Sunday, April 6, 2014

টাকা উপার্জনের সবচেয়ে সহজ উপায়!!! এর চেয়ে সহজ আর কি হতে পারে!!!

আসসালামু আলাইকুম,
বিস্ময়.কম এর পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা ।
বর্তমানে সবাই জানে যে অনলাইনে টাকা উপার্জন করা যায়। কিন্তু আসলে গুটি কয়েক জন ছাড়া সবাই শুধু শুনেই যাচ্ছে। কেউ আর টাকার মুখ দেখতে পারছে না। কারন টাকা উপার্জন করতে হলে যে আপনাকে অনেক ভালো কাজ জানতে হবে। অথবা ওয়েব সাইট থাকতে হবে। কিন্তু আমরা কয়জনই বা কাজ জানি অথবা কয়জনের বা ওয়েবসাইট আছে। তাই আমরা সবসময় জানতে চাই কিভাবে খুব সহজেই টাকা উপার্জন করা যায় । কিন্তু বসে বসে টাকা কামানোর চিন্তা করে তো লাভ নেই । কারন কেউ আপনাকে কাজ ছাড়া একটি পয়সাও দিবে না।
কাজ করেও যারা আয় করতে না পেরে যারা হতাশ হয়ে আয়ের আশা হারিয়ে ফেলেছেন তাদেরকে বলছি এবার আপনি সত্যিই আয় করতে পারবেন। আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি সবচেয়ে কম পরিশ্রম বা কাজ করেই আপনি টাকা উপার্জন করতে পারবেন। এজন্য আপনার ইংরেজি জানা বাধ্যতামূলক হতে হবে তারও কোন প্রয়োজন নেই। তবে বাংলা লেখা অবশ্যই জানতে হবে।আপনি বাংলায় প্রশ্ন ও উত্তর করে টাকা আয় করতে পারবে।
Bissoy Answers আপনাদের জন্য টাকা আয় করার একটি পথ তৈরি করেছে। Bissoy Answers তাদের আয়কৃত টাকার ৫০% শেয়ার ব্যবহারকারী সদস্যদের দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে Bissoy Answers মাসে যে টাকা আয় করবে তার ৫০% টাকা ব্যবহারকারী সদস্যদের মাঝে বন্টন করে দিবে।
Bissoy Answers যে সদস্যের টাকা পরিশোধ করে তার প্রমাণ এখানে পাবেন।  জানুয়ারি ২০১৪, ফেব্রুয়ারি ২০১৪,  মার্চ ২০১৪

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন:  এপ্রিল ২০১৪ আয় করুন Bissoy Answers এ প্রশ্ন ও উত্তর

 

শিখে নিন HTML (শুধু একটা বাংলা বই ডাউনলোড করে)

বিসমিল্লাহির রহমানীর রাহীম। আশা করি সবাই ভালো আছেন।
সবাইকে রমযানের শুভেচ্ছা ।
আমি আজ আপনাদের নিয়ে HTML এর একটা বাংলা বই নিয়ে এলাম।
এই বই এর মাধ্যমে আপনি জানতে পারবেনঃ-
HTML কি?
HTML এর ইতিহাস
প্রোগ্রাম লেখার পদ্ধতি
ট্যাগ সমুহ ও ব্যবহার
ইলিমেন্ট কি এবং কিভাবে ব্যবহৃত হয়
এট্রিবিউট কি এবং কিভাবে ব্যবহৃত হয়
হেডিং ট্যাগ ও ব্যবহার
HTML প্যারাগ্রাফ
টেক্সট ফরমেটিং
ফন্ট ট্যাগ এর ব্যবহার
স্টাইলের ব্যবহার
লিংক প্রকাশের পদ্ধতি
ছবি প্রকাশ
টেবিল ও টেবিল প্রকাশ পদ্ধতি
লিস্টের ব্যবহার
HTML ফর্ম
ফ্রেম এর ব্যবহার
আই ফ্রেম এর ব্যবহার
রং ও কোড
লে আউট পদ্ধতি
HTML এ সিএসএস এর ব্যবহার
হেড
মেটা ট্যাগ
HTML এ স্ক্রিপ্ট এর ব্যবহার
ওয়েবে অডিও ফাইল চালানোর পদ্ধতি
ওয়েবে ভিডিও ফাইল চালানোর পদ্ধতি
ওয়েবে ফ্লাস ফাইল চালানোর পদ্ধতি
পছন্দ হলে এখনই বইটি ডাউনলোড করুন এখান থেকে ।

Friday, February 21, 2014

Android apps কালেকশন

আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই আশা করি ভাল আছেন। আমার কাছে প্রায় 1500+ Android apps আছে, সে গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু এক সাথে সব শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ধারাবাহিক ভাবে আপলোড করে আপনাদের সাথে শেয়ার করব, আর এই প্রথম পর্বে 5টি Android apps collection দিয়ে শুরু করলাম। তাহলে আর কথা না বাড়িয়েই সরাসরি লিংক দিলাম ডাউনলোড করুন এবং উপভোগ করুন।

avast! Mobile Security 2.0.4993_4993

AVIPlayerAndroid

BanglaDictionary 4.1_12

Basket_Ball

rodrigokolb.tabla_v2.3_15

Butterfly Live Wallpaper 1.1


ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভাল থাকবেন।
****বর্তমানে ৪৫০ টাকায় টপ লেভেল ডোমেইন দরকার হলে যোগাযোগ করতে পারেন SHAPLA-HOST
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের সাথে থাকুন।
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
খুব শিগ্রহী আসথে Android apps collection পর্ব ২……