Monday, April 28, 2014

ভিন্নধর্মী Freelance Marketplace – Oployee এখন পুরোপুরি প্রস্তুত!!!

Oployee কি এবং Oployee এর স্বকীয় বৈশিষ্ট্য

Oployee একটি ভিন্নধর্মী Freelancer marketplace যার কিছু স্বকীয় বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য সমূহ নিন্মরুপঃ
  • কাজ খুঁজতে হবে না কিন্তু কাজ আপনাকে খুঁজে নেবে  Oployee freelance  marketplace
  • রাত জেগে বিড করার ঝামেলা মুক্ত
  • Fixed Price Project এর পেমেন্ট নিশ্চয়তা
  • অন্যান্য Marketplace এর Rating এর মূল্যায়ন
  • স্থানীয় মুদ্রায় পেমেন্টের এর সুবিধা

Oployee এখন পুরোপুরি প্রস্তুত!!!

বর্তমানে Oployee, Freelancer দের কে Patron (client) এর সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুত। এ জন্য Freelancer দের কে সাইন আপ করার পর খুবই গুরুত্বপূর্ণ দুটি ধাপ সম্পূর্ণ করতে হবে।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসিক ইনফরমেশন পূরণ করার পর Skill information পূরণ করা।
  • দ্বিতীয়ত Portfolio information পূরণ করা। Portfolio একজন Freelancer কে Patron (client) এর নিকট তার বিশ্বাসযোগ্যতা  ও গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে।

Jury এর মাধ্যমে Skill Verification

Oployee, Freelancer এর Profile completeness যাচাই করে Skill verification এর জন্য profile টি স্বয়ংক্রিয় ভাবে Jury এর নিকট পাঠাবে। Jury হল Oployee কতৃক নির্বাচিত Skilled professionals যারা কিনা স্বস্বক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞ। Verification সম্পন্ন করার জন্য Jury প্রাথমিক ভাবে Freelancer এর সাথে ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করবে online interview এর সময় নির্ধারণ করার জন্য। তাই Oployee তে সাইন আপ করার পর নিয়মিত ইমেইল চেক করা গুরুত্বপূর্ণ।
দুপক্ষের যোগাযোগের ভিত্তিতে নির্ধারিত সময়ে Jury, Freelancer এর সাথে Online interview সম্পন্ন করবে Oployee এর নিজস্ব Communication platform ব্যাবহারের মাধ্যমে। Interview এবং যাবতীয় Skill verification শেষে Jury তাঁর Assesment এর উপর ভিত্তি করে Freelancer কে Skill proficiency level প্রদান করবে যা একজন Freelancer এর সত্যিকারের দক্ষতা নিশ্চিত করবে এবং Patron (client) এর নিকট গ্রহণযোগ্যতা বহুগুণে বাড়িয়ে দেবে। শুধুমাত্র Skill verified freelancer profile সমূহই জব এর জন্য Patron (client) এর নিকট স্বয়ংক্রিয় ভাবে visible হবে। তাই বুঝা যাচ্ছে একটি প্রোফাইল Complete করা কতটা গুরুত্বপূর্ণ।
Oployee freelance marketplace

অন্যান্য Marketplace এর Rating এর মূল্যায়ন

একমাত্র Oployee তে Freelancer-দের অন্যান্য মার্কেটপ্লেসে কাজের Experience ও rating information ব্যাবহার করা হয় একটি প্রারম্বিক Rating দেয়ার জন্য। এ জন্য Oployee এর রয়েছে একটি Advance algorithm যা Information analysis করে rating প্রদানে সক্ষম। কারণ দেখা যায় যে নতুন Marketplace এ এসে নতুন করে Rating develop করাটা কিছুটা সময় সাপেক্ষ। আর অবশ্যই অন্যান্য মার্কেটপ্লেসে কাজের অভিজ্ঞতার তথ্য Patron (client) কে সাহায্য করে সঠিক সিদ্ধান্ত নিতে  এবং এই তথ্য Patron (client) এর বিশ্বাস অর্জনে সহায়ক।

Oployee একটি সত্যিকারের দক্ষতা ভিত্তিক Freelance Marketplace

Oployee একটি সত্যিকারের দক্ষতা ভিত্তিক Freelance Marketplace, যেখানে Freelancer এর দক্ষতা ও অভিজ্ঞতা যত বেশি তাই কাজ পাওয়ার সম্বাবনাও তত বেশি। তাই যেকোনো অভিজ্ঞ Freelancer এর জন্য Oployee অন্যান্য মার্কেটপ্লেস এর চেয়ে নিঃসন্দেহে বেশি আকর্ষণীয়।
Oployee তে Signup করতে চলে যান http://www.oployee.com এ। রাত জেগে Bidding এর ঝামেলা থেকে মুক্ত হয়ে আপনার Freelancing কে করে তুলুন আপনার সুবিধা মত। Happy Freelancing :)
বিঃ দ্রঃ যারা ইতিমধ্যে Registration সম্পন্ন করেছেন তারা অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় তথ্য সমূহ যেমন Skill, Freelancing Experience, Employment, Education, Certification, Portfolio এর Information সহ  Profile complete করে ফেলুন। একটি Complete profile নিশ্চিত করবে দ্রুত Skill verification সম্পন্ন করে Profile টি Patron (client) এর সামনে উপস্থাপন করতে।
প্রোফাইল সম্পন্ন করন সম্পর্কিত ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

রোবট বানান নিজের হাতে ঘরে বসেই !

ইলেকট্রনিক্স শিল্প যেকোনো দেশের উন্নয়নের অন্যতম মাপকাঠি। আমাদের দেশে এই শিল্পকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন ইলেকট্রনিক্স টেকনোলজি বিষয়ে পর্যাপ্ত গবেষণার মাধ্যমে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করা। কিন্তু আমরা যখনই ইলেকট্রনিক্স টেকনোলজি নিয়ে কিছু করার চেষ্টা করি, তখনই আমাদের সামনে আসে হাজারটা প্রশ্নের দেয়াল। যেমন;
  • কে আমাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে?
  • প্রয়োজনীয় উপকরণ কোথায় পাওয়া যাবে?
  • আর্ন্তজাতিক মার্কেট থেকে কিভাবে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স উপকরণ, যন্ত্রাংশ, মডিউল ইত্যাদি সংগ্রহ করা যাবে?
  • কোন নতুন ইলেকট্রনিক্স উপকরণ এবং যন্ত্রাংশ ব্যবহার করার জন্য প্রয়োজনীয় তথ্য এবং সাপোর্ট কিভাবে পাওয়া যাবে?
  • Micro-controller, FPGA , Arduino, Raspberry Pi এর মতো আপডেটেড ইমবেডেড টেকনোলজি বিষয়ে কিভাবে শেখা যাবে?
আমাদের মেধার কোনো কমতি নেই কিন্তু  প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইস, যন্ত্রাংশ আর পর্যাপ্ত সহযোগিতার অভাবে , হাজার হাজার উৎসাহী মেধাবী প্রযুক্তিপ্রেমী ব্যাক্তি হারিয়ে যাচ্ছে । আর চিন্তা নেই, আপনার, আমার আমাদের সকলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এসে গেছে টেকশপ (www.techshopbd.com) ।আপনি শুধু প্রযুক্তি নিয়ে চিন্তা করুন, আর ইলেকট্রনিক্সের যাবতীয় উপকরণ এবং যন্ত্রাংশ সংগ্রহের ভার দিয়ে দিন টেকশপের উপর। টেকশপ আপনার প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেবে আপনার ঠিকানায়। ইলেকট্রনিক্সের যেকোনো ধরণের প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে, আপনাকে টেনশন মুক্ত করাই টেকশপের কাজ, আর আপনি পাবেন পর্যাপ্ত সময় ইলেকট্রনিক্স নিয়ে কাজ করার। আসুন প্রথমেই জেনে নেয়া যাক টেকশপ সম্পর্কে।

টেকশপ কি?

টেকশপ একটি বিশেষ ধরণের অনলাইন শপ, যেখান থেকে আপনি, ইলেকট্রনিক্স প্রজেক্টের জন্য আপনার প্রয়োজনীয় উপকরণ সমূহ নির্বাচন করে, অনলাইনে অর্ডার করার মাধ্যমে ঘরে বসেই, সুলভ মূল্যে এবং স্বল্প সময়ের মাধ্যে পেতে পারেন। টেকশপ সব সময় গুণগত মানের পণ্য সরবরাহ করে থাকে, তাই আপনি থাকতে পারেন সম্পূর্ণ নিশ্চিন্ত। ইলেকট্রনিক্স উপকরণ, যন্ত্রাংশ, কিট, মডিউল, লার্নিং কিট ইত্যাদি আমদানী করার জন্য তাদের রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন সাপ্লায়ারস্।

প্রোডাক্ট ক্যাটেগরি

http://www.techshopbd.com তে গেলেই আপনি বামদিকে বিভিন্ন প্রোডাক্টের ক্যাটেগরি সমূহ দেখতে পাবেন। এখান থেকে আপনি সহজেই আপনার কাঙ্ক্ষিত উপকরণ বা যন্ত্রাংশ সমূহ খুঁজে নিতে পারবেন। কিছু কিছু ক্যাটেগরিতে সাব ক্যাটেগরি রয়েছে, এক্ষেত্রে ক্যাটেগরির নামের পাশের (+) চিহ্নটিতে ক্লিক করলে সাব ক্যাটেগরি সমূহ দেখতে পাবেন। টেকশপের ক্যাটেগরি সমূহ

টেকশপের প্রতিটা প্রডাক্টের সাথে রয়েছে, প্রডাক্টের বিস্তারিত বর্ণনা, স্পেসিফিকেশন, ডকুমেন্ট, ডাটাশীট, ব্যবহার প্রণালী, সার্কিট ডায়াগ্রাম, যা আপনাকে প্রোডাক্টটি সঠিকভাবে ব্যবহার করতে সহযোগিতা করবে। এছাড়া টেকশপের রয়েছে মাইক্রোকন্ট্রোলার, আরডুইনো, রোবটিক্সের উপর প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়ালের সম্ভার, যা দেখে আপনি সহজেই মাইক্রোকন্ট্রোলার, আরডুইনো, রোবটিক্সের সাধারণ বিষয়গুলো শিখে প্রজেক্ট গুলো তৈরি করতে পারবেন।

রানিং স্পেশাল অফার

টেকশপের হোমপেজের মেনুবার থেকে Special Offers  এ ক্লিক করলে রানিং স্পেশাল আফার সমূহ দেখতে পাবেন।  বর্তমানে প্রায় ১৫০ টিরও বেশি প্রোডাক্টে স্পেশাল অফার চলছে। আশা করছি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটিও এই তালিকার মধ্যে পেয়ে যাবেন। তাই আকর্ষণীয় দামে আপনার প্রডাক্টটি পাওয়ার জন্য আজই অর্ডার করুন।

ক্যাশ অন ডেলিভারি সার্ভিস

টেকশপের রয়েছে ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের সুবিধা। তাই অনলাইনে অর্ডার করুন আর চিন্তামুক্ত থাকুন। আপনার কাংক্ষিত পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করুন।

শপ বাই সাপ্লায়ারস

টেকশপের হোম পেজের শপ বাই ক্যাটেগরী মেনুর ঠিক নিচেই রয়েছে শপ বাই সাপ্লায়ারস মেনু, যেখানে টেকশপের আন্তর্জাতিক সাপ্লায়ারস্ কোম্পানীর লোগো সমূহ সাজানো রয়েছে।
আপনি এখান থেকে কোন বিশেষ কোম্পানীর লোগোতে ক্লিক করলে ঐ কোম্পানীর কি কি প্রোডাক্ট টেকশপে রয়েছেন তা দেখতে পাবেন। এখান থেকেও আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট সমূহ অর্ডার করতে পারবেন।

ছবিতে sparkfun এর কি কি প্রোডাক্ট টেকশপে রয়েছেন তা দেখানো হয়েছে।

বাই প্রডাক্ট ফ্রম ইন্টারন্যাশনাল সাইট

আপনি ইচ্ছা করলে টেকশপের আন্তর্জাতিক সাপ্লায়ারস্ যেমন  sparkfun, hobbyking, seeedstudio, pololu-usa, wavesharethinnkware , rs-com-uk  এবং dfrobot-china এর ওয়েব সাইট থেকে যেকোনো পণ্য পছন্দ করে টেকশপ এর মাধ্যমে পণ্যটি সংগ্রহ করতে পারবেন।

এক্ষেত্রে প্রথমে আপনার প্রয়োজনীয় প্রডাক্ট সমূহ নির্বাচন করুন, এরপর  http://www.techshopbd.com/sourcing-international-products থেকে ফর্মটি পূরণ করুন। প্রয়োজনে টেকশপের হেল্প লাইনে যোগাযোগ করুন।

প্রোডাক্ট বাই মার্কেটপ্লেস

টেকশপে রয়েছে বাংলাদেশে তৈরি বেশ কিছু  প্রোডাক্ট যেমন মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার, ডেভলপমেন্ট বোর্ড, ব্রেকআউটবোর্ড ইত্যাদি। এগুলো আপনারা প্রোডাক্ট বাই মার্কেটপ্লেস পেজ থেকে খুজে পাবেন। পেজটির লিংক http://www.techshopbd.com/supplier-lists/marketplace-bangladesh 
আপনি ইচ্ছা করলে আপনার নিজের ডেভলপ করা কোন মডিউল ,ব্রেকআউট বোর্ড  বা প্রোগ্রামার টেকশপের মাধ্যমে বিক্রয় করতে পারেন। এজন্য আপনাকে আপনার প্রডাক্টের বিবরণ ও ছবি সহ http://www.techshopbd.com/marketplace-product-form লিংক থেকে ফরমটি পূরণ করতে হবে।

পি সি বি তৈরি

আপনার প্রজেক্টের জন্য পি সি বি তৈরি করা দরকার। চিন্তা কি http://www.techshopbd.com/pcb-specification থেকে লে-আউট তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম কানুন জেনে নিন ।
এরপর Protel,Proteus,Eagle,PCB,FreePCB,KiCAD,Orcad,PCad,Target,Boardmaker,Circuit Maker,WinBoard অথবা এ ধরণের কোনো সফটওয়্যার ব্যবহার করে লে-আউট তৈরি করে http://www.techshopbd.com/pcb-specification পেজের ফরমটিতে প্রয়োজনীয় তথ্য প্রদান করে পাঠিয়ে দিন টেকশপে।

পেমেন্ট মেথড

আপনি টেকশপ থেকে পণ্য কেনার জন্য  BKash, DBBL Nexus Card, অথবা ক্যাশ অন ডেলিভারী এই তিনটি পদ্ধতির মধ্য যেকোনোটি ব্যবহার  করতে পারেন। বিকাশে পেমেন্ট করার জন্য নাম্বারটি হচ্ছে 01841300401 ।

টেকশপে পণ্য অর্ডার করার নিয়ম জেনে নিন

প্রথমে http://www.techshopbd.com/user-registration লিংক থেকে রেজিস্ট্রেশন করুন। এরপর আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট সমূহ এক এক করে আপনার প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে  Add to cart বাটনে ক্লিক করুন।

আপনার  প্রয়োজনীয় প্রোডাক্ট সমূহ নির্বাচন করা শেষ হলে ডান দিকে উপরে কর্ণারের দিকের  Checkout now বাটনে ক্লিক করুন। তাহলে Checkout পেজটি দেখতে পাবেন।

যদি আপনার নির্বাচন করা প্রোডাক্ট গুলো সঠিক মনে করেন তাহলে নিচের Checkout বাটনে ক্লিক করুন, অথবা আপনি প্রয়োজনীয় পরিবর্তন করে Checkout বাটনে ক্লিক করতে পারেন অথবা আরো প্রোডাক্ট যুক্ত করার জন্য Continue Shopping বাটনে ক্লিক করতে পারেন। Checkout করলে আপনার অর্ডারটি সঠিকভাবে সাবমিট হবে এবং আপনার সেলফোনে একটা কনফার্মেশন ম্যাসেজ যাবে।
আমাদের সকল সমস্যার সমাধানের জন্য টেকশপ আমাদের পাশে আছে। আর চিন্তা কি, আসুন আমরা ইলেকট্রনিক্স টেকনোলজি নিয়ে নতুনকরে কাজ শুরু করি। আমাদের দেশীয়

কম্পিউটার সাইন্স পড়াশোনা [পর্ব-০৮] :: Data Structures in Java সম্পূর্ণ বইটি PDF। ডাউনলোড করে নিন।

বইঃ Data Structures in Java   (২ টি বই)

লেখকঃ  Robert Lafore-Michael T. Goodrich & Roberto Tamassia


পেজঃ ৮০১+৯২৪
সংস্করণঃ ২য় ও ৪র্থ
সাইজঃ ৪.২+১৫ মেগা

তাহলে  যাদের প্রয়োজন নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড বই ১ 


ডাউনলোড বই ২ 


ডাউনলোডের পদ্ধতিঃ
PDF আকারে আপনার কম্পিউটারে OPEN হতে থাকবে; ৫-১০ মিনিট লাগতে পারে।
আপনি সম্পূর্ণ OPEN  হলে ডাউনলোড করে নিতে পারেন।
অথবা,

মাউসের রাইট ক্লিক করে SAVE AS এ ক্লিক করে আপনার PC তে SAVE  করে নিবেন।
ধন্যবাদ। সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন।