  ক্ষেত্রে একটু বেশী সময় নেয় । আর এটার মূল কারণ হলো এর ডেটাবেজসমূহ  ডিফ্রাগমেন্টেশন করা হয় না । আর এই কাজটি করে ছোট একটি ইউটিলিটি যার নাম “Speedyfox” । এটি দিয়ে অপটিমাইজেশন করলে আপনার প্রিয় ফায়ারফক্স ১০০% গতিসম্পন্ন হবে যার ফলে আপনি পাবেন সবেমাত্র ইনস্টল করা নতুন ও সতেজ ফায়ারফক্স ।
Speedyfox যেভাবে কাজ করে_______________________
ফায়ারফক্স-এর বিভিন্ন সেটিংস-এ SQLITE ডেটাবেজ ব্যবহার করে । আর বিভিন্ন সেটিংস এর সময় বিভিন্ন ধরনের ডেটাবেজ তৈরির হওয়ার ফলে ফায়ারফক্সের startup speedbrowsing speed কমে যায় । Speedyfox ইউটিলিটিটি কোন প্রকার ডেটা নষ্ট না করে ঐ ডেটাবেজসমূহকে নিরাপদে অপটিমাইজেশন করে । Speedyfox দ্বারা অপটিমাইজেশন করার পরে ডেটাসমূহের হ্রাসকৃত সাইজ নিচে দেখানো হলো-


03

Speedyfox দিয়ে যেভাবে কাজ করবেন ___________________

1. Speedyfox-এর আইকনে ডাবল ক্লিক করুন ।


2. Speedup My Firefox! – এ ক্লিক করুন ।



3. অপটিমাইজেশন শেষ হলে Exit করুন ।




(বি:দ্র: অপটিমাইজেশনের সময় ফায়ারফক্স বন্ধ রাখুন)

Speedyfox দিয়ে কখন কাজ করাবো_____________________
startup speedbrowsing speed-এর ভালো পারফরমেন্স পাওয়ার জন্য প্রতি সপ্তাহে একবার অপটিমাইজেশন করুন ।
Speedyfox-এর ডাউনলোড লিংক______________________

http://www.mediafire.com/?j5jidro2jqj
অথবা
http://www.multiupload.com/REFJ7EHGHW
Speedyfox-এর সাইজ______________
মাত্র ৩৫৭.৫ কিলোবাইট