বেশিরভাগ ক্ষেত্রে সিএমএস পছন্দ করার ক্ষেত্রে আমরা জুমলা এবং
ওয়ার্ডপ্রেসকে প্রাধান্য দিয়ে থাকি। দ্রুপাল এর ব্যবহার একটু কমই দেখা
যায় বাংলাদেশে। তবে জুমলা এবং ওয়ার্ডপ্রেস এর চাইতে দ্রুপাল কিছু কিছু
ক্ষেত্রে বেশ সুবিধাজনক। বিভিন্ন দেশের ওয়েব প্রোফেশনালরা দ্রুপাল এর বেশ
ব্যবহার করে থাকেন।

দ্রুপাল যেটি দ্রুপাল কোর নামেও পরিচিত, অন্যান্য সাধারন সিএমএস গুলোর সকল সুবিধাই এতে বিধ্যমান। এটি GNU General Public License এর অধীনে পিএইচপিতে করা একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
দ্রুপাল যেভাবে কাজ করে

দ্রুপালে যেকোন তথ্য পরিবেশন করতে হলে সেটিকে আগে ইনপুট দিতে হয়। তথ্য সংগ্রহ এবং সন্নিবেশন করার জন্য প্রাথমিক ভাবে নোড গুলোর ব্যবহার হয়। মডিউল হলো তথ্য পরিবেশনার পদ্ধতি। আপনি চাইলে সাধারণ পোস্টের আকারেও দেখাতে পারেন আবার গ্যালারী আকারেও দেখাতে পারেন। জুমলা ব্যবহার কারীদের জন্য বলছি, এই মডিউল জুমলার মডিউলের মত না। নামের সাথে সাথে কাজটাও একটু আলাদা। তৃতীয় লেয়ারে আছে ব্লক এবং মেনু। মডিউল জেনারেটেড আউটপুট ডিসপ্লে করার জন্য ব্লক ব্যবহার করা হয়।
দ্রুপালের ভিত্তি বা কোর মডিউলগুলো
দ্রুপাল কোরে কিছু অপশনাল মডিউল থাকে যেগুলো এডমিন প্যানেল থেকে সক্রিয় করা যায়। দ্রুপাল কোর এ যে ফিচারগুলো রয়েছেঃ
বর্তমানে দ্রুপাল কোর এর ভার্শন ৭ এবং এটির ডাউনলোড ও বিভিন্ন থিম এর ডাউনলোড লিংক নিচে দেয়া হলো।
দ্রুপাল ডাউনলোডঃ http://drupal.org/download
দ্রুপাল থিম ডাউনলোডঃ http://drupal.org/project/themes
মডিউল ডাউনলোডঃ http://drupal.org/project/modules
ব্যক্তিগত ব্লগ থেকে শুরু করে বিভিন্ন করপোরেট, রাজনৈতিক সাইট তৈরিতে দ্রুপাল ব্যবহৃত হয়। আসুন আমরাও এটি চেস্টা করে দেখি। আশা করি আপনাদের ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ।

দ্রুপাল যেটি দ্রুপাল কোর নামেও পরিচিত, অন্যান্য সাধারন সিএমএস গুলোর সকল সুবিধাই এতে বিধ্যমান। এটি GNU General Public License এর অধীনে পিএইচপিতে করা একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
দ্রুপাল যেভাবে কাজ করে

দ্রুপালে যেকোন তথ্য পরিবেশন করতে হলে সেটিকে আগে ইনপুট দিতে হয়। তথ্য সংগ্রহ এবং সন্নিবেশন করার জন্য প্রাথমিক ভাবে নোড গুলোর ব্যবহার হয়। মডিউল হলো তথ্য পরিবেশনার পদ্ধতি। আপনি চাইলে সাধারণ পোস্টের আকারেও দেখাতে পারেন আবার গ্যালারী আকারেও দেখাতে পারেন। জুমলা ব্যবহার কারীদের জন্য বলছি, এই মডিউল জুমলার মডিউলের মত না। নামের সাথে সাথে কাজটাও একটু আলাদা। তৃতীয় লেয়ারে আছে ব্লক এবং মেনু। মডিউল জেনারেটেড আউটপুট ডিসপ্লে করার জন্য ব্লক ব্যবহার করা হয়।
দ্রুপালের ভিত্তি বা কোর মডিউলগুলো
দ্রুপাল কোরে কিছু অপশনাল মডিউল থাকে যেগুলো এডমিন প্যানেল থেকে সক্রিয় করা যায়। দ্রুপাল কোর এ যে ফিচারগুলো রয়েছেঃ
- পরিসংখ্যান এবং লগইন
- উন্নতমানের সার্চ
- ব্লগ, ফোরাম, এবং পোল
- সাইট ক্যাশিং
- বিস্তারিত ইউআরএল
- একাধিক স্তরের মেনু সিস্টেম
- একাধিক সাইট সাপোর্ট
- একাধিক ব্যবহারকারীর তথ্য
- উন্মুক্ত আইডি সাপোর্ট
- আরএসএস ফীড
- নিরাপত্তা নোটিফিকেশন
- ব্যবহারকারীর প্রোফাইল
- বিভিন্ন ধরনের একসেস কন্ট্রোল (ব্যবহারকারীর পদবী, আইপি, ইমেইল)
- বিভিন্ন ধরনের কাজের টুলস
দ্রুপাল ডাউনলোডঃ http://drupal.org/download
দ্রুপাল থিম ডাউনলোডঃ http://drupal.org/project/themes
মডিউল ডাউনলোডঃ http://drupal.org/project/modules
ব্যক্তিগত ব্লগ থেকে শুরু করে বিভিন্ন করপোরেট, রাজনৈতিক সাইট তৈরিতে দ্রুপাল ব্যবহৃত হয়। আসুন আমরাও এটি চেস্টা করে দেখি। আশা করি আপনাদের ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ।
No comments:
Post a Comment