কিছু কথাঃ
যারাই কিনা সি/সি++ নিয়ে বেশকিছুদিন নাড়াচাড়া করছেন, তারা প্রায় সবাই সি এর একটা দারুন জিনিস স্ট্রাকচার-এর সাথে পরিচিত, আর, আরেকটু অ্যাডভান্সডরা তো মনে হয় অলরেডি সি++ এর ক্লাস নামের জিনিসটা মোয়া বানিয়ে ফেলেছে।সি একটা ফাটাফাটি ল্যাঙ্গুয়েজ আর সি++ এর কথা তো বলাই বাহুল্য। যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবাতাস পেয়েছেন তারা এটা আরো ভাল করে জানেন। আমরা জানি, সি++ এ কিছু প্রিমিটিভ ডাটা টাইপ ডিফাইন করা আছে, যাদের উপরে আমরা খুব সহজেই বিভিন্ন অপারেশন চালাতে পারি, কিন্তু মাঝে মাঝে এই রকমের ডাটা টাইপের ব্যবহার আমাদের কে ঝামেলায় ফেলতে পারে। যেমন, মনে করা যাক আমাকে একটা 2D গ্রিডের কিছু পয়েন্ট স্টোর করতে হবে। শুধু int টাইপের অ্যারে দিয়ে এটা মেইনটেইন করাটা বেশ মুশকিলের ব্যাপার। কিন্তু যদি এরকম একটা ডাটা টাইপ থাকতো ‘point’ নামে, যা কিনা (x, y) আকারে কো-অর্ডিনেট রাখতে পারতো!!! সি এ সেই ব্যাবস্থা করেই দেয়া আছে, যেন প্রোগ্রামাররা চাইলেই ইচ্ছা মতো ডাটা টাইপ বানিয়ে নিতে পারেন, আর সি++ এটাকে আরেক ডিগ্রি এগিয়ে নিয়ে গেছে। এখানে প্রোগ্রামার চাইলে তার বানানো ডাটা টাইপের আচার আচরণও বলে দিতে পারেন।
কিন্তু, প্রশ্ন হল, এটা কন্টেস্ট প্রোগ্রামিং এর জন্য কতটা সুইটেবল?
পেয়ার কি?
কন্টেস্ট প্রোগ্রামিং-এ সাধারনতঃ খুব কমপ্লেক্স ডাটা টাইপ বানাতে হয় না। সেখানে বেশি প্রয়োজন খুব দ্রুত আর নির্ভুল কোডিং। যেমন, প্রায়ই দেখা যায়, একটা গ্রাফের এজ গুলো স্টোর করতে হবে, বা জিয়োমেট্রির প্রবলেমের জন্য কো-অর্ডিনেট নিয়ে কাজ করতে হবে, কখনো বা দেখা যায় কিছু স্ট্রিং-এর জন্য কিছু নাম্বার দিতে হবে, অথবা একগাদা ডাটা বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে সর্ট বা সার্চ করতে হবে। সাধরনতঃ এসব ক্ষেত্রে প্রোগ্রামার যদি নিজে থেকে ডাটাটাইপ বানাতে যায়, কোন সন্দেহ নাই তাতে তার মূল্যবান কিছু সময় নষ্ট হবে। যেমন, নিচের প্রবলেমটা দেখিঃআমাকে একগাদা 2D পয়েন্ট থাকবে, আমাকে সেগুলা সর্ট করতে হবে। এখন, আমি চাইলেই একটা স্ট্রাকচার বানাতে পারিঃ
struct
point {
int
x, y; }
P[128];
std::pair জিনিশটা তেমন কিছুই না, জাস্ট দুইটা ভ্যালু কে একসাথে করে রাখে, যেখানে ভ্যালু দুইটা যে কোন টাইপের হতে পারে, ডিফারেন্ট টাইপেরও হতে পারে। পেয়ার ক্লাসটা ডিফাইন করা থাকে std <utility> নামের হেডারে।
#include <utility>
using
namespace
std;
template
<
class
T1,
class
T2>
struct
pair
{
T1 first;
T2 second;
pair(): first(T1()), second(T2()) {}
pair(
const
T1 &x,
const
T2 &y): first(x), second(y) {}
template
<
class
U,
class
V> pair(
const
pair<U, V> &p): first(p.first), second(p.second) {}
};
pair এর সুবিধা হল, এটা টেমপ্লেট টাইপ, তাই STL algorithm এর ফাংশন গুলার জন্য সাধারনতঃ pair অবজেক্ট গুলার আলাদা করে কোন পরিচয় দেওয়ার দরকার পড়ে না। যেমন আগের প্রবলেমে জাস্ট sort() কল দিলেই চলে, সে অটমেটিক প্রথমে পেয়ারের প্রথম মেম্বার, তার পর ২য় টা, তার পর ৩য় টা, এভাবে বাকি গুলা কম্পেয়ার করে দেখবে। প্রোগ্রামারকে এর জন্য কিছুই বলতে হবে না।
কিভাবে ব্যবহার করে?
pair নিয়ে কাজ করতে চাইলে <utility> হেডার ইনক্লুড করা উচিৎ, অবশ্য যে কোন STL হেডার ইনক্লুড করলেই pair ব্যবহারের সুবিধা পাওয়া যায়। আর pair টাইপের অবজেক্ট সহজে ক্রিয়েট করার জন্য <utility> হেডারের make_pair() ফাংশন ব্যবহার করা যায়। আর pair-এর ১ম আর ২য় এলিমেন্টকে যথাক্রমে .first আর .second মেম্বার দিয়ে অ্যাক্সেস করা যায়। নিচে একটা উদাহরন দেখানো হলঃ#include <iostream>
#include <string>
#include <utility>
using
namespace
std;
int
main() {
// simple constructions
pair<
int
,
int
> px, py;
pair<
int
,
int
> p1(23, 43);
pair<
int
,
int
> p2 = pair<
int
,
int
>(234, 534);
px = p1;
py.first = p2.first * px.second, py.second =
p2.second * px.first;
cout <<
"py: ("
<< py.first <<
", "
<<
py.second <<
")\n"
;
// bit more complex
pair< pair<
int
,
int
>, pair<
int
,
int
> > p3;
p3 = pair< pair<
int
,
int
>, pair<
int
,
int
> > (px, py);
cout <<
"p3:
(("
;
cout << p3.first.first <<
", "
<< p3.first.second <<
"), ("
;
cout << p3.second.first <<
", "
<< p3.second.second <<
"))\n"
;
// using make_pair()
pair<
double
, pair<
string,
int
> > p4;
p4 = make_pair(3.14159,
make_pair(
"pi"
, 5) );
cout <<
"this is "
<< p4.second.first <<
", value: "
<< p4.first;
cout <<
" precision: "
<< p4.second.second <<
"
digits\n"
;
return
0;
}
#include <iostream>
using
namespace
std;
#define pii pair< int, int >
#define ppi pair< pii, int >
#define ff first
#define ss second
int
main() {
ppi p1;
pii p2;
cin >> p2.ff >> p2.ss;
p1 = ppi( p2, p2.ss * p2.ff );
cout <<
"entry: "
<< p1.ff.ff <<
", "
<<
p1.ff.ss << endl;
cout <<
"product: "
<< p1.ss << endl;
return
0;
}
#include <queue>
using
namespace
std;
#define pii pair< int, int >
#define edge pair< int, pii >
// edge.first is weight, edge.second is a pair indicating
endpoints
queue< pii > Q;
priority_queue< edge, vector< edge >, greater< edge >
> PQ;
No comments:
Post a Comment