Showing posts with label Outsourcing. Show all posts
Showing posts with label Outsourcing. Show all posts

Thursday, September 4, 2014

ব্লগ থেকে টাকা ইনকাম করার সব চেয়ে ভাল অ্যাড

আমরা সবাই, যারা ইন্টারনেট ব্রাউজ করি, আমরা সবাই কি জানি যে, ইন্টারনেট থেকে একটি সম্মানজনক আয় করা যায়????? আমাদের মধ্যে অনেকেই এই কথাটি জানি, আবার অনেকেই জানিনা। আমাদের অনেকর চোখের সামনেই আমাদের অনেক পরিচিত মানুষ হতে পারে সে আমাদের বন্ধু বা বান্ধবী, হতে পারে আমাদের কোন বড় ভাই অথবা বোন, হতে পারে ক্লাসমেট অথবা পরিচিত কোন একজন এ ধরনের আয় করছে। আমাদের মধ্যে যারা এ বিষয়টি জানিনা তারা অনেকেই এ বিষয়টি বিশ্বাস করিনা বা করতে চাইনা।
অনলাইনে বসে আয় করা যায় এই কথাটি অনেকে গুজব মনে করেন। অনেকে ভাবেন ধোঁকাবাজী… তাদের দোষ নেই আসলে.. অর্থ উপার্জন নিয়ে এত পরিমান দুইনাম্বারী হয় অনলাইনে যে এই বিষয়ে পজিটিভ মনোভাব বজায় রাখা সত্যিই কঠিন
তো যাই হোক, আমি নিজে এ বিষয় টি বিশ্বাস করি, কারন আমি নিজে ইনকাম করি,
taka
আমরা ইন্টারনেট এ অনেক ধরনের Ads দেখতে পাই যেমনঃ Google Adsence, Infolinks, Bidvertiser, Chitika, Etc এই এড গুলো আমরা অনেকেই ব্যাবহার করে থাকি। আজ আমি আপনাদের সাথে ইন্টেরনেট এ সব চেয়ে বেশি টাকা পাওয়া যায় এমন একটা Ads এর সন্ধান দিব যা থেকে আপনি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ।
Google Adsence, Infolinks, এর পাশা পাশি আপনি এই অ্যাড ব্যাবহার করতে পারবেন ।
আমি যে অ্যাড এর সন্ধান দিব এই অ্যাড থেকে আপনি অনেক ডলার ইনকাম করতে পারবেন।।
কোম্পানিটি দীর্ঘ ১০ বছর যাবত সততার সাথে কাজ করে যাচ্ছে ।
তাদের হেড অফিস কোস্টরিকায় অবস্থিত ।
আমার জানা মতে Google Adsence এর পরে সব চেয়ে ভাল অ্যাড এটা ।
এই কোম্পানির সুবিধাঃ
১/ তারা প্রতিদিন পেমেন্ট দেয় ।
২/ ৫ ডলার হলেই পেমেন্ট Request করতে পারবেন ১২ ঘন্টার ভিতরে আপনি পেমেন্ট পেয়ে যাবেন।
৩/ প্রতি ক্লিক এ Highest ১ ডলার পর্যন্ত পেতে পারেন ।
৪/ পেপাল এবং পেইজা তাদের পেমেন্ট অপশন ।
৫।/ অন্য অ্যাড এর পাশা পাশি তাদের অ্যাড ব্যাবহার করতে পারবেন
এই কোম্পানির অসুবিধাঃ
১/ আপনার ব্লগ/ওয়েব সাইট ভাল মানের হতে হবে
২/ আপনার ব্লগ এ ভাল ভিসিটর থাকতে হবে
৩/ Application করার পর ১২ ঘন্টা সময় নিবে Site Approve করতে ।
৪/ এক Code সব সাইট এ ব্যাবহার করতে পারবেন না
৫/ নিজের অ্যাড এ নিজে ক্লিক করতে পারবেন না
তাহলে যারা ব্লগ/ওয়েব  সাইট থেকে টাকা ইনকাম করতে চান দেরি না করে এখনি World Best Ads ব্যাবহার করুন এবং প্রচুর টাকা ইনকাম করুন কুভ দ্রুত ।

SignUp Now World Best Ads

ভাল লাগলে কমেন্ট করে জানাবেন

Thursday, July 3, 2014

গুগলি ADSENCE এর বিকল্প হিসাবে আয করুন BIDVERTISER থেকে।

গুগলি ADSENCE এর বিকল্প হিসাবে আয করুন BIDVERTISER থেকে।
অনেকের মতে এটি নাকি গুগল ADSENCE এর বিকল্প। সুনিস্চিত পেআইট করা যায।
তবে এটির আরোও কযেকটি বিশেস সুবিধা হল এটিতে রেজিষ্টার করলে এই সাইটে আপনি আপনার নিজের ADD. দিতে পারবেন। রেফার করতে পারবেন।
রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন=> REGISTER NOW FOR EARN
@আরোও বিস্তারিত জানতে হলে সাইটি ভিজিট করুন।
ধন্যবাদ।

Saturday, June 28, 2014

ফেসবুকে অযথা সময় নষ্ট না করে আসুন কিছু আয় করা যাক…

ফেসবুকে আমরা অনেক সময় নষ্ট করি। কখনো কাজে কখনো অকাজে। সাধারণত অকাজেই ফেসবুকে বেশি সময় নষ্ট হয়। অথচ একটু সচেতন হলেই আর সময়টা অকাজে ব্যয় হয় না ফেসবুকে। আমার জানার পরিধি না জেনেই আমি বলছি: আপনি যদি জিরো যোগ্যতাসম্পন্ন ব্যক্তিও হয়ে থাকেন তবু আপনি পারবেন ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করতে।
কীভাবে???
খুব সহজে। এ কথাই আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করবো এখানে। জাস্ট দুটো মিনিট সময় ব্যয় করে পড়ে নিন। আমি নিশ্চিত টিউনটি পড়ার পর আপনার মনেও এই আত্মবিশ্বাস জন্মাবে যে, আপনিও পারবেন; আপনি চাইলেই পারবেন।
তো চলুন জেনে নিই ফেসবুকের অযথা সময়টা কীভাবে কাজে লাগানো যেতে পারে?

কভার ফটো ডিজাইন করে

ফেসবুক প্রোফাইল, গ্রুপ, ফ্যানপেজ এই সবগুলোতেই এখন কভার ফটো ব্যবহার করা হচ্ছে দেদারছে। আপনি টুকটাক গ্রাফিকসের কাজ করে এই কভার ফটো ডিজাইনের কাজ করতে পারেন। এজন্য আপনাকে খুব বড় মানের গ্রাফিক ডিজাইনার হওয়ার প্রয়োজন নেই। ইউটিউবে ফটোশপের বেসিক টিউটোরিয়ালগুলো দেখলেই পারবেন এই সামান্য কাজগুলো।

ফেসবুক গ্রুপ এবং ফেসবুক ফ্যানপেজ

ফেসবুক গ্রুপ এবং ফেসবুক ফ্যানপেজের মাধ্যমে বৃহৎ কমিউনিটি গড়ে তুলুন। তারপর এই কমিউনিটিটাকে অনেক কাজে ব্যবহার করতে পারবেন। যেমন? যেমন ধরুন: বিজ্ঞাপনের ক্ষে্ত্র হিসেবে। কিংবা আপনি যদি ইকমার্স জাতীয় বিজনেস প্রমোট করতে চান তাহলে এই কমিউনিটিটা বিরাট ভূমিকা পালন করতে পারে।

কাজ পাবো কীভাবে?

কভার ফটো কাজের জন্য আপনাকে খুঁজতে হবে উন্নত দেশের বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ফ্যানপেজে। কভার ফটো ডিজাইন কাজটি করার আগে নিজেই একটি গ্রুপ বা ফ্যানপেজ বানান “কভার ফটো ডিজাইন সার্ভিস” বা “ক্রিয়েটিভ ফেসবুক কভার ফটো” অথবা এই টাইপের কোনো নাম দিয়ে। তারপর ওখানে আপনার নিজের তৈরি কিছু কভার ফটো আপলোড করুন পোর্টফোলিও হিসেবে।
আপনার কাজ কমপ্লিট। এখন এই পোর্টফোলিও লিংকটাই বিভিন্ন পেজে, গ্রুপে প্রমোট করুন। দেখবেন ধীরে ধীরে কাজ পেতে শুরু করেছেন। শুরুতে হয়তো কাজ পেতে কষ্ট হবে। কিন্তু একসময় দেখবেন কাজের চাপে নাভিশ্বাস হবে, ইনশাল্লাহ।

কাজের মূল্যমান কেমন?

সাধারণত একটি ফেসবুক কভার ফটো + প্রোফাইল পিকচার ডিজাইনের চার্জ ২০ ডলার থেকে ৫০ ডলার পর্যন্ত হয়ে থাকে। কাজের কোয়ালিটি, ক্লায়েন্টের এভিলিটি, চাহিদা ইত্যাদির উপর নির্ভর করে বাজেট কম বেশি হয়।

পেমেন্ট পাবো কীভাবে?

পেমেন্ট পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে পেপাল। বিদেশে থাকা বড়-ভাই-বোন-বন্ধু-বান্ধবদের কোনো পেপাল থাকলে সেটা ইউজ করুন। অথবা মাস্টারকার্ড যেমন পেওনিয়ার মাস্টারকার্ড, স্ক্রিল ইত্যাদির মাধ্যমে পেমেন্ট নিতে পারেন।

সবিশেষ

ধৈর্য ধরে যদি লেগে থাকতে পারেন তাহলে প্রতি মাসে ১০০টি কভার ফটো ডিজাইনের কাজ পাওয়া কোনো ব্যাপারই না। আপনি যদি প্রতিটি ১৫ ডলার করেও নেন তাও আপনার মাস শেষে ১৫০০ ডলার ইনকাম হওয়ার দরজা খুলে যায়! এটা বাস্তব। এটা সম্ভব। আর বাস্তব অভিজ্ঞতা থেকেই এই লেখার অবতারণা। শুধু মার্কেটপ্লেস ওডেস্ক/ইল্যান্সের উপর নির্ভর করে না থাকে এভাবেও ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন।
বুঝতে কোনো সমস্যা হলে জানাবেন। সবার কাছ থেকে উৎসাহ পেলে ফেসবুক কাজে লাগিয়ে আরও সহজভাবে টাকা ইনকাম করার বিভিন্ন ওয়ে নিয়ে ভবিষ্যতে লেখার ইচ্ছে আছে। এছাড়াও অনলাইন আর্নিং-এর উপর নিজের কিছু অভিজ্ঞতার কথাও ধারাবাহিক লিখবো ইনশাল্লাহ।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। ধন্যবাদ।