Thursday, September 4, 2014

দেখুন অন্য সব লকিং সফ্টওয়ারকে অবশ্যই হার মানাবে

ব্যক্তিগত ফাইলতো সবার ই থাকে সেগুলোর নিরাপত্তার ব্যবস্থা করা হয় লক করে। আমার লক করার জন্য হাজারো সফ্টওয়ার ব্যবহার করে থাকি এগুলোর সবগুলো প্রায় এক ধরনের। কোন টায় ফাইল মুভ করে এনে লকিং সফটওয়ারের মধ্যে পেষ্ট করতে হয়। এর ফলে ফাইলগুলো ড্রাইভ পরিবর্তন করে। লকিং সফ্টওয়ার ইনেস্টল করা ড্রাইভে নিতে হয়। আর যদি সেটা সি ড্রাইভ হয় তাহলে তো যেকোন সময় হারাতে পারেন। আবার কিছু সফ্টওয়ার আছে যে গুলো ফাইল হাইড করে এক্সটেনশন তৈরী করে। যা অনেক সময় সঠিক পাসওয়ার্ড দিলেও ওপেন হয় না। এর মানে এখানেও যেকোন সময় আপনি আপনার গুরুত্বপূর্ন ফাইল হারাতে পারেন। তাহলে প্রশ্ন আমরা কি আমাদের ব্যক্তিগত ফাইলগুলো নিরাপদে লক করতে পারব না?
পড়ুন কিভাবে উন্ডোজের পাসওয়ার্ড হারিয়ে গেলে রিকভার করতে হবে। RECOVER PASSWORD
উত্তর হল কেন পারব না। লক করার অনেক সফ্টওয়ার আছে তার মধ্যে কিছু সফ্টওয়ার আছে যেগুলো আপনার ফাইল নিরাপদ রাখতে পারবে। ঠিক সেই রকম একটি ফাইল হল Easy File Locker. এই ফস্টওয়ার ব্যবহার করলে আপনাকে ফাইল কাট করে সফ্টওয়ারের মধ্যে পেষ্ট করতে হবে না। ফাইল যেখানে আছে সেখানেই থাকবে আবার কোন এক্সটেনশন ও তৈরী করবে না। একবার ব্যবহার করে দেখুন মজা পাবেন।

easy file lockereasy file locker

মার্কিন ব্যাংক একাউন্ট ও ক্রেডিট কার্ড for verification

real american bank acc
আপনার মার্কিন / Canada বা কোনো পেপ্যাল ​​একাউন্ট আজকের সঙ্গে (বাস্তব ব্যাংক অ্যাকাউন্ট) . অ্যাকাউন্ট না কি আপনার নাম বা ঠিকানা ব্যাপার কাজ করে.
আপনি নিম্নলিখিত বিতরিত আপনার ইমেল বিবরণ পাবেন.
একাউন্ট নম্বর:
রাউটিং সংখ্যা:
ব্যাংক নাম:
প্রকার:
ক্রেডিট কার্ড জন্য একই এছাড়াও আপনি পেপ্যাল ​​থেকে টাকা তুলতে আমাদের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার এবং moneybookers অথবা এটিএম মধ্যে আর্থিক সাহায্য পেতে পারেন
আরও তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
24/7 লাইভ সমর্থন
+8801834705135
+13233664940
http://www.virtualmoneysolution.com

চুলুন দ্রুপাল নিয়ে কাজ করি

বেশিরভাগ ক্ষেত্রে সিএমএস পছন্দ করার ক্ষেত্রে আমরা জুমলা এবং ওয়ার্ডপ্রেসকে প্রাধান্য দিয়ে থাকি। দ্রুপাল এর ব্যবহার একটু কমই দেখা যায় বাংলাদেশে। তবে জুমলা এবং ওয়ার্ডপ্রেস এর চাইতে দ্রুপাল কিছু কিছু ক্ষেত্রে বেশ সুবিধাজনক। বিভিন্ন দেশের ওয়েব প্রোফেশনালরা দ্রুপাল এর বেশ ব্যবহার করে থাকেন।

দ্রুপাল যেটি দ্রুপাল কোর নামেও পরিচিত, অন্যান্য সাধারন সিএমএস গুলোর সকল সুবিধাই এতে বিধ্যমান। এটি GNU General Public License এর অধীনে পিএইচপিতে করা একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
দ্রুপাল যেভাবে কাজ করে

দ্রুপালে যেকোন তথ্য পরিবেশন করতে হলে সেটিকে আগে ইনপুট দিতে হয়। তথ্য সংগ্রহ এবং সন্নিবেশন করার জন্য প্রাথমিক ভাবে নোড গুলোর ব্যবহার হয়।  মডিউল হলো তথ্য পরিবেশনার পদ্ধতি। আপনি চাইলে সাধারণ পোস্টের আকারেও দেখাতে পারেন আবার গ্যালারী আকারেও দেখাতে পারেন। জুমলা ব্যবহার কারীদের জন্য বলছি, এই মডিউল জুমলার মডিউলের মত না। নামের সাথে সাথে কাজটাও একটু আলাদা। তৃতীয় লেয়ারে আছে ব্লক এবং মেনু। মডিউল জেনারেটেড আউটপুট ডিসপ্লে করার জন্য ব্লক ব্যবহার করা হয়।
দ্রুপালের ভিত্তি বা কোর মডিউলগুলো
দ্রুপাল কোরে কিছু অপশনাল মডিউল থাকে যেগুলো এডমিন প্যানেল থেকে সক্রিয় করা যায়। দ্রুপাল কোর এ যে ফিচারগুলো রয়েছেঃ
  • পরিসংখ্যান এবং লগইন
  • উন্নতমানের সার্চ
  • ব্লগ, ফোরাম, এবং পোল
  • সাইট ক্যাশিং
  • বিস্তারিত ইউআরএল
  • একাধিক স্তরের মেনু সিস্টেম
  • একাধিক সাইট সাপোর্ট
  • একাধিক ব্যবহারকারীর তথ্য
  • উন্মুক্ত আইডি সাপোর্ট
  • আরএসএস ফীড
  • নিরাপত্তা নোটিফিকেশন
  • ব্যবহারকারীর প্রোফাইল
  • বিভিন্ন ধরনের একসেস কন্ট্রোল (ব্যবহারকারীর পদবী, আইপি, ইমেইল)
  • বিভিন্ন ধরনের কাজের টুলস
বর্তমানে দ্রুপাল কোর এর ভার্শন ৭ এবং এটির ডাউনলোড ও বিভিন্ন থিম এর ডাউনলোড লিংক নিচে দেয়া হলো।
দ্রুপাল ডাউনলোডঃ http://drupal.org/download
দ্রুপাল থিম ডাউনলোডঃ http://drupal.org/project/themes
মডিউল ডাউনলোডঃ http://drupal.org/project/modules
ব্যক্তিগত ব্লগ থেকে শুরু করে বিভিন্ন করপোরেট, রাজনৈতিক সাইট তৈরিতে দ্রুপাল ব্যবহৃত হয়। আসুন আমরাও এটি চেস্টা করে দেখি। আশা করি আপনাদের ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ।