Thursday, September 4, 2014

Net Speed Monitor: DU Meter এর সর্বোত্তম বিকল্প ফ্রি সফটওয়্যার

আমরা অনেকেই DU METER ব্যবহার করি। ইন্টারনেট স্পিড জানার জন্য, আপলোড, ডাউনলোড ডাটা জানার জন্য এর উপকারিতা অপরিসীম। কিন্তু এর সবচেয়ে বড় অসুবিধা হল, এটি মাত্র ৩০ দিন ফ্রি ব্যবহার করা যায়। এর পরে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। অথবা বিভিন্ন প্যাচ, পাইরেটেড সিরিয়াল কি ইত্যাদি ব্যবহার করতে হবে।
এই অসুবিধার জন্য অনেকেই DU METER এর উপরে বিরক্ত। আমি নিজেও অনেক দিন থেকেই খুঁজছিলাম এমন একটি ফ্রি সফটওয়্যার, যা ডি ইউ মিটার এর সমকক্ষ না হলেও খুব একটা কম হবে না। অবশেষে পেয়ে গেলাম এমন একটি সফটওয়্যার। এটি ডি ইউ মিটার এর চেয়ে বরং অনেক বেশি ভালো। ডি ইউ মিটারের সব সুবিধা তো এতে আছেই, উপরন্তু এর টাস্ক বার মিটার ইচ্ছামত কাস্টমাইজ করা যায়। লেখা বড়-ছোট করা যায়, ফন্ট পরিবর্তন করা যায়, রঙ পরিবর্তন করা যায়, এরকম আরও অনেক সুবিধা।


তাই, গত ১ মাস ধরে ব্যবহার করার পর এটা বলতে বাধ্য হচ্ছি, ডি ইউ মিটারের দিন শেষ! এখন থেকে এর বিকল্প হিসেবে ব্যবহার করুন NET SPEED MONITOR.

ডাউনলোড করুন এই ফ্রি সফটওয়্যারটি। "ডাউনলোড লিংক"

ব্লগ থেকে টাকা ইনকাম করার সব চেয়ে ভাল অ্যাড

আমরা সবাই, যারা ইন্টারনেট ব্রাউজ করি, আমরা সবাই কি জানি যে, ইন্টারনেট থেকে একটি সম্মানজনক আয় করা যায়????? আমাদের মধ্যে অনেকেই এই কথাটি জানি, আবার অনেকেই জানিনা। আমাদের অনেকর চোখের সামনেই আমাদের অনেক পরিচিত মানুষ হতে পারে সে আমাদের বন্ধু বা বান্ধবী, হতে পারে আমাদের কোন বড় ভাই অথবা বোন, হতে পারে ক্লাসমেট অথবা পরিচিত কোন একজন এ ধরনের আয় করছে। আমাদের মধ্যে যারা এ বিষয়টি জানিনা তারা অনেকেই এ বিষয়টি বিশ্বাস করিনা বা করতে চাইনা।
অনলাইনে বসে আয় করা যায় এই কথাটি অনেকে গুজব মনে করেন। অনেকে ভাবেন ধোঁকাবাজী… তাদের দোষ নেই আসলে.. অর্থ উপার্জন নিয়ে এত পরিমান দুইনাম্বারী হয় অনলাইনে যে এই বিষয়ে পজিটিভ মনোভাব বজায় রাখা সত্যিই কঠিন
তো যাই হোক, আমি নিজে এ বিষয় টি বিশ্বাস করি, কারন আমি নিজে ইনকাম করি,
taka
আমরা ইন্টারনেট এ অনেক ধরনের Ads দেখতে পাই যেমনঃ Google Adsence, Infolinks, Bidvertiser, Chitika, Etc এই এড গুলো আমরা অনেকেই ব্যাবহার করে থাকি। আজ আমি আপনাদের সাথে ইন্টেরনেট এ সব চেয়ে বেশি টাকা পাওয়া যায় এমন একটা Ads এর সন্ধান দিব যা থেকে আপনি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ।
Google Adsence, Infolinks, এর পাশা পাশি আপনি এই অ্যাড ব্যাবহার করতে পারবেন ।
আমি যে অ্যাড এর সন্ধান দিব এই অ্যাড থেকে আপনি অনেক ডলার ইনকাম করতে পারবেন।।
কোম্পানিটি দীর্ঘ ১০ বছর যাবত সততার সাথে কাজ করে যাচ্ছে ।
তাদের হেড অফিস কোস্টরিকায় অবস্থিত ।
আমার জানা মতে Google Adsence এর পরে সব চেয়ে ভাল অ্যাড এটা ।
এই কোম্পানির সুবিধাঃ
১/ তারা প্রতিদিন পেমেন্ট দেয় ।
২/ ৫ ডলার হলেই পেমেন্ট Request করতে পারবেন ১২ ঘন্টার ভিতরে আপনি পেমেন্ট পেয়ে যাবেন।
৩/ প্রতি ক্লিক এ Highest ১ ডলার পর্যন্ত পেতে পারেন ।
৪/ পেপাল এবং পেইজা তাদের পেমেন্ট অপশন ।
৫।/ অন্য অ্যাড এর পাশা পাশি তাদের অ্যাড ব্যাবহার করতে পারবেন
এই কোম্পানির অসুবিধাঃ
১/ আপনার ব্লগ/ওয়েব সাইট ভাল মানের হতে হবে
২/ আপনার ব্লগ এ ভাল ভিসিটর থাকতে হবে
৩/ Application করার পর ১২ ঘন্টা সময় নিবে Site Approve করতে ।
৪/ এক Code সব সাইট এ ব্যাবহার করতে পারবেন না
৫/ নিজের অ্যাড এ নিজে ক্লিক করতে পারবেন না
তাহলে যারা ব্লগ/ওয়েব  সাইট থেকে টাকা ইনকাম করতে চান দেরি না করে এখনি World Best Ads ব্যাবহার করুন এবং প্রচুর টাকা ইনকাম করুন কুভ দ্রুত ।

SignUp Now World Best Ads

ভাল লাগলে কমেন্ট করে জানাবেন

Saturday, August 30, 2014

ওয়েবসাইট সাইন্স [পর্ব-৪] :: হোস্টিং নেয়ার আগে দেখে নিন

আজকে মন খারাপ নিয়ে লিখতে বসলাম।
ওয়েবসাইট সাইন্স
ঘটনার শুরু কয়েক দিন আগে। আমার সাইট সাসপেন্ড হয়ে গেলো হুট করেই। সার্ভার টা মোটামুটি ভালোই ছিলো।প্রতি গিগাবাইটের জন্য পরিশোধ করতে হচ্ছিলো ১২০০ টাকা।  মাসিক ৪ লক্ষাধিক পেইজ ভিউ নিয়েও চলছিলো। মাসিক ব্যান্ডওয়াডথ ছিলো ২০ গিগাবাইট। যার বেশ খানিক টা অব্যবহৃত ছিলো। তারপরেও কেন ?
কারন টা ছিলো সার্ভারের cpu এর র‌্যাম নাকি লোড নিতে পারতেছিলো না। আর স্ক্রিপ্ট নাকি নন সাপোর্টেড । মানে সার্ভারের জন্য সিকিউরড ছিলো না। যদিও অন্য হোস্টিং এ সেইম স্ক্রিপ্ট ভালোভাবেই চলতেছে এখনো। প্রশ্ন করতেই পারতাম ৬ মাস প্রবলেম ছিলো না, হুট করে হলো কেনো, তার উত্তরে দোষ আমার ঘারেই চাপানো হতো, সো বাদ দিয়ে ব্লগারে নিয়ে গেলাম সাইট।
যাহোক, কাজের কথায় আসি। যা দেখে নেবেন।
১। যারা বলে আনলিমিটেড , এদের থেকে দূরে থাকুন। এরা মুখেই বলবে, সাইট দেখবেন একটু চাপ পড়লেই কাত হয়ে যাচ্ছে।
২। হোস্টিং কেনার আগে জিগেস করে নেন কি কি রাখতে পারবেন সাইটে। যদিও আমি নিজে সাপোর্ট করি না। তবু ব্যাবসায়ীক সার্থে আপনার সাইটে এ্যাডাল্ট কন্টেন্ট থাকতেই পারে। যা অনেক হোস্টিং কম্পানী ই সাপোর্ট করবে না। সো জিগেস করে জেনে নেন এ্যাডাল্ট কিছু রাখা যাবে কিনা তাদের হোস্টিং এ।
৩। সার্ভার কোয়ালিটি চেক করার একটা সহজ উপায় হলো গুগল পেইজ স্পিড দিয়ে টেস্ট করা। তাদের হোস্টিং এ থাকা কোন একটা সাইট দেখতে চান। এবার সাইট টা গুগল পেইজ স্পিড চেকার টুল দিয়ে চেক করেন। এখানে Reduce server response time এর মত ইরোর দেখতে পেলে বুঝবেন আপনার সাইটেও সমস্যা টা হবে । মানে সাইট স্লো লোড হবে আরকি।
৪। আপটাইম ঃ সাইট কতক্ষন অনলাইনে থাকে। সবাই ই বলে ৯৯.৯৯ %। বেশির ভাগ ই ভুয়া।
আমি যা করিঃ কোন পপুলার আর পুরাতন সাইট http://website.informer.com/ দিয়ে চেক করে দেখে নেই কোন হোস্টিং ব্যাবহার করছেন তারা।
কিভাবে বুঝবেনঃ চেকার টুল গুলো নেম সার্ভার ও দেখায়। মানে ns1.Hosting.com এরকম। দেখলে আর মাথা ঘামালে খুজে নিতে সমস্যা হবে না। বেশীর ভাগ বিদেশী হোস্টিং ব্যাবহারকারী। তবে দেশী ব্যাবহার কারী ও কম না। এদের মধ্য থেকে কাউকে বেছে নিতে পারেন।
৫। দেশী হোস্টিং ব্যাবহার করতে বলবো আমি। কেননা সমস্যা হইলে ফোন করে সাথে সাথে একটা সমাধান পাওয়ার সম্ভাবনা থাকে। বিদেশী হলে কবে রিপ্লাই পাবেন ঠিক ঠিকানা নাই।
যাহোক, শেষে একটা কথাই বলি, ভালো জিনিষ এর দাম একটু বেশী ই হয়। কমদামে অফার দেখে হুট হাট করে কিনে পরে মাথায় হাত দিয়ে আফসোস করার কোন মানেই হয় না। যা করবেন কজন কে জিগেস করে দেখে শুনে ।