Thursday, September 4, 2014

মার্কিন ব্যাংক একাউন্ট ও ক্রেডিট কার্ড for verification

real american bank acc
আপনার মার্কিন / Canada বা কোনো পেপ্যাল ​​একাউন্ট আজকের সঙ্গে (বাস্তব ব্যাংক অ্যাকাউন্ট) . অ্যাকাউন্ট না কি আপনার নাম বা ঠিকানা ব্যাপার কাজ করে.
আপনি নিম্নলিখিত বিতরিত আপনার ইমেল বিবরণ পাবেন.
একাউন্ট নম্বর:
রাউটিং সংখ্যা:
ব্যাংক নাম:
প্রকার:
ক্রেডিট কার্ড জন্য একই এছাড়াও আপনি পেপ্যাল ​​থেকে টাকা তুলতে আমাদের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার এবং moneybookers অথবা এটিএম মধ্যে আর্থিক সাহায্য পেতে পারেন
আরও তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
24/7 লাইভ সমর্থন
+8801834705135
+13233664940
http://www.virtualmoneysolution.com

চুলুন দ্রুপাল নিয়ে কাজ করি

বেশিরভাগ ক্ষেত্রে সিএমএস পছন্দ করার ক্ষেত্রে আমরা জুমলা এবং ওয়ার্ডপ্রেসকে প্রাধান্য দিয়ে থাকি। দ্রুপাল এর ব্যবহার একটু কমই দেখা যায় বাংলাদেশে। তবে জুমলা এবং ওয়ার্ডপ্রেস এর চাইতে দ্রুপাল কিছু কিছু ক্ষেত্রে বেশ সুবিধাজনক। বিভিন্ন দেশের ওয়েব প্রোফেশনালরা দ্রুপাল এর বেশ ব্যবহার করে থাকেন।

দ্রুপাল যেটি দ্রুপাল কোর নামেও পরিচিত, অন্যান্য সাধারন সিএমএস গুলোর সকল সুবিধাই এতে বিধ্যমান। এটি GNU General Public License এর অধীনে পিএইচপিতে করা একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
দ্রুপাল যেভাবে কাজ করে

দ্রুপালে যেকোন তথ্য পরিবেশন করতে হলে সেটিকে আগে ইনপুট দিতে হয়। তথ্য সংগ্রহ এবং সন্নিবেশন করার জন্য প্রাথমিক ভাবে নোড গুলোর ব্যবহার হয়।  মডিউল হলো তথ্য পরিবেশনার পদ্ধতি। আপনি চাইলে সাধারণ পোস্টের আকারেও দেখাতে পারেন আবার গ্যালারী আকারেও দেখাতে পারেন। জুমলা ব্যবহার কারীদের জন্য বলছি, এই মডিউল জুমলার মডিউলের মত না। নামের সাথে সাথে কাজটাও একটু আলাদা। তৃতীয় লেয়ারে আছে ব্লক এবং মেনু। মডিউল জেনারেটেড আউটপুট ডিসপ্লে করার জন্য ব্লক ব্যবহার করা হয়।
দ্রুপালের ভিত্তি বা কোর মডিউলগুলো
দ্রুপাল কোরে কিছু অপশনাল মডিউল থাকে যেগুলো এডমিন প্যানেল থেকে সক্রিয় করা যায়। দ্রুপাল কোর এ যে ফিচারগুলো রয়েছেঃ
  • পরিসংখ্যান এবং লগইন
  • উন্নতমানের সার্চ
  • ব্লগ, ফোরাম, এবং পোল
  • সাইট ক্যাশিং
  • বিস্তারিত ইউআরএল
  • একাধিক স্তরের মেনু সিস্টেম
  • একাধিক সাইট সাপোর্ট
  • একাধিক ব্যবহারকারীর তথ্য
  • উন্মুক্ত আইডি সাপোর্ট
  • আরএসএস ফীড
  • নিরাপত্তা নোটিফিকেশন
  • ব্যবহারকারীর প্রোফাইল
  • বিভিন্ন ধরনের একসেস কন্ট্রোল (ব্যবহারকারীর পদবী, আইপি, ইমেইল)
  • বিভিন্ন ধরনের কাজের টুলস
বর্তমানে দ্রুপাল কোর এর ভার্শন ৭ এবং এটির ডাউনলোড ও বিভিন্ন থিম এর ডাউনলোড লিংক নিচে দেয়া হলো।
দ্রুপাল ডাউনলোডঃ http://drupal.org/download
দ্রুপাল থিম ডাউনলোডঃ http://drupal.org/project/themes
মডিউল ডাউনলোডঃ http://drupal.org/project/modules
ব্যক্তিগত ব্লগ থেকে শুরু করে বিভিন্ন করপোরেট, রাজনৈতিক সাইট তৈরিতে দ্রুপাল ব্যবহৃত হয়। আসুন আমরাও এটি চেস্টা করে দেখি। আশা করি আপনাদের ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ।

আর নয় কোন বাংলা লেখালেখি সফটওয়্যার এর লাইসেন্স চুরি, এখন থেকে ওপেনসোর্স সফটওয়্যার অভ্র তেই সব কিছু

প্রথমেই বলে রাখি আমার পোস্টটা মূলত যারা বিষয়টা জানেনা তাদের জন্য ----

আমরা জানি যে আমরা কত কাজে অভ্র কে ব্যবহার করি এক কথায় বলতে কি অভ্র ছাড়া  আমাদের বাংলা লেখা অসম্ভভ । আমরা যখন অভ্র ইন্সটল করি তখন বাংলা (ইউনিকোড) ফন্ট যে কয়েক টা পাই তাতে আমি মনে করি তা অফফিসিয়াল কাজের জন্য যথেষ্ট নয় বা অভ্র দিয়েও যে অফফিসিয়াল বাংলা লেখালেখির কাজ করা যায় তা হয়ত আমরা অনেকেই জানিনা। অভ্রতে এখন Kalpurush , Kalpurush ANSI ও অন্যান্য ফন্ট দিয়ে অফিসিয়াল ফরম্যাট এর বাংলা লেখালেখির কাজ নিমেষেই করা যায়।

একটা উদাহরণ দিলাম এই ছবিতে :

official bangla

তাই আর নয় কোন সফটওয়্যার এর লাইসেন্স চুরি, এখন থেকে ওপেনসোর্স সফটওয়্যার অভ্র তেই সব কিছু। আর আমি আমার নিজের করা বাংলা এবং ইংরেজির একটা ছোট ফন্ট কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম।  আশাকরি আপনাদের এখন থেকে আর ফন্ট নিয়ে সমস্যা হবেনা। ইনশাআল্লাহ্‌

অফিসিয়াল বাংলা ফন্ট ডাউনলোড লিঙ্ক : http://www.omicronlab.com/bangla-fonts.html

All in one font pack ডাউনলোড লিঙ্ক : Click Here

তবে প্রিন্ট যদি দোকানে গিয়ে দেন তাইলে কিন্তু ফন্টটা কপি করে সাথে নিতে ভুলবেন না।

বিঃ দ্রঃ  সকল ফন্ট WINDOWS XP, VISTA, 7 এবং MS-Office 2003, 2007, 2010 তে কাজ কর