ট্যাগ হল এইচটিএমএল-এর প্রাণ যার মাধ্যমে এইচটিএমএল কোড লেখা হয়। প্রতিটি ট্যাগ শুরু হয় বাম (<)এঙ্গেল ব্রাকেট দিয়ে ,এরপর একটা কীওয়ার্ড এবং শেষ হয় ডান এঙ্গেল (> ) ব্রাকেট দিয়ে।যেমনঃ <html>,<head>,<body> হল এক একটা ট্যাগ। প্রতিটা ট্যাগ আলাদা আলাদা অর্থ বহন করে অর্থাৎ প্রতিটা ট্যাগের কাজ আলাদা এবং এরা Case Sensitive নয় , তবে Small Letter- এ লেখা ভাল। ট্যাগ লেখার একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল যে ট্যাগ দিয়ে শুরু হয় সেই ট্যাগ দিয়েই শেষ করতে হবে শুধু শেষ কীওয়ার্ড –এর পূর্বে এর আগে একটা শ্লাস (/) দিতে হবে। যেমন- ব্যাসিক কাঠামোতে আমরা দেখেছি যে, হেড সেকশান শুরু হয়েছে <head> ট্যাগ দিয়ে আর শেষ হয়েছে </head> ট্যাগ দিয়ে।কিছু ট্যাগ রয়েছে যাদের শেষ ট্যাগ ব্যবহার না করলেও হয়, এগুলো অপশনাল ট্যাগ ।যেমনঃ কোন প্যারাগ্রাফ লিখতে শেষ ট্যাগ </p> ব্যবহার না করলেও হবে এটা অপশনাল ট্যাগ।
ট্যাগ এর প্রধান তিনটি অংশ আছেক. শুরু করার ট্যাগ(opening tag)
খ.ধারনকৃত অংশ(contents)
গ.শেষ করার ট্যাগ (closing tag)।
এইচটিএমএল ট্যাগ এর মাধ্যমে আপনি web page এ আপনার পছন্দ মত বার্তা পাঠাতে পারেন।
<html> <title> <body> <p>Paragraph Tag</p> <h2>Heading Tag</h2> <b>Bold Tag</b> <i>Italic Tag</i> </body> </title> </html>কিছু কিছু ট্যাগ আছে যাদের closing tag দেয়ার প্রয়োজন নেই। তারা কোন এলিমেন্ট ধারন করে না।সে ট্যাগ টি হচ্ছে line break tag এবং তা <br/> রুপে প্রকাশ করা হয়। যা বিশেষ ভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ একটি লাইন লেখা বাদ দিয়ে অপর লাইন হতে লেখা শুরু করার জন্য এ ট্যাগ টি ব্যবহার করা হয়।
আরো কিছু ট্যাগ আছে যাদেরকে বিশেষভাবে ব্যবহার করা হয় যেমন ইমেজ ট্যাগ, ইনপুট ট্যাগ।
<img src="rana.jpg"/>প্রদর্শন:
No comments:
Post a Comment