Thursday, September 4, 2014

Speedyfox দিয়ে আপনার প্রিয় ফায়ারফক্সকে উচ্চ গতিসম্পন্ন করুন !! (১০০%)


দ্রুততম ইন্টারনেট ব্রাউজারের মধ্যে মজিলা ফায়ারফক্স একটি অন্যতম এবং জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার । কিন্তু ইহা লোড হওয়ার  ক্ষেত্রে একটু বেশী সময় নেয় । আর এটার মূল কারণ হলো এর ডেটাবেজসমূহ  ডিফ্রাগমেন্টেশন করা হয় না । আর এই কাজটি করে ছোট একটি ইউটিলিটি যার নাম “Speedyfox” । এটি দিয়ে অপটিমাইজেশন করলে আপনার প্রিয় ফায়ারফক্স ১০০% গতিসম্পন্ন হবে যার ফলে আপনি পাবেন সবেমাত্র ইনস্টল করা নতুন ও সতেজ ফায়ারফক্স ।
Speedyfox যেভাবে কাজ করে_______________________
ফায়ারফক্স-এর বিভিন্ন সেটিংস-এ SQLITE ডেটাবেজ ব্যবহার করে । আর বিভিন্ন সেটিংস এর সময় বিভিন্ন ধরনের ডেটাবেজ তৈরির হওয়ার ফলে ফায়ারফক্সের startup speedbrowsing speed কমে যায় । Speedyfox ইউটিলিটিটি কোন প্রকার ডেটা নষ্ট না করে ঐ ডেটাবেজসমূহকে নিরাপদে অপটিমাইজেশন করে । Speedyfox দ্বারা অপটিমাইজেশন করার পরে ডেটাসমূহের হ্রাসকৃত সাইজ নিচে দেখানো হলো-


03

Speedyfox দিয়ে যেভাবে কাজ করবেন ___________________

1. Speedyfox-এর আইকনে ডাবল ক্লিক করুন ।


2. Speedup My Firefox! – এ ক্লিক করুন ।



3. অপটিমাইজেশন শেষ হলে Exit করুন ।




(বি:দ্র: অপটিমাইজেশনের সময় ফায়ারফক্স বন্ধ রাখুন)

Speedyfox দিয়ে কখন কাজ করাবো_____________________
startup speedbrowsing speed-এর ভালো পারফরমেন্স পাওয়ার জন্য প্রতি সপ্তাহে একবার অপটিমাইজেশন করুন ।
Speedyfox-এর ডাউনলোড লিংক______________________

http://www.mediafire.com/?j5jidro2jqj
অথবা
http://www.multiupload.com/REFJ7EHGHW
Speedyfox-এর সাইজ______________
মাত্র ৩৫৭.৫ কিলোবাইট

এবার কথা বলান ফায়ারফক্সকে দিয়ে

আমরা সবাইতো পড়তে জানি তাই আমাদের কোন সমস্যা হচ্ছে না ফায়ারফক্স ব্যবহার করতে, তাই না? অনেকে আবার নেট এ কোন কিছু পড়তে অনীহা বোধ করেন। আর সেটা যথন হয় ইংরেজী লেখা তখন তো আর কথায় নেই। এখন এমন যদি হতো আপনার মজিলা ফায়ারফক্সটি কোন লেখাকে শব্দ হিসেবে পড়ে শোনাত তাহলে কেমন হয়! বলুন তো? খুব মজা না কি বলেন। বেশি কিছু না আপনার কাজ মজিলার একটি এড-অন্স ডাউনলোড করা। এড-অন্সটি ডাউনলোড করুন ও ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার যে কোন
লেখা (ইংরেজি) নির্বাচন করুন। এরপর লেখার উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। মেনু থেকে Say It ক্লিক করুন। এখন শুনুন আপনার মজিলা ফায়ারফক্স লেখাকে পড়ে শোনাচ্ছে। নিচের লিঙ্ক থেকে ফায়ারফক্সের জন্য এডঅনটি ডাউনলোড করে নিন।
 ডাউনলোড লিংকঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/3552

সফটওয়্যার সোর্সকোড ম্যানেজমেন্টঃ আপনার সোর্সকোডকে আরো কার্যকরভাবে সংরক্ষন এবং ব্যবহার করুন

সফটওয়্যার সোর্সকোড ম্যানেজমেন্টঃ  আজকে যে বিষয়টা নিয়ে লিখব তা হল সফটওয়্যার সোর্সকোড ম্যানেজমেন্ট। এর উপর অনলাইনে বাংলা কোন আর্টিকেল নেই বললেই চলে।
প্রাথমিক ধারনা: সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এর সোর্সকোড সংরক্ষন করা অনেক জরুরী। কারন কোন একটি এপ্লিকেশন একেবারেরই লিখে ফেলা যায় না। আর এর হিস্টোরীগুলোও মনে রাখা গুরুত্বপূর্ণ। এর জন্য সোর্সকোড ম্যানেজমেন্ট অনেক জরুরী একটি বিষয়।
এর সুবিধাঃ
# সোর্সকোড ম্যানেজমেন্টের সবচেয়ে বড় সুবিধা হল আপনি আপনার কোড নিরাপদে সংরক্ষন করতে পারছেন। আগে কি কোড লিখেছেন এবং তা পরবর্তীতে কোথায় পরিবর্তন করেছেন তার সব কিছুই সংরক্ষন থাকব।
# টিমওয়ার্কের ক্ষেত্রে এটা আরো গুরুত্মপূর্ণ। আপনার লেখা কোড সারাবিশ্বের যে কেউ দেখতে পারবে। সে কেউ চাইলে আপনার এপ্লিকেশনের সোর্সকোড ডেভেলাপ করতে পারবে।
# যেহেতু অনলাইন সংরক্ষন ব্যাবস্থা তাই যে কোন জায়গা থেকে আপনি এক্সেস করতে পারবেন এবং কোড পরিবর্তনের জন্য কমিট করতে পারবেন।
# ওপেনসোর্স সফটওয়্যার আসলেই কি এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টে কাজ করলে এর প্রয়োজনীয়তা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারবেন।
# ফেসবুকের মাধ্যমে আমরা যেমন বন্ধুরা কে কি করছে তার আপডেট পাই, এর মাধ্যমেও watch এ রাখা প্রোগ্রামার বন্ধুদের লেখা প্রোগ্রাম দেখতে পারেন, এডিট করতে পারেন এবং কোন একটি বিশাল এপ্লিকেশনের ডেভেলাপমেন্টে যোগ দিতে পারেন।
অনলাইনে সোর্সকোড সংরক্ষন, গিটহাব/গুগলকোডঃ  সোর্সকোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভার্সন কন্ট্রোল সিস্টেম রয়েছে। এর মধ্যে গিটই সবচেয়ে বেশি জনপ্রিয়। এই সিস্টেমে আপনার সোর্সকোড সংরক্ষনের জন্য আপনি ইউজ করতে পারেন গিটহাব। এছাড়া আপনি গুগলকোডে ও আপনার সোর্সকোড সংরক্ষন করতে পারেন। যাই হোক আমি আজকে গিটহাব নিয়ে লিখব। আসলে এ নিয়ে অনেক অনেক কিছু জানার আছে এবং জানা দরকার। একটি মাত্র টিউটরিয়ালে কোনভাবেই বোঝানো সম্ভব না। আপনাকে মোটামুটি বুঝতে হলে Pro-Git বইয়ের ১ম থেকে ৫ নাম্বার চাপ্টার পর্যন্ত পুরোপুরি বুঝে বুঝে পড়তে হবে। তাহলে হয়ত ভাল একটা ধারনা পেতে পারেন। তবে সাধারনভাবে কাজ করার জন্য যেটুকু দরকার সেটুকুই টিউটোরিয়ালে তুলে ধরছি।
গিটহাবে সোর্সকোড আপলোডের পদ্ধতিঃ  আমি জাস্ট দেখাব কিভাবে আপনি একটি রিপোজটরিতে আপনার কোড আপলোড করবেন।
আপনি এখানে চাইলে সরাসরি সোর্সকোড আপলোড করতে পারবেন না। যে কোন সোর্সকোড আপনার তৈরি করা রিপোজটরিতে জমা রাখতে পারবেন। যদি আপনি আপনার সোর্সকোড ওপেন রাখতে চান অর্থাৎ প্রজেক্ট যদি হয় ওপেনসোর্স তাহলে ইচ্ছামত রিপোজটরি ক্রিয়েট করতে পারবেন এবং সোর্সকোড আপলোড করতে পারবেন। কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য সোর্সকোড রেস্ট্রিকটেড রাখতে চাইলে সে ক্ষেত্রে আপনাকে গিটহাবকে পে করতে হবে।
যাই হোক প্রথমে গিটহাবে এখান থেকে রেজিস্ট্রেশন করে নিন। রেজি করার সময় ইউজার নেমটা একটু খেয়াল করে দিবেন। যেমন আমি Mashpy নাম দেয়াতে এরকম ইউজার ফ্রেন্ডলি লিঙ্ক  পেয়েছি-  https://github.com/Mashpy
(বড় করে দেখতে ছবিটিতে ক্লিক করুন)
১। প্রথমে Create a repository তে গিয়ে একটি নাম দিন। আমি নাম দিলাম - TechnologyBasic-Software । খেয়াল করে দেখুন আপনাকে সাথে সাথেই https://github.com/Mashpy/TechnologyBasic-Software এরকম একটা লিঙ্ক দিয়ে দেয়া হচ্ছে। এটা মনে রাখুন কাজ লাগবে একটু পরে ৭নং অংশে।
এবার আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন।
২। আপনার পিসিতে TechnologyBasic-Software নামে একটি ফোল্ডার তৈরি করুন এবং এতে আপনার ইচ্ছামত সোর্সকোড রাখুন।
৩। ইন্সটল হওয়া সফট Git-Gui ওপেন করুন এবং Create New Repository তে TechnologyBasic-Software এর ফোল্ডারের লোকেশনটি দেখিয়ে দিন। Rescan এ ক্লিক করে Stage Changed এ ক্লিক দিলে নিচের মত দেখতে পাবেন।
(বড় করে দেখতে ছবিটিতে ক্লিক করুন)
৪। Commit কথাটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি সোর্সে কোড পরিবর্তন করার পর কমিট করতে হবে। আপনার সোর্সকোডে কেমন পরিবর্তন করেছেন তার একটি সংক্ষিপ্ত বর্ননা লিখে দিতে পারেন। যাতে আপনি বা অন্য যে কেউ কমিট মেসেজটি পড়লেই এই সফটওয়্যারের ডেভেলাপমেন্ট হিস্টোরি সম্পর্কে ধারনা হয়ে যায়।
সোর্সকোড পরিবর্তন করে কমিট মেসেজ লিখে Commit এ ক্লিক করুন। তাহলে সোর্সকোডটি পরিবর্তিত হবে।
৫। এবার এই সোর্সকোডকে আমাদের অনলাইনে আপলোড করতে হবে। এর জন্য আমরা Push বাটন চাপ দিব। তার আগে আপনাকে SSH Key ঠিক করতে হবে।
৬। Git-Gui সফটওয়্যারে Help-Show SSH key তে চাপ দিন। এই কী কপি করুন। 

(বড় করে দেখতে ছবিটিতে ক্লিক করুন)
এই লিঙ্কে যেয়ে Add SSH এ ক্লিক করুন। কপি করা Key এখানে পেস্ট করুন।
৭। অনলাইনে আপলোডের জন্য Push বাটনে চাপ দিন এবং Arbitrary Location এ ১ নং অংশে থাকা লিঙ্কটি বসিয়ে দিয়ে Ok করুন। আপনার গিটহাব ইউজার নেম ও পাসওয়ার্ড চাইলে দিয়ে দিবেন।
৮। দেখুন লিঙ্কে আপলোড হয়ে গেল আপনার কাক্ষিত সোর্সকোড ।
(বড় করে দেখতে ছবিটিতে ক্লিক করুন)
এখন আপনার কোড যে কেউ দেখতে পারবে, কোন প্রকার ভুল হলে সংশোধনের জন্য কমিট করতে পারবে। পুরো কোড কপি করে নিজের একাউন্টে নিয়ে যেতে পারবে।
গিটহাবে কাজ করার ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় বিষয়: গিটহাবে আপনার Commit, Pull, Push, Stage, Branch এই কয়েকটি জিনিস সম্পর্কে ধারনা থাকা অবশ্যক। সে সম্পর্কে সংক্ষেপে কিছু বলছি।
Commit: সোর্সকোড চেঞ্জ করলে কি কি চেঞ্জ করেছেন তার একটি সংক্ষিপ্ত বিরবণ রাখতে পারেন। ফলে পরবর্তীতে কেউ প্রজেক্ট ডেভেলাপ করতে গেলে সহজেই বিস্তারিত জানতে পারবে।
Pull: অন্যকোন একটি গিটহাব একাউন্টের প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইলে প্রজেক্টের লিঙ্কটি দিয়ে পুরো প্রজেক্টটি ক্লোন করে নিয়ে নিজের একাউন্টে কাজ করতে পারেন।
Push: আপনার কম্পিউটারে ডেভেলাপ করা কোন সোর্সকোড গিটহাব সাইটে আপলোড করতে হলে পুশ করতে হবে।
Stage:   প্রাথমিক অবস্থায় সোর্সকোড unstage অবস্থায় থাকে। কোন কিছু কমিট করতে হলে আপনাকে স্টেজ চেঞ্জ করতে হবে।
Branch: কোন রিপোজেটরিতে আমরা যখন সোর্সকোড রাখি সাধারনভাবে Master Branch এ রাখি। আপনি যদি এই সোর্সকোড নিয়ে কাজ করতে চান তাহলে নতুন কোন ব্রাঞ্চে নিয়ে কাজ করে আবার Master Branch এ মার্জ করতে পারেন।
টিমওয়ার্কের ক্ষেত্রে এই পদ্ধতির ভূমিকা: এই স্টাইলে সোর্সকোড সংরক্ষনের পদ্ধতিতে সবচেয়ে বড় সুবিধা হল কোন একটি প্রজেক্টে হাজার হাজার ডেভেলাপার কাজ করতে পারে। এই কারনে ওপেনসোর্স এপ্লিকেশনগুলোর ডেভেলাপমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে থাকে।
এই সম্পর্কে আরো জানার জন্য প্রয়োজনীয় রিসোর্স: এছাড়া আরো অনেক বিষয় আছে। পুরোটা বুঝতে হলে অবশ্যই Pro-Git বইয়ের ১ম থেকে ৫ নাম্বার চাপ্টার পর্যন্ত পড়তে হবে। কোন টপিক বা বইয়ের কোন পেজে কোন টপিক বুঝতে সমস্যা হলে আমাকে জানাতে পারেন।

দেখুন অন্য সব লকিং সফ্টওয়ারকে অবশ্যই হার মানাবে

ব্যক্তিগত ফাইলতো সবার ই থাকে সেগুলোর নিরাপত্তার ব্যবস্থা করা হয় লক করে। আমার লক করার জন্য হাজারো সফ্টওয়ার ব্যবহার করে থাকি এগুলোর সবগুলো প্রায় এক ধরনের। কোন টায় ফাইল মুভ করে এনে লকিং সফটওয়ারের মধ্যে পেষ্ট করতে হয়। এর ফলে ফাইলগুলো ড্রাইভ পরিবর্তন করে। লকিং সফ্টওয়ার ইনেস্টল করা ড্রাইভে নিতে হয়। আর যদি সেটা সি ড্রাইভ হয় তাহলে তো যেকোন সময় হারাতে পারেন। আবার কিছু সফ্টওয়ার আছে যে গুলো ফাইল হাইড করে এক্সটেনশন তৈরী করে। যা অনেক সময় সঠিক পাসওয়ার্ড দিলেও ওপেন হয় না। এর মানে এখানেও যেকোন সময় আপনি আপনার গুরুত্বপূর্ন ফাইল হারাতে পারেন। তাহলে প্রশ্ন আমরা কি আমাদের ব্যক্তিগত ফাইলগুলো নিরাপদে লক করতে পারব না?
পড়ুন কিভাবে উন্ডোজের পাসওয়ার্ড হারিয়ে গেলে রিকভার করতে হবে। RECOVER PASSWORD
উত্তর হল কেন পারব না। লক করার অনেক সফ্টওয়ার আছে তার মধ্যে কিছু সফ্টওয়ার আছে যেগুলো আপনার ফাইল নিরাপদ রাখতে পারবে। ঠিক সেই রকম একটি ফাইল হল Easy File Locker. এই ফস্টওয়ার ব্যবহার করলে আপনাকে ফাইল কাট করে সফ্টওয়ারের মধ্যে পেষ্ট করতে হবে না। ফাইল যেখানে আছে সেখানেই থাকবে আবার কোন এক্সটেনশন ও তৈরী করবে না। একবার ব্যবহার করে দেখুন মজা পাবেন।

easy file lockereasy file locker

মার্কিন ব্যাংক একাউন্ট ও ক্রেডিট কার্ড for verification

real american bank acc
আপনার মার্কিন / Canada বা কোনো পেপ্যাল ​​একাউন্ট আজকের সঙ্গে (বাস্তব ব্যাংক অ্যাকাউন্ট) . অ্যাকাউন্ট না কি আপনার নাম বা ঠিকানা ব্যাপার কাজ করে.
আপনি নিম্নলিখিত বিতরিত আপনার ইমেল বিবরণ পাবেন.
একাউন্ট নম্বর:
রাউটিং সংখ্যা:
ব্যাংক নাম:
প্রকার:
ক্রেডিট কার্ড জন্য একই এছাড়াও আপনি পেপ্যাল ​​থেকে টাকা তুলতে আমাদের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার এবং moneybookers অথবা এটিএম মধ্যে আর্থিক সাহায্য পেতে পারেন
আরও তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
24/7 লাইভ সমর্থন
+8801834705135
+13233664940
http://www.virtualmoneysolution.com

চুলুন দ্রুপাল নিয়ে কাজ করি

বেশিরভাগ ক্ষেত্রে সিএমএস পছন্দ করার ক্ষেত্রে আমরা জুমলা এবং ওয়ার্ডপ্রেসকে প্রাধান্য দিয়ে থাকি। দ্রুপাল এর ব্যবহার একটু কমই দেখা যায় বাংলাদেশে। তবে জুমলা এবং ওয়ার্ডপ্রেস এর চাইতে দ্রুপাল কিছু কিছু ক্ষেত্রে বেশ সুবিধাজনক। বিভিন্ন দেশের ওয়েব প্রোফেশনালরা দ্রুপাল এর বেশ ব্যবহার করে থাকেন।

দ্রুপাল যেটি দ্রুপাল কোর নামেও পরিচিত, অন্যান্য সাধারন সিএমএস গুলোর সকল সুবিধাই এতে বিধ্যমান। এটি GNU General Public License এর অধীনে পিএইচপিতে করা একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
দ্রুপাল যেভাবে কাজ করে

দ্রুপালে যেকোন তথ্য পরিবেশন করতে হলে সেটিকে আগে ইনপুট দিতে হয়। তথ্য সংগ্রহ এবং সন্নিবেশন করার জন্য প্রাথমিক ভাবে নোড গুলোর ব্যবহার হয়।  মডিউল হলো তথ্য পরিবেশনার পদ্ধতি। আপনি চাইলে সাধারণ পোস্টের আকারেও দেখাতে পারেন আবার গ্যালারী আকারেও দেখাতে পারেন। জুমলা ব্যবহার কারীদের জন্য বলছি, এই মডিউল জুমলার মডিউলের মত না। নামের সাথে সাথে কাজটাও একটু আলাদা। তৃতীয় লেয়ারে আছে ব্লক এবং মেনু। মডিউল জেনারেটেড আউটপুট ডিসপ্লে করার জন্য ব্লক ব্যবহার করা হয়।
দ্রুপালের ভিত্তি বা কোর মডিউলগুলো
দ্রুপাল কোরে কিছু অপশনাল মডিউল থাকে যেগুলো এডমিন প্যানেল থেকে সক্রিয় করা যায়। দ্রুপাল কোর এ যে ফিচারগুলো রয়েছেঃ
  • পরিসংখ্যান এবং লগইন
  • উন্নতমানের সার্চ
  • ব্লগ, ফোরাম, এবং পোল
  • সাইট ক্যাশিং
  • বিস্তারিত ইউআরএল
  • একাধিক স্তরের মেনু সিস্টেম
  • একাধিক সাইট সাপোর্ট
  • একাধিক ব্যবহারকারীর তথ্য
  • উন্মুক্ত আইডি সাপোর্ট
  • আরএসএস ফীড
  • নিরাপত্তা নোটিফিকেশন
  • ব্যবহারকারীর প্রোফাইল
  • বিভিন্ন ধরনের একসেস কন্ট্রোল (ব্যবহারকারীর পদবী, আইপি, ইমেইল)
  • বিভিন্ন ধরনের কাজের টুলস
বর্তমানে দ্রুপাল কোর এর ভার্শন ৭ এবং এটির ডাউনলোড ও বিভিন্ন থিম এর ডাউনলোড লিংক নিচে দেয়া হলো।
দ্রুপাল ডাউনলোডঃ http://drupal.org/download
দ্রুপাল থিম ডাউনলোডঃ http://drupal.org/project/themes
মডিউল ডাউনলোডঃ http://drupal.org/project/modules
ব্যক্তিগত ব্লগ থেকে শুরু করে বিভিন্ন করপোরেট, রাজনৈতিক সাইট তৈরিতে দ্রুপাল ব্যবহৃত হয়। আসুন আমরাও এটি চেস্টা করে দেখি। আশা করি আপনাদের ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ।

আর নয় কোন বাংলা লেখালেখি সফটওয়্যার এর লাইসেন্স চুরি, এখন থেকে ওপেনসোর্স সফটওয়্যার অভ্র তেই সব কিছু

প্রথমেই বলে রাখি আমার পোস্টটা মূলত যারা বিষয়টা জানেনা তাদের জন্য ----

আমরা জানি যে আমরা কত কাজে অভ্র কে ব্যবহার করি এক কথায় বলতে কি অভ্র ছাড়া  আমাদের বাংলা লেখা অসম্ভভ । আমরা যখন অভ্র ইন্সটল করি তখন বাংলা (ইউনিকোড) ফন্ট যে কয়েক টা পাই তাতে আমি মনে করি তা অফফিসিয়াল কাজের জন্য যথেষ্ট নয় বা অভ্র দিয়েও যে অফফিসিয়াল বাংলা লেখালেখির কাজ করা যায় তা হয়ত আমরা অনেকেই জানিনা। অভ্রতে এখন Kalpurush , Kalpurush ANSI ও অন্যান্য ফন্ট দিয়ে অফিসিয়াল ফরম্যাট এর বাংলা লেখালেখির কাজ নিমেষেই করা যায়।

একটা উদাহরণ দিলাম এই ছবিতে :

official bangla

তাই আর নয় কোন সফটওয়্যার এর লাইসেন্স চুরি, এখন থেকে ওপেনসোর্স সফটওয়্যার অভ্র তেই সব কিছু। আর আমি আমার নিজের করা বাংলা এবং ইংরেজির একটা ছোট ফন্ট কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম।  আশাকরি আপনাদের এখন থেকে আর ফন্ট নিয়ে সমস্যা হবেনা। ইনশাআল্লাহ্‌

অফিসিয়াল বাংলা ফন্ট ডাউনলোড লিঙ্ক : http://www.omicronlab.com/bangla-fonts.html

All in one font pack ডাউনলোড লিঙ্ক : Click Here

তবে প্রিন্ট যদি দোকানে গিয়ে দেন তাইলে কিন্তু ফন্টটা কপি করে সাথে নিতে ভুলবেন না।

বিঃ দ্রঃ  সকল ফন্ট WINDOWS XP, VISTA, 7 এবং MS-Office 2003, 2007, 2010 তে কাজ কর

চরম একটা সফটওয়্যার একদম ফ্রী (না দেকলে পুরাই মিস করবেন)

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকে আমি আপনাদের সাথে যেই সফটওয়্যারটি নিয়ে এসেছি তার নাম হল  FastStone Capture. এই সফটওয়্যারটি অনেক কাজে ব্যবহার হয়ে থাকে. ধরুন আপনার ইচ্ছা হল আপনি নিজে একটা ভিডিও তৈরি করবেন তখন আপনি এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন.এই সফটওয়্যার এর মাধ্যমে তৈরিকৄত ভিডিও অনেক কোয়ালিটিফুল হয়ে থাকে. আবার আপনার যদি ইচ্ছা করে আপনার ডেস্কটপের ছবি তুলতে তাহলে আপনি খুব সহজে এই সফটওয়ারের মাধ্যমে ছবি তুলতে পারবেন। আমি আমার ডেস্কটপ এর ছবি তুলে আপনাদের উদারণ দিলাম। আসলে ভিডিও উদারণটা দিলাম না শুধু ছবির উদারণ দিলাম কারন ভিডিও করার সময় এখন আমার নাই তাই সবাই আমাকে ক্ষমা করবেন।


এই সফটওয়্যার এর দাম মাত্র  $19 . চিন্তা করবেন না এই সফটওয়্যারটি আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না , কারন আমি আপনাকে একদম ফ্রীতে দিচ্ছি, আর সাথে দিব  কী যা দিয়ে আপনি এই সফটওয়্যারটি সারাজীবন ফ্রী ব্যবহার করতে পারবেন.

Download :-  Mediafire Link

             Key :- Mediafire Link

এইচটিএমএল সুপারস্ক্রিপ্ট,সাবস্ক্রিপ্ট,স্ট্রাইকথ্রো (HTML superscript, subscript, strikethrow)

<p>This text is <sup>superscripted!</sup></p>
প্রদর্শন: Superscript:
This text is superscripted!



TML – Exponents 

অংকে exponential ব্যবহার করা জন্য <sup> tag ব্যবহার করতে হয়।
2<sup>3</sup> = 8
14<sup>x</sup>
প্রদর্শন: Exponents:
23 = 8 14x


HTML – ফুটনোট:

উপন্যাস বা প্রবন্ধে দেখা যায় কোন লেখার reference দেয়ার জন্য <sup> tag ব্যবহার হয় যা ফুটনোটকে নির্দেশ করে।
<pre><p>"It was a lover's tryst<sup>1</sup>."
<hr />
1. Secret meeting between lovers</pre>
প্রদর্শন: Footnote
"It was a lover's tryst1."

1. Secret meeting between lovers




HTML -Subscript

<pre><p>This text is <sub>subscripted!</sub></p></pre>
প্রদর্শন:
This text is subscripted!




&nbsp;
<pre><p>H<sub>2</sub>0 - Water
<p>O<sub>2</sub> - Oxygen
<p>CO<sub>2</sub> - Carbon Dioxide</pre>
প্রদর্শন:
H2O - Water O2 - Oxygen CO2 - Carbon Dioxide

HTML – Strikethrough

<del> tag এর মাধ্যমে কোন লেখাকে ক্রস দেওয়া যায়।
<pre><p>This text is <del>scratched</del> out!</p></pre>
প্রদর্শন: Strikethrough
This text is scratched out!



HTML - Check Off Task:

<pre><ol>
<li>Clean my room</li>
<li><del>Cook Dinner</del></li>
<li><del>Wash Dishes</del></li>
</ol></pre>
প্রদর্শন:
  1. Clean my room
  2. Cook Dinner
  3. Wash Dishes

বাংলা-ইংলিশ ডেইট কনভার্টার ও ক্যলেন্ডার

হুট করে যদি প্রশ্ন করা যায় - বলুন তো ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি কী বার কিংবা ঐ তারিখে বাংলা তারিখ কী? তাহলে কেমন হবে? আমি জানি হুট করে কেউ এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। কিন্তু মাঝে মাঝে এ ধরনের প্রশ্নের উত্তর আপনার জানার প্রয়োজন হতে পারে। MR Date Converter ব্যবহার করে সহজেই এসব প্রশ্নের উত্তর পেতে পারেন। নিচের লিংক থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিন। ইন্সটল করার ঝামেলা নেই।
এই সফটওয়্যারটি ব্যবহার করে যে কোন বাংলা তারিখকে ইংরেজি তারিখে কিংবা ইংরেজি তারিখকে বাংলা তারিখে রূপান্তর এবং যে কোন সালের বাংলা বা ইংরেজি ক্যালেন্ডার দেখতে পাবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হলঃ
) ডেইট কনভার্ট করাঃ সফটওয়্যারটি ওপেন করুন । নিচের মত উইন্ডো ওপেন হবেঃ
এর মাঝখানে বর্তমান তারিখের বারের নাম এবং ইংরেজি ও বাংলা তারিখ দেখাবে।
ইংলিশ থেকে বাংলা তারিখে রূপান্তর করার জন্য English to Bangla এবং বাংলা থেকে ইংলিশ তারিখে রূপান্তরের জন্য Bangla to English অপশন সিলেক্ট করুন। এবার Enter Date এর ডানপাশে আপনার তারিখ প্রদান করে Convert বাটনে ক্লিক করুন। ব্যস রূপান্তরিত হয়ে যাবে।
) ক্যালেন্ডার বের করাঃ Option মেনু থেকে Calendar সিলেক্ট করুন । নতুন উইন্ডো ওপেন হবে । এখানে বর্তমান বাংলা মাসের ক্যালেন্ডার প্রদর্শিত হবে।
বাংলা মাসের ক্যালেন্ডার বের করার জন্য Bangla এবং ইংরেজি মাসের ক্যালেন্ডার দেখার জন্য English অপশনটি সিলেক্ট করুন। তারপর মাস ও সাল প্রদান করে Show Calendar এ ক্লিক করুন। সাথে সাথে ঐ মাসের ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবের। প্রয়োজন অনুসারে < বা > লেখা বাটনে ক্লিক করে যথাক্রমে আগের বা পরের মাসের ক্যালেন্ডার পাওয়া যাবে।
এর মাধ্যমে যে কোন মাসের ক্যালেন্ডার বের করা যাবে । অন্যান্য সফটওয়্যার এর সাথে এখানেই এর পার্থক্য।
এখানে উল্লেখ্য , সফটওয়্যারটিতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং বাংলা একাডেমী এর নীতিমালা অনুসরন করা হয়েছে। তাই এর দ্বারা পশ্চিম বঙ্গের বাংলা তারিখ পাওয়া যাবে না।

Net Speed Monitor: DU Meter এর সর্বোত্তম বিকল্প ফ্রি সফটওয়্যার

আমরা অনেকেই DU METER ব্যবহার করি। ইন্টারনেট স্পিড জানার জন্য, আপলোড, ডাউনলোড ডাটা জানার জন্য এর উপকারিতা অপরিসীম। কিন্তু এর সবচেয়ে বড় অসুবিধা হল, এটি মাত্র ৩০ দিন ফ্রি ব্যবহার করা যায়। এর পরে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। অথবা বিভিন্ন প্যাচ, পাইরেটেড সিরিয়াল কি ইত্যাদি ব্যবহার করতে হবে।
এই অসুবিধার জন্য অনেকেই DU METER এর উপরে বিরক্ত। আমি নিজেও অনেক দিন থেকেই খুঁজছিলাম এমন একটি ফ্রি সফটওয়্যার, যা ডি ইউ মিটার এর সমকক্ষ না হলেও খুব একটা কম হবে না। অবশেষে পেয়ে গেলাম এমন একটি সফটওয়্যার। এটি ডি ইউ মিটার এর চেয়ে বরং অনেক বেশি ভালো। ডি ইউ মিটারের সব সুবিধা তো এতে আছেই, উপরন্তু এর টাস্ক বার মিটার ইচ্ছামত কাস্টমাইজ করা যায়। লেখা বড়-ছোট করা যায়, ফন্ট পরিবর্তন করা যায়, রঙ পরিবর্তন করা যায়, এরকম আরও অনেক সুবিধা।


তাই, গত ১ মাস ধরে ব্যবহার করার পর এটা বলতে বাধ্য হচ্ছি, ডি ইউ মিটারের দিন শেষ! এখন থেকে এর বিকল্প হিসেবে ব্যবহার করুন NET SPEED MONITOR.

ডাউনলোড করুন এই ফ্রি সফটওয়্যারটি। "ডাউনলোড লিংক"

ব্লগ থেকে টাকা ইনকাম করার সব চেয়ে ভাল অ্যাড

আমরা সবাই, যারা ইন্টারনেট ব্রাউজ করি, আমরা সবাই কি জানি যে, ইন্টারনেট থেকে একটি সম্মানজনক আয় করা যায়????? আমাদের মধ্যে অনেকেই এই কথাটি জানি, আবার অনেকেই জানিনা। আমাদের অনেকর চোখের সামনেই আমাদের অনেক পরিচিত মানুষ হতে পারে সে আমাদের বন্ধু বা বান্ধবী, হতে পারে আমাদের কোন বড় ভাই অথবা বোন, হতে পারে ক্লাসমেট অথবা পরিচিত কোন একজন এ ধরনের আয় করছে। আমাদের মধ্যে যারা এ বিষয়টি জানিনা তারা অনেকেই এ বিষয়টি বিশ্বাস করিনা বা করতে চাইনা।
অনলাইনে বসে আয় করা যায় এই কথাটি অনেকে গুজব মনে করেন। অনেকে ভাবেন ধোঁকাবাজী… তাদের দোষ নেই আসলে.. অর্থ উপার্জন নিয়ে এত পরিমান দুইনাম্বারী হয় অনলাইনে যে এই বিষয়ে পজিটিভ মনোভাব বজায় রাখা সত্যিই কঠিন
তো যাই হোক, আমি নিজে এ বিষয় টি বিশ্বাস করি, কারন আমি নিজে ইনকাম করি,
taka
আমরা ইন্টারনেট এ অনেক ধরনের Ads দেখতে পাই যেমনঃ Google Adsence, Infolinks, Bidvertiser, Chitika, Etc এই এড গুলো আমরা অনেকেই ব্যাবহার করে থাকি। আজ আমি আপনাদের সাথে ইন্টেরনেট এ সব চেয়ে বেশি টাকা পাওয়া যায় এমন একটা Ads এর সন্ধান দিব যা থেকে আপনি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ।
Google Adsence, Infolinks, এর পাশা পাশি আপনি এই অ্যাড ব্যাবহার করতে পারবেন ।
আমি যে অ্যাড এর সন্ধান দিব এই অ্যাড থেকে আপনি অনেক ডলার ইনকাম করতে পারবেন।।
কোম্পানিটি দীর্ঘ ১০ বছর যাবত সততার সাথে কাজ করে যাচ্ছে ।
তাদের হেড অফিস কোস্টরিকায় অবস্থিত ।
আমার জানা মতে Google Adsence এর পরে সব চেয়ে ভাল অ্যাড এটা ।
এই কোম্পানির সুবিধাঃ
১/ তারা প্রতিদিন পেমেন্ট দেয় ।
২/ ৫ ডলার হলেই পেমেন্ট Request করতে পারবেন ১২ ঘন্টার ভিতরে আপনি পেমেন্ট পেয়ে যাবেন।
৩/ প্রতি ক্লিক এ Highest ১ ডলার পর্যন্ত পেতে পারেন ।
৪/ পেপাল এবং পেইজা তাদের পেমেন্ট অপশন ।
৫।/ অন্য অ্যাড এর পাশা পাশি তাদের অ্যাড ব্যাবহার করতে পারবেন
এই কোম্পানির অসুবিধাঃ
১/ আপনার ব্লগ/ওয়েব সাইট ভাল মানের হতে হবে
২/ আপনার ব্লগ এ ভাল ভিসিটর থাকতে হবে
৩/ Application করার পর ১২ ঘন্টা সময় নিবে Site Approve করতে ।
৪/ এক Code সব সাইট এ ব্যাবহার করতে পারবেন না
৫/ নিজের অ্যাড এ নিজে ক্লিক করতে পারবেন না
তাহলে যারা ব্লগ/ওয়েব  সাইট থেকে টাকা ইনকাম করতে চান দেরি না করে এখনি World Best Ads ব্যাবহার করুন এবং প্রচুর টাকা ইনকাম করুন কুভ দ্রুত ।

SignUp Now World Best Ads

ভাল লাগলে কমেন্ট করে জানাবেন

Saturday, August 30, 2014

ওয়েবসাইট সাইন্স [পর্ব-৪] :: হোস্টিং নেয়ার আগে দেখে নিন

আজকে মন খারাপ নিয়ে লিখতে বসলাম।
ওয়েবসাইট সাইন্স
ঘটনার শুরু কয়েক দিন আগে। আমার সাইট সাসপেন্ড হয়ে গেলো হুট করেই। সার্ভার টা মোটামুটি ভালোই ছিলো।প্রতি গিগাবাইটের জন্য পরিশোধ করতে হচ্ছিলো ১২০০ টাকা।  মাসিক ৪ লক্ষাধিক পেইজ ভিউ নিয়েও চলছিলো। মাসিক ব্যান্ডওয়াডথ ছিলো ২০ গিগাবাইট। যার বেশ খানিক টা অব্যবহৃত ছিলো। তারপরেও কেন ?
কারন টা ছিলো সার্ভারের cpu এর র‌্যাম নাকি লোড নিতে পারতেছিলো না। আর স্ক্রিপ্ট নাকি নন সাপোর্টেড । মানে সার্ভারের জন্য সিকিউরড ছিলো না। যদিও অন্য হোস্টিং এ সেইম স্ক্রিপ্ট ভালোভাবেই চলতেছে এখনো। প্রশ্ন করতেই পারতাম ৬ মাস প্রবলেম ছিলো না, হুট করে হলো কেনো, তার উত্তরে দোষ আমার ঘারেই চাপানো হতো, সো বাদ দিয়ে ব্লগারে নিয়ে গেলাম সাইট।
যাহোক, কাজের কথায় আসি। যা দেখে নেবেন।
১। যারা বলে আনলিমিটেড , এদের থেকে দূরে থাকুন। এরা মুখেই বলবে, সাইট দেখবেন একটু চাপ পড়লেই কাত হয়ে যাচ্ছে।
২। হোস্টিং কেনার আগে জিগেস করে নেন কি কি রাখতে পারবেন সাইটে। যদিও আমি নিজে সাপোর্ট করি না। তবু ব্যাবসায়ীক সার্থে আপনার সাইটে এ্যাডাল্ট কন্টেন্ট থাকতেই পারে। যা অনেক হোস্টিং কম্পানী ই সাপোর্ট করবে না। সো জিগেস করে জেনে নেন এ্যাডাল্ট কিছু রাখা যাবে কিনা তাদের হোস্টিং এ।
৩। সার্ভার কোয়ালিটি চেক করার একটা সহজ উপায় হলো গুগল পেইজ স্পিড দিয়ে টেস্ট করা। তাদের হোস্টিং এ থাকা কোন একটা সাইট দেখতে চান। এবার সাইট টা গুগল পেইজ স্পিড চেকার টুল দিয়ে চেক করেন। এখানে Reduce server response time এর মত ইরোর দেখতে পেলে বুঝবেন আপনার সাইটেও সমস্যা টা হবে । মানে সাইট স্লো লোড হবে আরকি।
৪। আপটাইম ঃ সাইট কতক্ষন অনলাইনে থাকে। সবাই ই বলে ৯৯.৯৯ %। বেশির ভাগ ই ভুয়া।
আমি যা করিঃ কোন পপুলার আর পুরাতন সাইট http://website.informer.com/ দিয়ে চেক করে দেখে নেই কোন হোস্টিং ব্যাবহার করছেন তারা।
কিভাবে বুঝবেনঃ চেকার টুল গুলো নেম সার্ভার ও দেখায়। মানে ns1.Hosting.com এরকম। দেখলে আর মাথা ঘামালে খুজে নিতে সমস্যা হবে না। বেশীর ভাগ বিদেশী হোস্টিং ব্যাবহারকারী। তবে দেশী ব্যাবহার কারী ও কম না। এদের মধ্য থেকে কাউকে বেছে নিতে পারেন।
৫। দেশী হোস্টিং ব্যাবহার করতে বলবো আমি। কেননা সমস্যা হইলে ফোন করে সাথে সাথে একটা সমাধান পাওয়ার সম্ভাবনা থাকে। বিদেশী হলে কবে রিপ্লাই পাবেন ঠিক ঠিকানা নাই।
যাহোক, শেষে একটা কথাই বলি, ভালো জিনিষ এর দাম একটু বেশী ই হয়। কমদামে অফার দেখে হুট হাট করে কিনে পরে মাথায় হাত দিয়ে আফসোস করার কোন মানেই হয় না। যা করবেন কজন কে জিগেস করে দেখে শুনে ।

ওয়েবসাইট সাইন্স [পর্ব ৩] :: কিছু কমন ভুল যেগুলো সুধরে নেয়া জরুরী

হ্যালো  বান্ধুরা কেমন আছেন সবাই ?
আজকে লিখবো কি নিয়ে ভাবতে ভাবতে ভেবে বের করলাম আজ একটু seo , আর কিছু কমন ভুল নিয়ে লেখি।
ওয়েবসাইট সাইন্স
আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি, তাদের কাছে seo এর অপর নাম ট্রাফিক। কিন্তু কিছু কমন ভুলের কারনে ব্যার্থ হই শূরুর দিকে অনেকেই।
সো আমি কিছু কথা বলি, মেনে চলেন।
প্রথমেই বলবো জানতে হবে। seo কি, কিভাবে করতে হবে, কেন, কোথা থেকে শুরু করতে হবে। এ নিয়ে টেকটিউন্সে অনেক অভিজ্ঞ লোকের লেখা আছে। সবগুলো আগাগোড়া পড়ে ফেলুন। হ্যা, সবগুলোই।
পড়ছেন ?
এখন আসেন শুরু করা যাক।
আমি সবার আগে যেটা বলিঃ অনেকেই আমাকে ইনবক্সে সাইট দিয়ে বলেন, ভাই কেমন হচ্ছে দেখেন। নিজেদের অন্যান্য বন্ধুদের কেও দেখান। আমি এটা করতে মানা করি।
কারনঃ একটা নতুন সাইটে তেমন কোন সার্ভিস বা পোস্ট থাকে না, থাকলেও সংখ্যায় খুবি কম। সো আমি বা যাকে দেখাচ্ছেন , সেটা আপনার বন্ধু বা অনেক দুরের কেউ হতে পারে, সে একবার ঢুকে আর পরের বার ঢুকার আগ্রহ হারিয়ে ফেলে, এর মানে বুঝেন ? একটা ইউনিক ইউজার হারাইলেন আপনি।
কি করা উচিতঃ সাইট সম্পুর্ন বা মোটামুটি শেষ করে তারপরে সবাইকে দেখান, শেয়ার করুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করুন।
ভুল নাম্বার দুইঃ অনেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গিয়ে শেখেন লিঙ্ক বিল্ডিং, গুগলে মারেন সার্চ, তার উপর বাঙ্গালী তো, সাথে auto কথাটি জুরে দেন। মানে খুজেন Auto কোন উপায় আছে কিনা।
থামেন ! থামেন ! থামেন ! অটো কোন উপায় থাকলে আমাকে ক্লায়েন্ট ঘন্টায় দশ ডলার পে করতো না। না নিজে থেকে আপনার সাইটের লিঙ্ক বানাবে এমন কোন টুল আমার নজরে এখনো আসে নাই। যেগুলো আছে, কিছু আজে বাজে সাইটে আপনার লিঙ্ক পোস্ট করে। এতে লাভের থেকে লস ই বেশী।এটারে ব্ল্যাক হ্যাট seo এর নিকৃষ্টতম সিস্টেম বলা হয় যা গুগল খুব ভালো ভাবে চেনে।
কেন কইলাম কথা টা ?
ধরেন আপনি আমার শত্রু, মানে অনলাইনে আরকি। সার্চ রেজাল্টে আসা সাইটগুলো মধ্য আপনার আর আমার সাইটের অবস্থান আর পেইজ র‌্যাঙ্ক কাছাকাছি। আমি সুধু আজে বাজে কিছু যায়গায় আপনার লিঙ্ক টা ড্রপ করে আপনাকে আমার অনেক পেছনে পাঠিয়ে দিতে পারি।
মাঝরাতে আর লিখবো না, তবে নিয়মিত লিখছি, চলবে।

ওয়েবসাইট সাইন্স [পর্ব -২] :: ভিজিটর পাবেন মেইন সাইটের মোবাইল সেকশনে, আজ ওয়ার্ডপ্রেস

আজ দেখেন মোবাইল সাপোর্টেড গ্রেট একটা ওয়েবপেইজ কিভাবে বানাবেন।
ওয়েবসাইট সাইন্স

শুরুতে ওয়ার্ডপ্রেসঃ

WordPress Mobile Pack ইনস্টল আমার আগের পোস্ট দেখার পরে করে ফেলার কথা। না করলে নিচের থিওরী অনুসরন করেন।
  •  আপনার এ্যাডমিন ড্যাসবোর্ডে লগিন দেন।
  •  প্লাগিন্স এ যেয়ে এ্যাড নিউ তে ঢোকেন।
  •  Wordpress Mobile Pack লিখে সার্চ করেন।
  •  পেয়ে যাবেন। এটাকে ইনস্টল করে এ্যাকটিভ করেন।
হয়ে গেলো। এভাবে না হলে ডাউনলোড করে নিতে পারেন গুগলে সার্চ করে, লিঙ্ক দেবার ঝামেলায় গেলাম না।
এখন মোবাইল দিয়ে আপনার সাইটে ঢুকে দেখেন বেশ একটা মোবাইল সাইটে ঢুকছেন। পোস্ট গুলো চেনা না হলে চিনতেই পারবেন না যে কোন সাইটে ঢুকলেন।
এবার পরের ধাপ। Php জানলে ভালো, না জানলে সুধু html দিয়েই হবে। এই বিদ্যেটুকু না থাকলে আপাতত এই অংশটুকু বাদ দিয়ে টিটি তে html লিখে সার্চ করে শেখা শুরু করেন।

যা করতে হবেঃ

  • আপনার হোস্টিং এর সি প্যানেল এ লগিন করেন।
  • ফাইল ম্যানেজার এ প্রবেশ করেন।
  • যে ফোল্ডারে লগিন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন , সেখানে যান।
  •  এখানে দেখেন wp-content ফোল্ডার আছে, ঢুকেন ভেতরে।
  • এখানে Themes ফোল্ডারে আপনার সাইটের যাবতীয় থিম গুলো থাকে বা রাখা হয়। অন্য গুলোতে হাত না দিয়ে Mobile_Pack_Base থিম টা এডিট করেন।

কি এডিট করবো ?

  • Html জানলে এটা তো জানেন body তে কিভাবে লোগো লাগানো যায়।
  •  head ফাইল টায় আপনার যা দরকার দিন।মেটা ডাটা গুলো ও।
  •  ফুটারে নিজের কপিরাইট লাগান।
  •  স্টাইল ফাইল টাও নিজের মত করে বানিয়ে নিতে পারেন।
আর… আর… আর কি দরকার ? হয়ে গেছে তো !!!!!
সেইম কাজ টা সি প্যানেল এ লগিন না করে ওয়ার্ডপ্রেস এর ড্যাসবোর্ড এর থিম এডিটর থেকেও করা যায়, বাট ভুল ভাল কোড দিয়ে পরে আপনি কানা হয়ে গেলে বলবেন শিমুল ভাই আমারে কি বুদ্ধি দিলো, আমার সাইট ই ডাউন।
এক মিনিট। লেখা শেষ হয় নাই।
Php আর ওয়ার্ডপ্রেস কোডেক্স সম্পর্কে ধারনা না থাকলে মোবাইল থিমের আর কিছুতে হাত দিয়েন না। আর মোবাইল পেইজ কেনো দরকার যেকোন সাইটের তা আমার কোন ক্লায়েন্ট কেই আমি বুঝাতে পারি নাই, আপনাকে বুঝানোর একটা চেষ্টা করি এক লাইনে। দেশের ৭০ ভাগ এর বেশি মানুষ এখনো মোবাইল ইন্টারনেট ব্যাবহার করেন।
অনেকেই বলেন, ভাই প্রিমিয়াম রিস্পন্সিভ থিম ইউজ করি। পেইজের ওয়াডথ তো বাড়ে কমে। সো মোবাইল দিয়েও দেখা যায় ঠিক ঠাক, কি দরকার এত ঝামেলা করার। সো তাদের বলি, ভাই, পেইজের চোখে দেখা সাইজ কমলেও পেইজের একচুয়াল ডাটা কতটা কমে আমার কোন ধারনা নাই, নিজে একবার চেষ্টা করবেন ৫০০ কিলোবাইটের একটা পেইজ মোবাইল দিয়ে লোড করতে।

ওয়েবসাইট সাইন্স [পর্ব ১] :: কেন একটা বাংলাদেশী সাইট ব্যার্থ হতে পারে।

হ্যালো বান্ধুরা
অনেক দিন পরে লিখতে বসলাম।

আজকে বাংলাদেশের ডেভেলপার/ডিজাইনার দের একটা কমন সমস্যা ও তার সমাধান নিয়ে লিখবো।
শুনতে খারাপ শোনালেও বলা যায়, অনেক টা ছাতার মত গজিয়ে উঠছে ওয়েবসাইট। হোক সেটা ই কমার্স,নিউজ পেপার বা ওয়ার্ডপ্রেস দিয়ে টিউটোরিয়াল ব্লগ। সাইট বানিয়ে, অনেক সুন্দর ডিজাইন দিয়ে, ভালো হোস্টিং ব্যাবহার করার পরেও সাইটে ভিজিটর নাই। কেনো নাই ?
আচ্ছা আজকে এটা নিয়েই আলাপ করি।
আমরা যারা ওয়েবসাইট বানাতে বসি ( wap না) তারা ব্যাবহার করি কম্পিউটার।আর এখানে বসেই ভুলে যাই দেশের বেশীর ভাগ মানুষ ইন্টারনেট এর জন্য এখনো মোবাইল ডিভাইস গুলো ব্যাবহার করেন। তাদের জন্য আপনার সাইট এক অর্থে সময় আর মেগাবাইট অপচয় করা ছারা আর কি হতে পারে ?
মোবাইল ডিভাইস গুলো সম্পর্কে একটু ধারনা দেই। এগুলোর স্ক্রিন ওয়াডথ (width) হয় ২০০ – ৩৫০ px ।তার ডিভাইসের সাথে কি আপনার ওয়েবপেইজ গুলো মানানসই ? বাংলাদেশী সাইট গুলোর ক্ষেত্রে বেশিরভাগ এর উত্তর হবে “ না “ । পরের ব্যাপার হলো পেইজের সাইজ। একটা ডেক্সটপ ওয়েবপেইজের সাইজ ৫০০ kb হলে কোন ব্যাপার ই মনে হবে না, কিন্তু চিন্তা করেন মোবাইল দিয়ে ৫০০ কিলোবাইট লোড হতে হতে কতজন পরের বার আপনার সাইটে ফিরে আসবেন ? আরো বড় কথা মোবাইল দিয়ে জাভাস্ক্রিপ্ট , css এর কতটুকু লোড করা সম্ভব ?
তো এই বিশাল মোবাইল ট্রাফিক কে আপনার সাইট থেকে দূরে রাখবেন ? না, মোবাইল ব্যবহার কারীরাই অনেক সাইটের প্রান। তো আপনার সাইটেও তাদের দরকার। তাদের কিভাবে ধরে রাখা যায় ?
উত্তরঃ খুব সহজ। যারা ওয়ার্ডপ্রেস ব্যাবহার করেন তারা তো সিম্পল wordpress mobile pack ইনস্টল করে নিলেই পারেন। অনেকে করেন ও, কিন্তু এটার ও লুক চেঞ্জ করা যায় তা অনেকেই ভুলে যান।(এটা কিভাবে কাস্টমাইজ করবেন পরের পোস্ট এ লিখবো । )
Mybb এর মত ফোরাম cms এর জন্য বেশ সুন্দর মোবাইল প্লাগিন পাওয়া যায়, খুজলেই পাবেন।
আমি বলবো যেগুলো সাইট এর একটাও ব্যাবহার করে না, তারা আমার মতে একটা সোজা কাজ করে নিলেই পারেন । আলাদা একটা সাবডোমেইন করে তাতে মোবাইলের আলাদা সাইট বানান। http://www.Mysite.com এর মোবাইল সাবডোমেইন হতে পারে m.Mysite.com । এখন মোবাইল ইউজার দের অটো মোবাইল পেইজে নিয়ে যেতে পারেন ( পরের লিখবো এ নিয়ে ) অথবা সাইটের ঊপরে বা নিচে একটা লিঙ্ক করে দিতে পারেন যে “ Mobile Users click Here “ ।
মোবাইল সাইটে আপনার সাইটের যে দিক গুলো ইউজার রা মোবাইল থেকে ব্যাবহার করতে পারবেন সেগুলো খুব সিম্পল html ব্যাবহার করে শো করে রাখেন, স্টাইলিং হবে সিম্পল।

মোবাইল সাইট এর ক্ষেত্রে আমি যেগুলো বলিঃ

  •  এক পেইজে ৩ টার বেশী কালার নয়।
  •  পেইজের সব কিছু Align ট্যাগ দিয়ে বাম পাশে রাখুন। আমি আবার বললাম সবকিছু ।
  •  কোন জাভাস্ক্রিপ্ট নয়।
  •  মনে রাখবেন, সেইম সার্ভিস এর দুটা সাইটের যেটির লোডিং স্পিড ফাস্ট, সেটি শতকরা ৮০ ভাগ ভিজিটর পছন্দ করেন।

এখন এক নজরে দেখে নেন কয়টা দিক।

  • সাইট কমপ্লিট না করে কাউকে বলবেন না ভিজিট করতে, কেননা নতুন সাইটে কিছুই থাকে না যা কাউকে পরের বার আনতে পারবে।
  • ডিজাইন অনেক ক্ষেত্রে কোন ম্যাটার ই না। মনে রাখবেন ব্লগ সাইট গুলো সার্চ ইঞ্জিন থেকেই ট্রাফিক পায় , যারা সার্চ করেন তারা তথ্য পাইতে আসেন, আপনার ডিজাইন দেখতে না।
  • পেইজে যত কম পারেন, আমার মতে পারলে কোন জাভাস্ক্রিপ্ট , বা ফ্ল্যাস ব্যাবহার না করাই ভালো। এগুলো অনেক স্লো করে দেয় পেইজ লোডিং টাইম।
  • ওয়ার্ডপ্রেস বা ব্লগারের সাইট গুলোতে যত কম পারা যায় প্লাগিন বা উইগেট ব্যাবহার করেন।
  • Seo নিয়ে পড়ে লিখবো। সুধু বলে রাখি, সম্পুর্ন না জ়েনে অফ পেইজ Seo তে হাত না দেয়াই ভালো।

বাংলাদেশের দশ মডেলের সেক্স স্ক্যান্ডাল

ঢাকা, ডিসেম্বর ০৩: সেলিব্রেটিদের বিভিন্ন ভিডিও স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায় হরহামেশাই। এমন স্ক্যান্ডাল হলিউড-বলিউড-ঢালিউড সর্বত্রই চলেছে, চলছে। চেপে রাখতে চাইলেও এ থেকে রেহাই পাচ্ছেন না তারকারা। বাংলাদেশের মডেল অভিনেত্রী গায়িকা সেলিব্রিটিরাও এই অস্ত্রে ঘায়েল হয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে তারকারা ‘পাপ’ না করেও অপপ্রচারের বলি হয়েছেন, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তারকরারা সেই অনৈতিক কাজটি সঙ্গোপনে করেও ফেলেছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন জনপ্রিয় মডেল অভিনেত্রী-গায়িকা ভিডিও স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন। একের পর এক প্রকাশ হওয়া এসব ভিডিও স্ক্যান্ডালের কারণে পুরো মিডিয়া অঙ্গনেই তুমুল সমালোচনার ঝড় বয়ে যায়। আর এই ঝড় তাদের ক্যারিয়ারের জন্য হয়ে উঠে অশনি সংকেত। তারা পথ হারিয়ে ফেলেন, ঝরে পড়েন। অথচ মেধাবী এই তারকাদের দর্শকদেরকে দেয়ার ছিল অনেক কিছুই। এই প্রতিবেদনের লক্ষ্য তারকাদের এমন স্খলন থেকে সচেতন করা। এমন-ই ১০ আলোচিত-সমালোচিত ভিডিও স্ক্যান্ডাল নিয়ে শেয়ারনিউজ পাঠকদের জন্য এ প্রতিবেদন: প্রভা সময়টা ২০১০ সাল। জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তখন দেশের শীর্ষ মডেল ও অভিনেত্রী। ঠিক সেই সময়েই তার একটি ভিডিও ফুটেজ বাজারে ছাড়েন তার সেই সময়ের হবু বর রাজীব। মুহুর্তেই তা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। রাজীব এবং প্রভার বিয়ে পারিবারিকভাবেই চুড়ান্ত হয়েছিলো। সব ঠিকঠাক এগুচ্ছিলোও। তাই অনেকটা দাম্পত্য জীবনের মতোই ছিলো তাদের সম্পর্ক। কিন্তু এর মাঝে অভিনেতা অপূর্বর সাথে প্রভার মনদেয়া নেয়া হলে প্রভা পালিয়ে অপূর্বকে বিয়ে করে বসেন। এরপরই প্রতিহিংসার বশে রাজীব তার হবু স্ত্রী প্রভার একান্ত সময়ের কিছু ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেন। প্রভার পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছিল। এ নিয়ে তুমুল বির্তকে জড়িয়ে পড়েন প্রভা। অপূর্বর সাথেও সংসার ভেঙ্গে যায়। ক্যারিয়ারে ধস নামে। দীর্ঘ ২ বছর মিডিয়া থেকে আড়ালে ছিলেন তিনি। চৈতি প্রভার আপত্তিকর ভিডিও চিত্র প্রকাশ হওয়ার রেশ কাটতে না কাটতেই পরের বছরই মডেল ও উপস্থাপিকা চৈতির একটি আপত্তিকর ভিডিও প্রকাশ হয়। নির্মাতা এনামুল কবির নির্ঝরের সাথে এই ভিডিওতে আপত্তিকর অবস্থায় দেখা যায় চৈতিকে। ভিডিওটি মোবাইলে ধারণ করা হয়েছিলো। এই আপত্তিকর ভিডিও চিত্রটি প্রকাশের পরপরই তুমুল সমালোচনার মধ্যে পড়েন চৈতি। এ ঘটনা মিডিয়া অঙ্গনসহ সাধারণ মহলেও বিষয়টি নিয়ে কড়া সমালোচনার সৃষ্টি হয়। এরপর অনেক দিন মিডিয়ায় দেখা যায়নি এই তারকাকে। মিলা জনপ্রিয় পপ শিল্পী মিলা’র ক্যারিয়ার শুরু হয় গানের মাধ্যমেই। পরে অবশ্য বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেলিং করেন এই পপ তারকা। কিন্তু ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই তার নাম চলে আসে ভিডিও স্ক্যান্ডালের তালিকায়। ইন্টারনেটে ‘মিলা’ নামে একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। ৩৩ সেকেন্ডের ঐ ভিডিওটিতে মাতাল অবস্থায় থাকা তরুনীর চিত্র রয়েছে। এ ঘটনার কয়েকমাস পর মিলা এ বিষয়ে মুখ খোলেন। তিনি দাবি করেন, প্রকাশিত ভিডিও চিত্রের মেয়েটি তিনি নন। এটি আসলেই মিলা কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। তবে স্ক্যান্ডাল থেকে রক্ষা পাননি তিনি। তিন্নি ভিডিও স্ক্যান্ডালের সাথে জড়িয়ে পরে বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেতা তিন্নি-হিল্লোল জুটি। একটি হোটেল কক্ষে তরুন-তরুনীর অন্তরঙ্গ মুহুর্তে ধারণকৃত একটি ভিডিও ফুটেজ দুজনের নামে ছেড়ে দেয়া হয় বাজারে। ভিডিওটির পাত্র-পাত্রী হিসেবে চলে আসে এ জুটির নাম। এই ভিডিওটির সত্যতা মেলেনি। কিন্তু সমালোচনার হাত থেকে রেহাই মেলেনি তুখোড় এই তারকা-জুটির। তিন্নিকে এখন শোবিজে দেখা যায় না বললেই চলে। শখ জনপ্রিয় মডেল আনিকা কবির শখের নামে একটি ভিডিও ফুটেজ বেশ আলোড়ন সৃষ্টি করে ২০১১ সালের মাঝামাঝিতে। ভিওিও ক্লিপটি প্রকাশ হওয়ার সাথে সাথেই এটি নানাভাবে ছড়িয়ে পরে সবর্ত্র। ভিডিওতে বিবসনা নারীটি আসলেই শখ কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে ফুটেজ ছড়িয়ে পড়ার পর শখের ক্যারিয়ার ইমেজে দর্শকদের নেতিবাচক বার্তা পৌছায়। মীম লাক্স সুপারস্টার জনপ্রিয় মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মীম বেশ ক্লিন ইমেজ নিয়েই মিডিয়ায় ছিলেন। কিন্তু এতে বাঁধা হয়ে উঠে একটি আপত্তিকর ভিডিও ফুটেজ। গত বছর এক বিদেশি ক্রিকেটারের সাথে আপত্তিকর দৃশ্যের এ ফুটেজ প্রকাশ হয়। এনিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। তবে এটা আসলেই তারকা বিদ্যা সিনহা মিম কিনা তা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেন। নোভা মডেল অভিনেত্রী নোভার নামও জড়িয়ে পরে ভিডিও স্ক্যান্ডালে। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে একটি ভিডিও ফুটেজ বির্তকে ফেলে দেয় এই তারকাকে। ২০১০ সালে তার নামে একটি অর্ধ বিবসনা ফুটেজ ছড়িয়ে পরে। যা এ তারকাকে স্ক্যান্ডালের তালিকায় ফেলে দেয়। যদিও ফুটেজটির মেয়েটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সারিকা ভিডিও স্ক্যান্ডালের ফাঁদে পড়তে হয়েছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকাকেও। ইন্টারনেটে বেশ কয়েকটি ওয়েব সাইটে সারিকার নামে একটি পর্ণো ভিডিও ছড়িয়ে দেয়া হয়। এই ভিডিও চিত্রটিও সেলফোন, মনিটরে ঘুরে ঘুরে সমালোচনার জন্ম দিয়েছে। তবে প্রকাশিত ভিডিওর নারী চরিত্রটি সারিকা নয় বলে তার ঘনিষ্ঠজনরা দাবি করেছেন। পরশী বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পরশীও রেহাই পায়নি এই সাইবার ক্রাইম থেকে। ভিডিও স্ক্যান্ডালের শিকার হতে হয়েছে তাকেও। পরশীর নাম ব্যবহার করে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। যদিও ভিডিওর মেয়েটির পরিচয় জানা যায়নি। বিন্দু নাট্যকার ও সাংবাদিক অরুন চৌধুরীকে জড়িয়ে একটি ভিডিও স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে। আর এর সাথে যুক্ত হয় জনপ্রিয় তারকা বিন্দুর নাম। একটি অফিস কক্ষে গোপন ক্যামেরায় ধারনকৃত এই ভিডিওতে কথিত অরুন চৌধুরীর সাথে যে নারীটিকে দেখা গেছে সেই নারীটি মডেল বিন্দু বলে বিভিন্ন যায়গায় প্রচার হয়। এটিকে বিন্দুর বিরুদ্ধে অপপ্রচার বলেও দাবি করেন তার নিকটজনরা। সূত্র:প্রাইমনিউজবিডি। - See more at: http://sharenews24.com/index.php?page=details&nc=49&news_id=34112#sthash.u6xKyXZ8.dpuf

Thursday, July 3, 2014

গুগলি ADSENCE এর বিকল্প হিসাবে আয করুন BIDVERTISER থেকে।

গুগলি ADSENCE এর বিকল্প হিসাবে আয করুন BIDVERTISER থেকে।
অনেকের মতে এটি নাকি গুগল ADSENCE এর বিকল্প। সুনিস্চিত পেআইট করা যায।
তবে এটির আরোও কযেকটি বিশেস সুবিধা হল এটিতে রেজিষ্টার করলে এই সাইটে আপনি আপনার নিজের ADD. দিতে পারবেন। রেফার করতে পারবেন।
রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন=> REGISTER NOW FOR EARN
@আরোও বিস্তারিত জানতে হলে সাইটি ভিজিট করুন।
ধন্যবাদ।

Tuesday, July 1, 2014

Facebook সহ সব সাইট থেকে কম্পিউটারে video Download, মাত্র ১.৩৪ মিনিটে!!!

How to download facebook videos to computer easily without any software
আমরা অনেক সময় Fackbook থেকে video download করতে চাই, কিন্তু পারি না। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। না না রকম process aply করি, কেউ সফল হই আবার কেউ হই না।
অনেকে আবার software use করি, কিন্তু তাতেও লাভ হয় না।
কেউ কাজ করে আবার কেউ করে না।
এই পদ্ধতিতে তে যে কোন সাইট থেকে ভিডিও download করা যাবে।
DOWNLOAD VIDEOS FROM:
Download web videos from YouTube, Dailymotion, Google Videos, Facebook, Metacafe, MySpace Video, Break.com, Blip.tv, MyVideo.de, Spike, vimeo.com, YourFileHost, zippyvideos.com, yikers.com, revver.com, kontraband.com, collegehumor.com, blastro.com and all the other popular of flash videos sites.
You can download videos in popular formats.
কিভাবে হবে ডাউনলোড?
মাত্র ১.৩৪ মিনিটের ভিডিও টি দেখে নিন।
https://www.youtube.com/watch?v=Px5nQhD_p-c

ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম।
আজ আপনাদের জন্য নিয়ে এলাম শত শত ইসলামিক বই।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

১ম বই-বইঃ হাদীসের নামে জালিয়াতি – প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা

লিখেছেনঃ ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর

{পি-এইচ. ডি. (রিয়াদ), এম. এ. (রিয়াদ), এম.এম. (ঢাকা)
অধ্যাপক, আল-হাদীস বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া}
সংক্ষিপ্ত বর্ণনাঃকুরআন কারীমের পরে রাসূলুলাহ (সাঃ)-এর হাদীস ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস ও ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় ভিত্তি। মুমিনের জীবন আবর্তিত হয় রাসূলুলাহ (সাঃ)-এর হাদীসকে কেন্দ্র করে। হাদীস ছাড়া কুরাআন বুঝা ও বাস্তাবায়ন করাও সম্ভব নয়। হাদীসের প্রতি এই স্বভাবজাত ভালবাসা ও নির্ভরতার সুযোগে অনেক জালিয়াত বিভিন প্রকারের বানোয়াট কথা ‘হাদীস’ নামে সমাজে প্রচার করেছে। সকল যুগে আলিমগণ এসকল জাল ও বানোয়াট কথা নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত করে মুসলমানদেরকে সচেতন করেছেন।
আমাদের দেশে যুগ যুগ ধরে হাদীসের পঠন, পাঠন ও চর্চা থাকলেও সহীহ, যয়ীফ ও বানোয়াট হাদীসের বাছাইয়ের বিষয়ে বিশেষ অবহেলা পরিলক্ষিত হয়। যুগ যুগ ধরে অগণিত বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা কথা হাদীস নামে আমাদের সমাজে প্রচারিত হয়েছে ও হচ্ছে। এতে আমরা রাসূলুলাহ (সাঃ)-এর নামে মিথ্যা বলার কঠিন পাপের মধ্যে নিপতিত হচ্ছি। এছাড়াও দুইভাবে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। প্রথমত, এ সকল বানোয়াট হাদীস আমাদেরকে সহীহ হাদীসের শিক্ষা, চর্চা ও আমল থেকে বিরত রাখছে। দ্বিতীয়ত, এগুলির উপর আমল করে আমরা আলাহর কাছে পু-রস্কারের বদলে শাস্তি পাওনা করে নিচ্ছি।
এই পুস্তকের প্রথম পর্বে হাদীসের পরিচয়, হাদীসের নামে মিথ্যার বিধান, ইতিহাস, হাদীসের নির্ভুলতা নির্ণয়ে সাহাবীগণ ও পরবর্তী মুহাদ্দিসগণের নিরীক্ষা পদ্ধতি, নিরীক্ষার ফলাফল, মিথ্যার প্রকারভেদ, মিথ্যাবাদী রাবীগণের শ্রেণীভাগ, জাল হাদীস নির্ধারণের পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আশা করি এই আলোচনা পাঠকের মনের দ্বিধা ও অস্পষ্টতা দূর করবে এবং হাদীসের নির্ভুলতা রক্ষায় মুসলিম উম্মাহর অলৌকিক বৈশিষ্ট্য পাঠকের কাছে স্পষ্ট হবে।
দ্বিতীয় পর্বে আমাদের সমাজে প্রচলিত বিভিনড়ব ভিত্তিহীন, বানোয়াট ও জাল হাদীসের বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে। উল্লেখ্য যে, জাল হাদীসের বিষয়ে লেখকের মূলত নিজের কোনো মতামত উলেখ করা হয়নি। দ্বিতীয় হিজরীর তাবেয়ী ও তাবে- তাবেয়ী ইমামগণ থেকে শুরু করে পরবর্তী যুগের অগণিত মুহাদ্দিস রাসূলুলাহ (সাঃ)-এর নামে প্রচারিত সকল হাদীস সংকলন করে, গভীর নিরীক্ষা ও যাচাইয়ের মাধ্যমে সে সকল হাদীস ও রাবীদের বিষয়ে যে সকল মতামত প্রদান করেছেন লেখক মূলত সেগুলির উপরেই নির্ভর করেছেন এবং তাঁদের মতামতই উল্লেখ্য করা হয়েছে।
পাঠকদের কম্পিউটারে পড়ার সুবিধার্থে বইটিতে Interactive Link অ্যাড করেছে কুরআনের আলো টিম। মানে আপনি যখন সূচীপত্র থেকে কোন বিষয় পড়তে চাবেন, তখন আপনাকে কষ্ট করে বিষয়টা খুঁজতে হবে না। আপনি সুধু বিষয়টির উপর ক্লিক করলেই, আপনাকে সেই বিষয়টি তাৎক্ষণিক দেখাবে। আবার বইটির উপরে Contents এ ক্লিক করলে, আপনাকে সূচীপত্রে ফিরিয়ে নিয়ে যাবে।
Hadith quranicsite.blogspot 211x300 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!
ডাউনলোড করুন_এইখান থেকে

আরও কিছু অসাধারন বই।অন্যান্য সাইট থেকে সংগৃহীত।আপনাদের জন্য।

bengal 021 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 043 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!
    DOWNLOAD                               DOWNLOAD
bengal 033 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 026 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!
    DOWNLOAD                             DOWNLOAD
bengal 013 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 001 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! 
        DOWNLOAD                         DOWNLOAD 
bengal 005 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 027 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!
        DOWNLOAD                         DOWNLOAD 
bengal 039 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 042 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!
        DOWNLOAD                         DOWNLOAD
bengal 054 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 044 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!
          DOWNLOAD                         DOWNLOAD
bengal 067 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 060 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!
DOWNLOAD                         DOWNLOAD
bengal 061 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 064 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 029 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 056 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 038 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 019 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 065 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!       bengal 041 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 048 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 035 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 002 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 004 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 047 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 049 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!  DOWNLOAD                         DOWNLOAD
bengal 055 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 015 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 009 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 010 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 023 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 025 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 030 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 035 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 058 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 057 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 018 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 007 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 022 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 037 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                         DOWNLOAD
bengal 020 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!         bengal 024 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                            DOWNLOAD
bengal 006 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 032 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                            DOWNLOAD
bengal 040 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 036 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                            DOWNLOAD
bengal 062 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 063 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                            DOWNLOAD
bengal 016 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 017 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                            DOWNLOAD
bengal 045 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 066 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                            DOWNLOAD
bengal 034 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 051 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                            DOWNLOAD
bengal 008 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 014 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                            DOWNLOAD
bengal 028 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 046 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD                            DOWNLOAD
bengal 053 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!        bengal 011 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!!   DOWNLOAD                            DOWNLOAD
bengal 003 1 ডাউনলোড করুন অনেক অনেক ইসলামিক বই!!ইনশাআল্লাহ্‌ ভাল লাগবে আপনার!! DOWNLOAD