Wednesday, April 16, 2014

কিভাবে মাত্র দুই ঘন্টায় ১০০% গ্যারান্টিতে গুগল অ্যাডসেন্স পাবেন?

গুগল অ্যাডসেন্স হচ্ছে সবচেয়ে ভাল এড পাবলিশিং প্রতিষ্ঠান । এর মাধ্যমে মানি আরনিং ও ভাল । কিন্তু অনেকে এটা পাওয়ার জন্য অবৈধ পথ অবলম্বন করে এটা ঠিক না । আপনি চাইলে বৈধ পথেই তা অর্জন করতে পারেন আর তা ও মাত্র ২ ঘন্টায় ! এটা ১০০ % গ্যারান্টিড পদ্ধতি । তাহলে দেখা যাক কিভাবে?
মাত্র ৫টি ধাপ অনুসরন করুন, ফল পেয়ে যাবেন ।
ধাপ-১ঃ নতুন একটি জিমেইল একাউন্ট খুলুন এবং ঐ একাউন্ট দিয়ে ইউটিউবে সাইন ইন করুন ।
ধাপ-২ঃ ১ থেকে ২ টি ইউনিক ভিডিও আপলোড করুন । তারপরে Video manager ---> Channel settings --> Advanced এ গিয়ে আপনার দেশের নাম পরিবর্তন করে USA দিয়ে দিন।
ধাপ-৩ঃ তারপরে Video manager ---> Channel settings ---> Monetization এ যান এবং আপনার Monetization  অপশন এক্টিভ করুন ।
ধাপ-৪ঃHow will I be Paid?” এর উপরে ক্লিক করুন এবং তারপরে “accosiate an adsense account ” এর উপরে ক্লিক করুন । আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি (জিমেইল অ্যাকাউন্ট টি, যা আপনি কিছুক্ষণ আগে তৈরি করেছেন) নির্বাচন করুন এবং আপনার অ্যাডসেন্স অ্যাপ্লিকেশান টি সাবমিট করুন।
ধাপ-৫ঃ দুই ঘন্টার মধ্যে আপনি আপনার ইমেইলে কনফার্মেশন লেটার পেয়ে যাবেন।
আশা করি, সবাই বুঝতে পেরেছেন । তারপরেও ভালভাবে না বুঝলে কমেন্টস করে জানান, বুঝাতে চেস্টা করবো।

No comments:

Post a Comment