ওয়েবপেজে আমরা যা কিছু দেখতে পাই সেগুলই হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। ব্যনার, লিংক
প্যারাগ্রাফ টেক্সট ইত্যাদিই হচ্ছে এলিমেন্ট। এইচটিএমএল এর মুল কেন্দ্রবিন্দু হচ্ছে
এই এলিমেন্ট। বিভিন্ন প্রকার ট্যাগ<tag> দ্বারা এসব এলিমেন্ট তৈরি। তারা HTML
page এর প্রতেকটি টেক্সটের অংশকে বর্ননা করে। এলিমেন্টস গুলো ট্যাগ(tag) এর মাধ্যমে
তৈরী। HTML এলিমেন্টগুলি অনেক স্তরে বিদ্যমান। সবকিছু যা আপনার চোখের সামনে Web
page এ বিদ্যমান তা হতে পারে Paragraph text, কোন ব্যনার,নেভিগেশন লিংক ইত্যাদি সব
কিছুই elements এই পেজটির।
একটি এলিমেন্টের(Element) তিনটি অংশ থাকে:১. শুরু করার
ট্যাগ(opening tag). যেমন,<h1>
২. এলিমেন্ট এর ধারনকৃত অংশ। যেমন, Bangladesh
৩. শেষে বন্ধ করার ট্যাগ(closing tag)। যেমন, </h1>
যা হবে <h1> Bangladesh</h1>
আউটপুট: Bangladesh
একটি এইচটিএমএল ডকুমেন্টের চারটি মৌলিক এলিমেন্ট থাকে- html, head, title এবং
body। এছাড়া আরও অনেক এলিমেন্ট রয়েছে।
নিম্নে এদের সংক্ষিপ্ত বর্ননা দেওয়া হল :
<html> এলিমেন্ট:
এর মাঝেই ওয়েবপেজের সব কিছু থাকবে। আমরা ওয়েবপেজের শুরুতে <html> এবং শেষে
</html> লিখব।
<head> এলিমেন্ট:
এর মাঝে টাইটেল, এসইও এর keyword, Description ইত্যাদি থাকে এটি ওয়েবপেজে hide
থাকে।
এটি শুরু হয় <head> দিয়ে এবং শেষ হয় </head> দিয়ে। মোট কথা Head এ
যা কিছু থাকবে সব কিছু <head>……</head> এর মাঝে লিখতে হবে।
<title> এলিমেন্ট:
আমরা ওয়েবপেজের টাইটেল বারে যে নাম দেখাতে চাই তা এখানে লিখতে হবে এটি
<head> এলিমেন্ট এর মাঝে থাকবে। লিখার নিয়ম: <title> ওয়েবপেজের টাইটেল
</title>
<body> এলিমেন্ট:
ওয়েবপেজে আমরা যা কিছু দেখাতে চাই তার সব কিছুই এখানে লিখতে হবে। আমরা ওয়েবপেজে
যে টেক্সট, ইমেজ, লিঙ্ক প্রদর্শন করব তা <body> এলিমেন্ট এর অংশ। আমরা
ওয়েবপেজে যা কিছু দেখাতে চাই তা <body>…….</body> এর মাঝে থাকবে।সবার
প্রথমে HTML লেখার শুরুতে HTML শব্দের প্রথমে এবং শেষে less than ও greater than
( < >) চিহ্ন দিতে হয়। যেমন: <html> । কোন কিছু লেখার পর শেষে
</html> ট্যাগটি দিতে হবে। অর্থাৎ <html> Welcome to Bangladesh
</html>।
ব্যাপারটা ভালোভাবে বুঝার জন্য একটু আলোচনা করা যাক যেমন- কোন
প্যারাগ্রাফ লিখতে প্রথমে <p> ট্যাগ দিয়ে শুরু করতে হয় তারপর প্যারাগ্রাফের
বিষয়বস্তু এবং সবশেষে </p> দিয়ে শেষ করতে হয়। এখানে প্যারাগ্রাফের শুরু ও শেষ
ট্যাগ (<p>Element Content</p>)নিয়েই হল প্যারাগ্রাফ এলিমেন্ট। অনেকেই
ট্যাগ এবং এলিমেন্টের পার্থক্যটা বুঝতে পারে না, আসলে শুরুর ও শেষ ট্যাগ একত্রে
মিলেই হল এইচটিএমএল এলিমেন্ট।
উদাহরণ,
<html>
<head>
<title>
Bangladesh
</title>
</head>
<body>
Welcome to Bangladesh. My homeland is Bangladesh. I love Bangladesh very
much.
</body>
</html>
এবার পূর্বের মত, start মেনু All Programs > Accessories >Notepad ওপেন
করে উপরক্ত Program টি Notepad এ লিখে index.html নাম দিয়ে File মেনু থেকে Save এ
গিয়ে Save করুন। Save করা File টি Open করে দেখুন Web Browser এ ওপেন হচ্ছে। Save
করার সময় .html দিতে ভুলবেন না। নামের সাথে .html না দিলে ওয়েরপেজ তৈরি হবে না।
আপনি চাইলে index এর যায়গায় অন্য নাম দিতে পারেন তবে .html টি অবশ্যই দিতে হবে।
আপনি যখন আনেক গুলো ওয়েবপেজ তৈরি করে সর্ভারে আপলোড করব তখন হোম পেজটির নাম
index.html নাম দিয়ে Save করতে হবে। আপনার ওয়েবপেজ তৈরি হয়ে গেছে। এতে কিভাবে
টেক্সট, ইমেজ, লিঙ্ক সংয়োগ করা যাবে তা আমরা পরে আলোচনা করব।