Saturday, August 30, 2014

ওয়েবসাইট সাইন্স [পর্ব-৪] :: হোস্টিং নেয়ার আগে দেখে নিন

আজকে মন খারাপ নিয়ে লিখতে বসলাম।
ওয়েবসাইট সাইন্স
ঘটনার শুরু কয়েক দিন আগে। আমার সাইট সাসপেন্ড হয়ে গেলো হুট করেই। সার্ভার টা মোটামুটি ভালোই ছিলো।প্রতি গিগাবাইটের জন্য পরিশোধ করতে হচ্ছিলো ১২০০ টাকা।  মাসিক ৪ লক্ষাধিক পেইজ ভিউ নিয়েও চলছিলো। মাসিক ব্যান্ডওয়াডথ ছিলো ২০ গিগাবাইট। যার বেশ খানিক টা অব্যবহৃত ছিলো। তারপরেও কেন ?
কারন টা ছিলো সার্ভারের cpu এর র‌্যাম নাকি লোড নিতে পারতেছিলো না। আর স্ক্রিপ্ট নাকি নন সাপোর্টেড । মানে সার্ভারের জন্য সিকিউরড ছিলো না। যদিও অন্য হোস্টিং এ সেইম স্ক্রিপ্ট ভালোভাবেই চলতেছে এখনো। প্রশ্ন করতেই পারতাম ৬ মাস প্রবলেম ছিলো না, হুট করে হলো কেনো, তার উত্তরে দোষ আমার ঘারেই চাপানো হতো, সো বাদ দিয়ে ব্লগারে নিয়ে গেলাম সাইট।
যাহোক, কাজের কথায় আসি। যা দেখে নেবেন।
১। যারা বলে আনলিমিটেড , এদের থেকে দূরে থাকুন। এরা মুখেই বলবে, সাইট দেখবেন একটু চাপ পড়লেই কাত হয়ে যাচ্ছে।
২। হোস্টিং কেনার আগে জিগেস করে নেন কি কি রাখতে পারবেন সাইটে। যদিও আমি নিজে সাপোর্ট করি না। তবু ব্যাবসায়ীক সার্থে আপনার সাইটে এ্যাডাল্ট কন্টেন্ট থাকতেই পারে। যা অনেক হোস্টিং কম্পানী ই সাপোর্ট করবে না। সো জিগেস করে জেনে নেন এ্যাডাল্ট কিছু রাখা যাবে কিনা তাদের হোস্টিং এ।
৩। সার্ভার কোয়ালিটি চেক করার একটা সহজ উপায় হলো গুগল পেইজ স্পিড দিয়ে টেস্ট করা। তাদের হোস্টিং এ থাকা কোন একটা সাইট দেখতে চান। এবার সাইট টা গুগল পেইজ স্পিড চেকার টুল দিয়ে চেক করেন। এখানে Reduce server response time এর মত ইরোর দেখতে পেলে বুঝবেন আপনার সাইটেও সমস্যা টা হবে । মানে সাইট স্লো লোড হবে আরকি।
৪। আপটাইম ঃ সাইট কতক্ষন অনলাইনে থাকে। সবাই ই বলে ৯৯.৯৯ %। বেশির ভাগ ই ভুয়া।
আমি যা করিঃ কোন পপুলার আর পুরাতন সাইট http://website.informer.com/ দিয়ে চেক করে দেখে নেই কোন হোস্টিং ব্যাবহার করছেন তারা।
কিভাবে বুঝবেনঃ চেকার টুল গুলো নেম সার্ভার ও দেখায়। মানে ns1.Hosting.com এরকম। দেখলে আর মাথা ঘামালে খুজে নিতে সমস্যা হবে না। বেশীর ভাগ বিদেশী হোস্টিং ব্যাবহারকারী। তবে দেশী ব্যাবহার কারী ও কম না। এদের মধ্য থেকে কাউকে বেছে নিতে পারেন।
৫। দেশী হোস্টিং ব্যাবহার করতে বলবো আমি। কেননা সমস্যা হইলে ফোন করে সাথে সাথে একটা সমাধান পাওয়ার সম্ভাবনা থাকে। বিদেশী হলে কবে রিপ্লাই পাবেন ঠিক ঠিকানা নাই।
যাহোক, শেষে একটা কথাই বলি, ভালো জিনিষ এর দাম একটু বেশী ই হয়। কমদামে অফার দেখে হুট হাট করে কিনে পরে মাথায় হাত দিয়ে আফসোস করার কোন মানেই হয় না। যা করবেন কজন কে জিগেস করে দেখে শুনে ।

ওয়েবসাইট সাইন্স [পর্ব ৩] :: কিছু কমন ভুল যেগুলো সুধরে নেয়া জরুরী

হ্যালো  বান্ধুরা কেমন আছেন সবাই ?
আজকে লিখবো কি নিয়ে ভাবতে ভাবতে ভেবে বের করলাম আজ একটু seo , আর কিছু কমন ভুল নিয়ে লেখি।
ওয়েবসাইট সাইন্স
আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি, তাদের কাছে seo এর অপর নাম ট্রাফিক। কিন্তু কিছু কমন ভুলের কারনে ব্যার্থ হই শূরুর দিকে অনেকেই।
সো আমি কিছু কথা বলি, মেনে চলেন।
প্রথমেই বলবো জানতে হবে। seo কি, কিভাবে করতে হবে, কেন, কোথা থেকে শুরু করতে হবে। এ নিয়ে টেকটিউন্সে অনেক অভিজ্ঞ লোকের লেখা আছে। সবগুলো আগাগোড়া পড়ে ফেলুন। হ্যা, সবগুলোই।
পড়ছেন ?
এখন আসেন শুরু করা যাক।
আমি সবার আগে যেটা বলিঃ অনেকেই আমাকে ইনবক্সে সাইট দিয়ে বলেন, ভাই কেমন হচ্ছে দেখেন। নিজেদের অন্যান্য বন্ধুদের কেও দেখান। আমি এটা করতে মানা করি।
কারনঃ একটা নতুন সাইটে তেমন কোন সার্ভিস বা পোস্ট থাকে না, থাকলেও সংখ্যায় খুবি কম। সো আমি বা যাকে দেখাচ্ছেন , সেটা আপনার বন্ধু বা অনেক দুরের কেউ হতে পারে, সে একবার ঢুকে আর পরের বার ঢুকার আগ্রহ হারিয়ে ফেলে, এর মানে বুঝেন ? একটা ইউনিক ইউজার হারাইলেন আপনি।
কি করা উচিতঃ সাইট সম্পুর্ন বা মোটামুটি শেষ করে তারপরে সবাইকে দেখান, শেয়ার করুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করুন।
ভুল নাম্বার দুইঃ অনেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গিয়ে শেখেন লিঙ্ক বিল্ডিং, গুগলে মারেন সার্চ, তার উপর বাঙ্গালী তো, সাথে auto কথাটি জুরে দেন। মানে খুজেন Auto কোন উপায় আছে কিনা।
থামেন ! থামেন ! থামেন ! অটো কোন উপায় থাকলে আমাকে ক্লায়েন্ট ঘন্টায় দশ ডলার পে করতো না। না নিজে থেকে আপনার সাইটের লিঙ্ক বানাবে এমন কোন টুল আমার নজরে এখনো আসে নাই। যেগুলো আছে, কিছু আজে বাজে সাইটে আপনার লিঙ্ক পোস্ট করে। এতে লাভের থেকে লস ই বেশী।এটারে ব্ল্যাক হ্যাট seo এর নিকৃষ্টতম সিস্টেম বলা হয় যা গুগল খুব ভালো ভাবে চেনে।
কেন কইলাম কথা টা ?
ধরেন আপনি আমার শত্রু, মানে অনলাইনে আরকি। সার্চ রেজাল্টে আসা সাইটগুলো মধ্য আপনার আর আমার সাইটের অবস্থান আর পেইজ র‌্যাঙ্ক কাছাকাছি। আমি সুধু আজে বাজে কিছু যায়গায় আপনার লিঙ্ক টা ড্রপ করে আপনাকে আমার অনেক পেছনে পাঠিয়ে দিতে পারি।
মাঝরাতে আর লিখবো না, তবে নিয়মিত লিখছি, চলবে।

ওয়েবসাইট সাইন্স [পর্ব -২] :: ভিজিটর পাবেন মেইন সাইটের মোবাইল সেকশনে, আজ ওয়ার্ডপ্রেস

আজ দেখেন মোবাইল সাপোর্টেড গ্রেট একটা ওয়েবপেইজ কিভাবে বানাবেন।
ওয়েবসাইট সাইন্স

শুরুতে ওয়ার্ডপ্রেসঃ

WordPress Mobile Pack ইনস্টল আমার আগের পোস্ট দেখার পরে করে ফেলার কথা। না করলে নিচের থিওরী অনুসরন করেন।
  •  আপনার এ্যাডমিন ড্যাসবোর্ডে লগিন দেন।
  •  প্লাগিন্স এ যেয়ে এ্যাড নিউ তে ঢোকেন।
  •  Wordpress Mobile Pack লিখে সার্চ করেন।
  •  পেয়ে যাবেন। এটাকে ইনস্টল করে এ্যাকটিভ করেন।
হয়ে গেলো। এভাবে না হলে ডাউনলোড করে নিতে পারেন গুগলে সার্চ করে, লিঙ্ক দেবার ঝামেলায় গেলাম না।
এখন মোবাইল দিয়ে আপনার সাইটে ঢুকে দেখেন বেশ একটা মোবাইল সাইটে ঢুকছেন। পোস্ট গুলো চেনা না হলে চিনতেই পারবেন না যে কোন সাইটে ঢুকলেন।
এবার পরের ধাপ। Php জানলে ভালো, না জানলে সুধু html দিয়েই হবে। এই বিদ্যেটুকু না থাকলে আপাতত এই অংশটুকু বাদ দিয়ে টিটি তে html লিখে সার্চ করে শেখা শুরু করেন।

যা করতে হবেঃ

  • আপনার হোস্টিং এর সি প্যানেল এ লগিন করেন।
  • ফাইল ম্যানেজার এ প্রবেশ করেন।
  • যে ফোল্ডারে লগিন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন , সেখানে যান।
  •  এখানে দেখেন wp-content ফোল্ডার আছে, ঢুকেন ভেতরে।
  • এখানে Themes ফোল্ডারে আপনার সাইটের যাবতীয় থিম গুলো থাকে বা রাখা হয়। অন্য গুলোতে হাত না দিয়ে Mobile_Pack_Base থিম টা এডিট করেন।

কি এডিট করবো ?

  • Html জানলে এটা তো জানেন body তে কিভাবে লোগো লাগানো যায়।
  •  head ফাইল টায় আপনার যা দরকার দিন।মেটা ডাটা গুলো ও।
  •  ফুটারে নিজের কপিরাইট লাগান।
  •  স্টাইল ফাইল টাও নিজের মত করে বানিয়ে নিতে পারেন।
আর… আর… আর কি দরকার ? হয়ে গেছে তো !!!!!
সেইম কাজ টা সি প্যানেল এ লগিন না করে ওয়ার্ডপ্রেস এর ড্যাসবোর্ড এর থিম এডিটর থেকেও করা যায়, বাট ভুল ভাল কোড দিয়ে পরে আপনি কানা হয়ে গেলে বলবেন শিমুল ভাই আমারে কি বুদ্ধি দিলো, আমার সাইট ই ডাউন।
এক মিনিট। লেখা শেষ হয় নাই।
Php আর ওয়ার্ডপ্রেস কোডেক্স সম্পর্কে ধারনা না থাকলে মোবাইল থিমের আর কিছুতে হাত দিয়েন না। আর মোবাইল পেইজ কেনো দরকার যেকোন সাইটের তা আমার কোন ক্লায়েন্ট কেই আমি বুঝাতে পারি নাই, আপনাকে বুঝানোর একটা চেষ্টা করি এক লাইনে। দেশের ৭০ ভাগ এর বেশি মানুষ এখনো মোবাইল ইন্টারনেট ব্যাবহার করেন।
অনেকেই বলেন, ভাই প্রিমিয়াম রিস্পন্সিভ থিম ইউজ করি। পেইজের ওয়াডথ তো বাড়ে কমে। সো মোবাইল দিয়েও দেখা যায় ঠিক ঠাক, কি দরকার এত ঝামেলা করার। সো তাদের বলি, ভাই, পেইজের চোখে দেখা সাইজ কমলেও পেইজের একচুয়াল ডাটা কতটা কমে আমার কোন ধারনা নাই, নিজে একবার চেষ্টা করবেন ৫০০ কিলোবাইটের একটা পেইজ মোবাইল দিয়ে লোড করতে।