Thursday, September 4, 2014

চরম একটা সফটওয়্যার একদম ফ্রী (না দেকলে পুরাই মিস করবেন)

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকে আমি আপনাদের সাথে যেই সফটওয়্যারটি নিয়ে এসেছি তার নাম হল  FastStone Capture. এই সফটওয়্যারটি অনেক কাজে ব্যবহার হয়ে থাকে. ধরুন আপনার ইচ্ছা হল আপনি নিজে একটা ভিডিও তৈরি করবেন তখন আপনি এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন.এই সফটওয়্যার এর মাধ্যমে তৈরিকৄত ভিডিও অনেক কোয়ালিটিফুল হয়ে থাকে. আবার আপনার যদি ইচ্ছা করে আপনার ডেস্কটপের ছবি তুলতে তাহলে আপনি খুব সহজে এই সফটওয়ারের মাধ্যমে ছবি তুলতে পারবেন। আমি আমার ডেস্কটপ এর ছবি তুলে আপনাদের উদারণ দিলাম। আসলে ভিডিও উদারণটা দিলাম না শুধু ছবির উদারণ দিলাম কারন ভিডিও করার সময় এখন আমার নাই তাই সবাই আমাকে ক্ষমা করবেন।


এই সফটওয়্যার এর দাম মাত্র  $19 . চিন্তা করবেন না এই সফটওয়্যারটি আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না , কারন আমি আপনাকে একদম ফ্রীতে দিচ্ছি, আর সাথে দিব  কী যা দিয়ে আপনি এই সফটওয়্যারটি সারাজীবন ফ্রী ব্যবহার করতে পারবেন.

Download :-  Mediafire Link

             Key :- Mediafire Link

No comments:

Post a Comment